বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন প্রয়োজনীয় তথ্য

শিক্ষা ডেস্ক

১.     কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?

     উত্তর : ROM

২.    ফ্লপি ডিস্ক হচ্ছে—

     উত্তর : একটি অর্ধ-পরিবাহী স্মৃতি 

৩.    শর্করা ও আমিষ জাতীয় খাদ্য উভয়কে পরিপাক করে—

     উত্তর : অগ্ন্যাশয় রস

৪.    কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?

     উত্তর : রম

৫.    কম্পিউটারের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?

     উত্তর : হেপ্টাল

৬.    কোন অঙ্গে মূত্র তৈরি হয়?

     উত্তর : বৃক্ক

৭.    কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?

     উত্তর : বিষুব রেখা

৮.    কোন কাল্পনিক রেখা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গিয়েছে?

     উত্তর : কর্কটক্রান্তি রেখা          

৯.    কোন পশু শব্দ করতে পারে না?

     উত্তর : জিরাফ     

১০.   শিম জাতীয় উদ্ভিদের নডিউলে অবস্থানকারী ব্যাকটেরিয়া কোনটি আবদ্ধ করে—

     উত্তর : নাইট্রোজেন

১১.   ডায়াবেটিক ধান কোন জাতকে বলা হয়?

     উত্তর : BR-16

১২.   ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত?

     উত্তর : ৪৪-৪৬%   

১৩.   পানির পরিমাণ কম হলে—

     উত্তর : সালোকসংশ্লেষণ কমে  

১৪.   কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন?

     উত্তর : প্রস্বেদন রোধ করার জন্য     

১৫.   এটোমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভরসংখ্যা বেড়ে যায় তাদেরকে বলে—

     উত্তর : আইসোটোপ  

১৬.   সিরকা কি?

     উত্তর : ৪-১০% এসিটিক এসিডের জলীয় দ্রবণ

১৭.   রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?

     উত্তর : গামা রশ্মি

১৮. অপটিক্যাল ফাইবারের ক্যাবলে তথ্য আদান-প্রদানের মাধ্যম হলো—

্    উত্তর : আলো

১৯. কয়লা পোড়ালে তাপ উত্পন্ন হয়। এটি শক্তির কোন প্রকার রূপান্তর—

     উত্তর : রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়

২০. কক্সবাজার সমুদ্র সৈকতে চোরাবালিতে দাঁড়ানো ব্যক্তি আস্তে আস্তে নিচের  দিকে ডুবে যাওয়া—

     উত্তর : নিউটনের ২য় সূত্রের ফল

২১.   কচুশাকে মূল্যবান যে উপাদান থাকে তা হলো—

     উত্তর : লৌহ

২২.   মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি—

     উত্তর : হাইপোথ্যালানাস

২৩. উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো—

     উত্তর : প্রায় বার ঘণ্টা

২৪. পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে বলে?

     উত্তর : সৌর দিন         

২৫.   সমু সৈকত ছাড়া পতেঙ্গা কোন ফসলের নাম?

     উত্তর : তরমুজ

২৬.   কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়?

     উত্তর : মাটির অম্লতা হ্রাসের জন্য

২৭.   ইনকিউবেটরে মুরগির ডিম ফুটতে কত সময় লাগে?

     উত্তর : ২১ দিন।    

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর