শিরোনাম
সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বাংলা দ্বিতীয়পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

আতাউর রহমান সায়েম

নবম-দশম শ্রেণির পড়াশোনা

উক্তি

     এক কথায় উত্তর :

১.   উক্তির আভিধানিক অর্থ কী?

     উত্তর  : কথন।

২.  উক্তির ইংরেজি রূপ কী?

     উত্তর  :  Naration.

৩.   ‘উক্তি’ শব্দটির প্রকৃতি+ প্রত্যয় লেখ?

     উত্তর  :  ্র বচ্ + ক্তি = উক্তি।

৪.   উক্তি কী?

     উত্তর  :  কোন কথকের বাক কর্মের নাম।

৫.   উক্তি কত প্রকার?

     উত্তর  :  দুই প্রকার।

৬.   পরোক্ষ উক্তিতে ‘পূর্ব দিন’ থাকলে প্রত্যক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  : গতকল্য।

৭.   প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু কোন চিহ্নের অন্তর্ভুক্ত থাকে?

     উত্তর  :  উদ্ধরণ চিহ্ন।

৮.   পরোক্ষ উক্তিতে কী লোপ পায়?

     উত্তর  :  উদ্ধরণ চিহ্ন।

৯.   প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে কোন অব্যয়টি ব্যবহার করতে হয়?

     উত্তর  : যে।

১০.  বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত কীসের পরিবর্তন করতে হয়।

     উত্তর  : পুরুষের।

১১.  শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।”- উক্তি পরিবর্তন কর।

     উত্তর  : শিক্ষক বললেন যে, পরদিন আমাদের ছুটি থাকবে।

১২.  প্রত্যক্ষ উক্তিতে ‘আজ’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  : সে দিন।

১৩.  প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্য থাকলে পরোক্ষ উক্তিতে কীসের পরিবর্তন হয় না?

     উত্তর  :  কালের।

১৪.  প্রত্যক্ষ উক্তি কাকে বলে?

     উত্তর  :  যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়।

১৫.  পরোক্ষ উক্তির ‘আগের দিন’ প্রত্যক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  : গতকাল।

১৬.  উক্তি পরিবর্তন : সাদ বলল যে, সে তক্ষুনি যাচ্ছে। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর  :  সাদ বলল “আমি এক্ষুনি আসছি।”

১৭.  ‘যে’ কোন অব্যয়?

     উত্তর : সংযোজক অব্যয়।

১৮.  প্রত্যক্ষ উক্তির কাকে পরোক্ষ উক্তিতে অর্থানুযায়ী করতে হয়?

     উত্তর : কালবাচক পদকে।

১৯.  পরোক্ষ উক্তির ‘এই’ পরোক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  :  সেই।

২০.  রমেন বলল যে, সে আমাকে চেনে না। (প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন)

     উত্তর :  রমেন বলল, “আমি তাকে চিনি না।”

২১.  হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো।” (পরোক্ষ উক্তি)

     উত্তর : হামিদ বলল যে, তোমরা পরদিন এসো।

২২.  ইভা বলল, “আমার বাবা বাড়ি নেই।” (পরোক্ষ উক্তি)

     উত্তর  : ইভা বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।

২৩.  প্রত্যক্ষ উক্তির ‘ইহা’ পরোক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  :  তাহা।

২৪.  দোলা বলল যে, বইটা তার দরকার। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর  : দোলা বলল, “বইটা আমার দরকার।”

২৫.  পরোক্ষ উক্তি কাকে বলে?

     উত্তর  : যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানীতে রূপান্তরিতভাবে প্রকাশ পায়।

২৬.  আশ্রিত খণ্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে কীসের উপর নির্ভর করে না?

     উত্তর  :  মূল বাক্যাংশের ক্রিয়ার কালের।

২৭.  পরোক্ষ উক্তির ‘পরদিন’ প্রত্যক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  :  আগামীকাল।

২৮.  প্রত্যক্ষ উক্তির ‘এখন’ পরোক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  : তখন।

২৯.  প্রত্যক্ষ উক্তির ‘সে’ পরোক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  : এ।

৩০.  পরোক্ষ উক্তির ‘ঐখানে’ প্রত্যক্ষ উক্তিতে কী হয়?

     উত্তর  : এখানে।

৩১.  ‘আগের দিন’ প্রত্যক্ষ উক্তির কেমন শব্দ?

     উত্তর  : কালসূচক শব্দ।

৩২.  শিক্ষক বললেন যে, সততাই মহৎ গুণ। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর  : শিক্ষক বললেন, “সততাই মহৎ গুণ।”

৩৩.  পরোক্ষ উক্তিতে ‘তত্পূর্বে’ থাকলে প্রত্যক্ষ উক্তিতে কি হয়?

     উত্তর  :  ইতোপূর্বে।

৩৪.  প্রজারা বলল, “মহারাজের জয় হোক।” (পরোক্ষ উক্তি)

     উত্তর : প্রজারা মহারাজের জয় কামনা করলেন।

৩৫.  তিনি আমাকে বললেন, “তুমি এখন যেতে পার।” (পরোক্ষ উক্তি)

     উত্তর  :  তিনি আমাকে তখন যেতে বললেন।

৩৬.  সাধু দেশের দুশমনদের ধিক্কার দিলেন। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর : সাধু বললেন, “দেশের দুশমনদের ধিক।”

৩৭.  অতশী বলল, “হায়, আমি কত বোকা!” (পরোক্ষ উক্তি)

     উত্তর  : অতশী দুঃখের সাথে বলল যে, সে অত্যন্ত বোকা।

৩৮.  রাহুলকে বললাম, “তুমি কাঁদছে কেন?” (পরোক্ষ উক্তি)

     উত্তর  : রাহুলকে জিজ্ঞেস করলাম যে, সে কাঁদছে কেন।

৩৯.  সে বলল, “বন্ধুগণ! আজ তবে বিদায়।” (পরোক্ষ উক্তি)

     উত্তর  : সে তার বন্ধুগণের কাছে থেকে সেদিন বিদায় নিল।

৪০.  বাঁধন বলল যে, তখন তার ছুটি হয়েছে। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর : বাঁধন বলল, “এখন আমার ছুটি হয়েছে।”

৪১.  বাবা ছেলেকে বললেন, “পড়তে বস।” (পরোক্ষ উক্তি)

     উত্তর : বাবা ছেলেকে পড়তে বসার জন্য বললেন।

৪২.  মা তখন খোকাকে ঘুমাতে বললেন। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর : মা খোকাকে বললেন, “তুমি এখন ঘুমাও।”

৪৩.  সে বলল, “দৃশ্যটি কত সুন্দর!” (পরোক্ষ উক্তি)

     উত্তর  : সে বলল যে, দৃশ্যটি খুব সুন্দর।

৪৪.  শিক্ষক বললেন, “জগৎ পরিবর্তনশীল?” (পরোক্ষ উক্তি)

     উত্তর : শিক্ষক বললেন যে, জগৎ পরিবর্তনশীল।

৪৫.  লিমন লিখেছে, “শহরে খুব গরম পড়েছে।” (পরোক্ষ উক্তি)

     উত্তর : লিমন লিখেছে যে শহরে খুব গরম পড়েছে।

৪৬.  মা বললেন, “ঈশ্বর তোমার মঙ্গল করুন।” (পরোক্ষ উক্তি)

     উত্তর  : মা ঈশ্বরের কাছে আমার মঙ্গল কামনা করলেন।

৪৭.  ছেলেটি দুঃখের সাথে বলল যে, সে অত্যন্ত বোকা। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর : ছেলেটি বলল, “আমি কি অত্যন্ত বোকা!”

৪৮.  বীনা আমাকে ভিতরে যেতে অনুরোধ করল। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর : বীনা আমাকে বলল, “দয়া করে ভিতরে আসুন।”

৪৯.  তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন। (প্রত্যক্ষ উক্তি)

     উত্তর  : তিনি আমাকে বললেন, “তোমার নাম কী?”

৫০. ইন্দ্রনাথ শ্রীকান্তকে বলল, “শিগিগর পালা এখান থেকে।” (পরোক্ষ উক্তি)

     উত্তর : ইন্দ্রনাথ শ্রীকান্তকে শিগিগর সেখান থেকে পালাতে বলল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর