শিরোনাম
সোমবার, ১০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নবম-দশম শ্রেণির পড়াশোনা

হিসাববিজ্ঞান

মিজানুর রহমান

বহু নির্বাচনী প্রশ্ন

১.   কীসের অভাবে আর্থিক ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়?

     ক. মূল্যবোধের      খ. জবাবদিহির

     গ. ধর্মীয় অনুশাসনের  ঘ. নৈতিকতার

২.   আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি কী?

     ক. প্রয়োজনীয়তা     খ. সুবিধা

     গ. উদ্দেশ্য   ঘ. কৌশল

৩.   হিসাববিজ্ঞানের উন্নতি ঘটায় কোনটি?

     ক. সভ্যতা ও সংস্কৃতি 

     খ. বিজ্ঞান ও প্রযুক্তি

     গ. বিজ্ঞানের আবিষ্কার

     ঘ. হিসাববিজ্ঞানীরা

৪.   ব্যবসায়ের লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা কীভাবে জানা যায়?

     ক. খরচের মাধ্যমে   

     খ. ক্রয়ের মাধ্যমে

     গ. বিক্রয়ের মাধ্যমে  

     ঘ. হিসাব রাখার মাধ্যমে

৫.   ক্যাশমেমোর মূল কপি কার কাছে থাকে?

     ক. ক্রেতার         খ. বিক্রেতার

     গ. হিসাবরক্ষকের   ঘ. ক্যাশিয়ারের

৬.   অর্থ গ্রহণের প্রমাণস্বরূপ কোনটি ব্যবহূত হয়?

     ক. ডেবিট ভাউচার   

     খ. ক্রেডিট ভাউচার

     গ. চালান   

     ঘ. ডেবিট নোট

৭.   ভাউচারে স্বাক্ষর প্রদান করেন কে?

     i. ক্যাশিয়ার

     ii. হিসাবরক্ষক

     iii. ব্যবস্থাপক

     নিচের কোনটি সঠিক?

     ক. ii, iii     খ. ii

     গ. i, ii        ঘ. i, ii ও iii

৮.   তুমি তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখ কেন?

     ক. ভারসাম্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে

     খ. নির্ভরযোগ্য, কৌশলগত ও স্থিতি পদ্ধতি বলে

     গ. কৌশলগত, ভারসাম্য ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে

     ঘ. নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পদ্ধতি বলে

৯.   কোন ধারাবাহিকতাটি সঠিক?

     ক. রেওয়ামিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক বিবরণী

     খ. সমন্বয় দাখিলা, রেওয়ামিল, আর্থিক বিবরণী, কার্যপত্র

     গ. কার্যপত্র, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

     ঘ. রেওয়ামিল, কার্যপত্র, সমন্বয় দাখিলা, আর্থিক বিবরণী

১০.  আব্বাস আলী খান এনবিএল থেকে ৫০,০০০ টাকা ১ বছর মেয়াদি ঋণ নিয়ে একটি মেশিন ক্রয় করল। এ ঋণের ফলে কী ঘটবে?

     ক. স্বল্পমেয়াদি দায় বৃদ্ধি ও চলতি সম্পদ বৃদ্ধি

     খ. দীর্ঘমেয়াদি দায় বৃদ্ধি ও স্থায়ী সম্পদ বৃদ্ধি

     গ. দীর্ঘমেয়াদি সম্পদ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি দায় বৃদ্ধি

     ঘ. মালিকানাস্বত্ব বৃদ্ধি এবং স্থায়ী সম্পদ বৃদ্ধি

১১.  বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় হলো

     i. পণ্যের গবেষণা ব্যয়

     ii. অধিক বিজ্ঞাপন ব্যয়

     iii. ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. i, iii

     গ. ii, iii     ঘ. i, ii ও iii

১২.  মুনাফাজাতীয় লেনদেন কয় ধরনের?

     ক. ২ ধরনের  খ. ৩ ধরনের

     গ. ৪ ধরনের  ঘ. ৫ ধরনের

১৩.  কারবারের ফলাফল ও আর্থিক অবস্থা কার ওপর নির্ভরশীল?

     ক. সঠিক লেনদেন শ্রেণিকরণের

     খ. সঠিক হিসাব ব্যবস্থার

     গ. লেনদেনের পরিমাণের    

     ঘ. অধিক লেনদেনের

     উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     অপূর্ব তার কারবারের জন্য ১,০০,০০০ টাকা দিয়ে একটি পুরনো মোটরসাইকেল ক্রয় করলেন এবং এটি ব্যবহার উপযোগী করতে আরো ১০,০০০ টাকা খরচ করেন।

১৪.  অপূর্বর ওই ১০,০০০ টাকা খরচকে কী হিসেবে গণ্য করতে হবে?

     ক. মুনাফাজাতীয় ব্যয়  খ. মূলধনজাতীয় ব্যয়

     গ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

     ঘ. চলতি ব্যয়

১৫.  অপূর্ব তার ওই গাড়িটি ১,০০,০০০ টাকায় বিক্রি করলে নিচের কোনটি হবে?

     ক. মূলধনজাতীয় আয় হবে ১০,০০০ টাকা

     খ. মূলধনজাতীয় প্রাপ্তি হবে ১,০০,০০০ টাকা

     গ. মুনাফাজাতীয় ক্ষতি হবে ১০,০০০ টাকা

     ঘ. মুনাফাজাতীয় প্রাপ্তি হবে ৯০,০০০ টাকা

 

উত্তরমালা : ১.খ ২.ক ৩.খ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.ক ১০.খ ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.খ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর