শনিবার, ২৪ জুন, ২০১৭ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

মো. হাসানুল কায়সার

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বহুনির্বাচনী প্রশ্ন

 

১.   ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত করতে হয়?

     ক. প্রথমা    খ. দ্বিতীয়া

    গ. চতুর্থী             ঘ. পঞ্চমী

২.   ‘নাহ্’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?

    ক. ঘুরা  খ. দৌড়া   গ. গাহ      ঘ. লাফা

৩.   তিনি যেভাবেই হোক আসবেন—বাক্যটি কী যোগে গঠিত?

    ক. সমার্থক বাক্যাংশ যোগে   

    খ. ক্রিয়া বিশেষণ যোগে

    গ. ক্রিয়া বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে

    ঘ. অসমাপিকা ক্রিয়া বিশেষণ যোগে

৪.   সম্বন্ধ পদ কোথায় বসে?

     ক. বিশেষ্যের পূর্বে    খ. বিশেষ্যের পরে

     গ. বিশেষণের পূর্বে ঘ. বিশেষণের পরে

৫.   বর্তমান অনুজ্ঞায়, মধ্যম পুরুষের তুচ্ছার্থক সম্বোধনে সাধুরীতিতে কোন বিভক্তি যুক্ত হয়?

    ক. ও     খ. উক      গ. ইস         ঘ. স

৬.   বাংলা অব্যয় পদ কোনটি?

     ক. খুব  খ. বরং  গ. হঠাৎ      ঘ. আবার

৭.   ‘উপজীবিকা’ অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?

     ক. গেঁয়ো   খ. মেছো  গ. টেকো  ঘ. ধেনো

৮.   ‘যা কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর’—এখানে ‘হারায়’ কোন ধাতু?

     ক. নাম ধাতু  খ. সংযোগমূলক ধাতু

    গ. প্রযোজক ধাতু    ঘ. কর্মবাচ্যের ধাতু

৯.   মিশ্র শব্দ কোনটি?

     ক. খ্রিস্টাব্দ   খ. মুন্সেফ

    গ. লাইব্রেরি    ঘ. ছেলেধরা

১০.  ‘কুলি’ শব্দের লিঙ্গান্তর কী হবে?

     ক. কুলিনী    খ. কুলিনা

     গ. কামিন    ঘ. কামিনা

১১.  কোন বাক্যে ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্তিরূপে ব্যবহার হয়েছে?

     ক. ডেকে ডেকে হয়রান হয়েছি  

     খ. চিকচিক করে বালি

    গ. বৃষ্টি পড়ে টাপুর টুপুর    

     ঘ. শিশুটি ধীরে ধীরে যায়

১২.  ক্রমবাচক সংখ্যার আরেক নাম কী?

     ক. গুণবাচক   খ. পূরণবাচক

    গ. তারিখবাচক  ঘ. গণনাবাচক

১৩.  ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?

     ক. সাহেবান   খ. সাহেবকুল

    গ. সাহেবম্ললী   ঘ. সাহেবগণ

১৪.  ‘আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো’—বাক্যটি কোন দোষে যোগ্যতা হারিয়েছে?

     ক. গুরুচণ্ডালী দোষে

     খ. বাহুল্য দোষে

     গ. উপমার ভুল প্রয়োগে  

     ঘ. বাগধারার শব্দ পরিবর্তনে

১৫.  ‘যদি বৃষ্টি আসে, আমি চলে যাব’—কোন কালের উদাহরণ?

     ক. নিত্যবৃত্ত বর্তমান     

     খ. সাধারণ ভবিষ্যৎ

     গ. নিত্যবৃত্ত অতীত     

     ঘ. ঘটমান ভবিষ্যৎ

১৬.  ‘আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে’—এ বাক্যে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

     ক. অপাদানে সপ্তমী

খ. কর্তৃকারকে ষষ্ঠী

    গ. অধিকরণে সপ্তমী     

     ঘ. কর্মে দ্বিতীয়া

১৭.  কোন বাক্যটি নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে?

     ক. একখানা বই কিনে নিও

     খ. সবটুকু ওষুধই খেয়ে ফেলো

     গ. পোয়াটাকে দুধ দাও  

     ঘ. গোটা দুই কমলা লেবু আছে

১৮.  প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?

     ক. নির্দেশক ভাব     খ. অনুজ্ঞা ভাব

     গ. সাপেক্ষ ভাব     ঘ. আকাঙ্ক্ষা ভাব

১৯.  নিপাতনে সিদ্ধ সমাসের উদাহরণ কোনটি?

     ক. নীলকণ্ঠ   খ. উনপাঁজুরে

    গ. সেতার    ঘ. অন্তরীপ

২০.  শব্দের ক্ষুদ্রাংশকে কী বলে?

     ক. ধ্বনি     খ. ধ্বনিমূল

    গ. রূপ     ঘ. প্রকৃতি

২১.  ‘আমরা তাজমহল দর্শন করলাম’— বাক্যটিতে রয়েছে কী?

     ক. মিশ্র ক্রিয়া খ. যৌগিক ক্রিয়া

    গ. নামধাতুর ক্রিয়া   ঘ. দ্বিকর্মক ক্রিয়া

২২.  ‘সিংহ পুরুষ’—কোন সমাস?

    ক. মধ্য পদলোপী কর্মধারয় 

     খ. উপমান কর্মধারয়

    গ. উপমিত কর্মধারয়         

     ঘ. রূপক কর্মধারয়

২৩.  বিশেষণ স্থানীয় আশ্রিত বাক্য কোনটি?

     ক. তুমি আসবে বলে, আমি অপেক্ষা করে আছি

     খ. যতই করিবে দান, ততই যাবে বেড়ে

     গ. ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা

     ঘ. তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না

২৪.  ‘চুল’-এর সমার্থক শব্দ কোনটি?

     ক. পিক     খ. চিকুর  গ. লোচন  ঘ. সুত

২৫.  ‘নিখাদ’ অর্থে ‘কাঁচা’ ব্যবহৃত হয়েছে কোনটিতে?

     ক. কাঁচা কথা খ. কাঁচা ইট

     গ. কাঁচা সোনা ঘ. কাঁচা খাতা

 

 

উত্তরমালা : ১.ক ২.গ ৩.খ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.গ ২০.গ ২১.ক ২২.গ ২৩.ক ২৪.খ ২৫.গ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর