সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

সাধারণ বিজ্ঞান

কাজী ইস্কান্দার আলী

নবম-দশম শ্রেণির পড়াশোনা

[পূর্ব প্রকাশের পর]

 

৭.   i. কার্বনের পরিমাণ ০.৫% এর কম হলে ইস্পাত নরম হয়।

     ii. পেটা লোহা শক্ত   iii. ঢালাই লোহা ভঙ্গুর

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii     খ. ii ও iii   গ. রii   ঘ. i ও iii

৮.   অ্যালুমিনিয়ামের আপেক্ষিক ঘনত্ব কত?

     ক. ২.৫     খ. ২.৬     গ. ২.৭      ঘ. ২.৮

৯.   সাধারণ কাঠে আর্দ্রতা কত?

     ক. ৫%     খ. ২০%     গ. ১৯%     ঘ. ২৫%

১০. কোন সিমেন্টের জমাটবাঁধাকাল নিয়ন্ত্রণযোগ্য?

     ক. পোর্টল্যান্ড সিমেন্ট  খ. মেসহরি সিমেন্ট

     গ. প্লাস্টিক সিমেন্ট       ঘ. রেগুলেটেড সেট সিমেন্ট

১১.  পিরিনিজ পর্বতের পাদদেশে স্থাপিত সৌর ফার্নেসে প্রাপ্ত তাপমাত্রা কত?

     ক. ৪০০০০   C    খ. ৪২০০০C

     গ. ৩৮০০০C  ঘ. ৩৭০০০C

১২.  ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

     ক. ৯০     খ. ৯১     গ. ৯২     ঘ. ৯৩

     নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩-১৪ নং প্রশ্নের উত্তর দাও :

     উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ কালক্রমে কাদা ও বালির বেশ গভীরে ঢাকা পড়লে প্রচণ্ড তাপ ও চাপে একটি বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় পেট্রোলিয়াম বা খনিজ তেল উত্পন্ন হয়। প্রাকৃতিক গ্যাসও একই প্রক্রিয়ায় উত্পন্ন হয়।

১৩.  উদ্দীপকে উল্লেখিত বিশেষ রাসায়নিক প্রক্রিয়াটির নাম কী?

     ক. পাতন    খ. সংযোজন

     গ. ঊর্ধ্বমুখী পাতন   ঘ. বিধ্বংসী পাতন

১৪.  প্রাকৃতিক গ্যাসের সাধারণ সংকেত কী?

     ক. CnH2n    খ. CnH2n+4

     গ. CnH2n+1  ঘ. CnH2n+2

১৫. কোনটি ডিপ্লয়েড?

     ক. শুক্রাণু    খ. ডিম্বাণু

     গ. পুষ্পরেণু   ঘ. জাইলেম কোষ

১৬.  কোন ধরনের টিস্যুর কোষে নিউক্লিয়াসের আকৃতি বড়?

     ক. সরল টিস্যু খ. প্যারেনকাইমা

     গ. জাইলেম   ঘ. ফ্লোয়েম

১৭.  স্থলজ উদ্ভিদের অপর নাম কী?

     i. মেসোফাইট  ii. হ্যালোফাইট

     iii. মনোকট

     নিচের কোনটি সঠিক?

     ক. i     খ. ii       গ. iii     ঘ. ii ও iii

১৮.  শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে কোন উদ্ভিদ জন্মায়?

     ক. ব্যাকটেরিয়া খ. ভাইরাস

     গ. ফার্ন     ঘ. লাইকেন

১৯.  i. অভিস্রবণ একটি ভৌত প্রক্রিয়া

     ii. কচি সবুজ কাণ্ডে সালোক সংশ্লেষণ হয়

     iii. গ্লাইকোলাইসিস প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়ায় ঘটে

     নিচের কোনটি সঠিক?

     ক. i     খ. ii ও iii   গ. i ও iii     ঘ. i ও ii

২০. কোনটি চোয়ালবিহীন?

     ক. হাঙ্গর    খ. রূপচান্দা

     গ. পেট্রোমাইজন     ঘ. কুনোব্যাঙ

 

২১. নিরপেক্ষ উদ্ভিদের ক্ষেত্রে কোন চিত্রটি প্রযোজ্য?

   

       চিত্র-i        চিত্র- ii        চিত্র- iii 

     ক. i     খ. ii       গ. iii     ঘ. i ও ii

২২. নিচের প্রাণীটি কোন পর্বের?

      ক. কর্ডাটা   খ. পরিফেরা

      গ. নিডেরিয়া ঘ. মোলাস্কা

 

২৩. কোনটি আমিষকে ভেঙে পলিপেপটাইডে পরিণত করে?

     ক. হাইড্রোক্লোরিক এসিড     খ. রেনিন

     গ. পেপসিন        ঘ. মিউসিন

২৪. কোনটি থেকে শিরার উত্পত্তি হয়?

     ক. হৃদপণ্ড   খ. ধমনী

     গ. বৃক্ক ঘ. কৈশিক নালি

     নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫-২৬ নং প্রশ্নের উত্তর দাও :

     মেঘ গর্জন শোনার ৫.৫ সেকেন্ড পর শব্দ শোনা গেল। ওই সময়ের উষ্ণতা ছিল ৩০০C।

২৫. মেঘের উচ্চতা ছিল—

     ক. ১৯১০.৫ মিটার   খ. ১৯১২.৫ মিটার

     গ. ১৯১৯.৪ মিটার   ঘ. ১৯২৫.০ মিটার

২৬.  ওইদিন শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতাকে উৎস থেকে কত দূরে দাঁড়াতে হয়েছিল?

     ক. ১৭.৪০ মিটার    খ. ১৮.৪০ মিটার

     গ. ১৭.৫০ মিটার    ঘ. ১৮.৪৫ মিটার

২৭. একটি নিয়ন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত?

     ক. ৮টি      খ. ৯টি    গ. ১০টি    ঘ. ১টি

 

গত সংখ্যার উত্তরসহ : ১.ঘ ২.ক ৩.গ ৪.ঘ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.গ ৯.গ ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.ঘ ১৪.ঘ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ঘ ২০.গ ২১.গ ২২.গ ২৩.গ ২৪.ঘ ২৫.ঘ ২৬.গ ২৭.গ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর