রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন প্রয়োনীয় তথ্য

১.   কচুশাকে মূল্যবান যে উপাদান থাকে তা কী?

     উত্তর : লৌহ 

২.   মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?

     উত্তর : হাইপোথ্যালানাস

৩.   উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান কত ঘন্টা?

     উত্তর : প্রায় বার ঘণ্টা

৪.   পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে বলে?

     উত্তর : সৌর দিন   

৫.   সমুদ্র সৈকত ছাড়া পতেঙ্গা কোন ফসলের নাম?

     উত্তর : তরমুজ

৬.   কৃষি জমিতে কীসের জন্য চুন ব্যবহার করা হয়?

     উত্তর : মাটির অম্লতা হ্রাসের জন্য

৭.   ইনকিউবেটরে মুরগির ডিম ফুটতে কত সময় লাগে?

     উত্তর : ২১ দিন         

৮.   ধানের পরাগায়ন হয় কীসের মাধ্যমে?

     উত্তর : বায়ুর মাধ্যমে 

৯.   গ্যালভানাইজিং হলো—

     উত্তর : লোহার ওপর জিংকের প্রলেপ

১০.  ডাক্তারি যন্ত্রপাতির জীবাণুনাশকরূপে ব্যবহৃত হয়—

     উত্তর : ৭০% ইথানল ও ৩০% পানির মিশ্রণ

১১.  টিংচার আয়োডিন হলো—

     উত্তর : অ্যালকোহলের মধ্যে আয়োডিন

১২.  রেলওয়ে স্টেশন ত্যাগ করার সময় ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক—

     উত্তর : আসলের চেয়ে কম   

১৩.  স্টেথোস্কোপ শব্দের কোন নীতি মেনে চলে?

     উত্তর : অনুনাদ

১৪. একটি ট্রেন অতি দ্রুতগতিতে প্লাটফর্ম অতিক্রম করার সময় প্লাটফর্মের কিনারায় দাঁড়ানো ব্যক্তিটি ট্রেন দ্বারা—

     উত্তর : আকর্ষিত হবে 

১৫.  বিনা বাধায় ভূ-পৃষ্ঠ থেকে নিক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে, সর্বাধিক উচ্চতা থেকে ভূ-পৃষ্ঠে পড়তে—

     উত্তর : সমান সময় লাগে

১৬. নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?

     উত্তর : সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি

১৭. নদীর তীরে ভিজা বালুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে পদচিহ্ন মুছে যায় কেন?

     উত্তর : সারফেস টেনশনের দরুন বালু নিজ স্থানে সরে আসে

১৮. বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?

     উত্তর :কিলোওয়াট-ঘণ্টা

১৯.  কম্পিউটারের হার্ডওয়্যার বলতে কোনটিকে বোঝায়?

     উত্তর : কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম

২০.  সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কত?

     উত্তর : ৪ ঃ ১ ঃ ১

২১.  প্রজনন ক্ষমতা হ্রাস পায় কোন ভিটামিনের অভাবে?

     উত্তর : ভিটামিন ঊ

২২.  যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ অবস্থান করে তাকে কী বলে?

     উত্তর : সূর্যগ্রহণ 

২৩.  সমুদ্রস্রোতের অন্যতম কারণ কী?

     উত্তর : বায়ু প্রবাহের প্রভাব  

২৪.  ব্লাক টাইগার বলা হয় কাকে?

     উত্তর : বাগদা চিংড়িকে

২৫.কোন মাছকে জাটকা বলা হয়?

     উত্তর : ২৩ সে. মি. এর ছোট ইলিশকে।

২৬.  জুটন কি?

     উত্তর : ৭০% পাট +৩০% তুলা

২৭.  বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র কোথায়?

     উত্তর :কক্সবাজার।

২৮.  বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?

     উত্তর : ১২ নটিক্যাল মাইল বা ২২ কি.মি.।

২৯.  বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

     উত্তর : ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।

৩০.  বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের দূরত্ব কত?

     উত্তর: ১৬.৫ কি.মি. বা ১১ মাইল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর