রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

মেহেরুন্নেসা খাতুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা প্রস্তুতি

বাংলা প্রথমপত্র

 

বহুনির্বাচনী প্রশ্ন

১.   ‘হত’ শব্দের অর্থ কী?

     ক. নিহত    খ. আহত     গ. যুদ্ধ     ঘ. বাধা

২.   খানুয়ার প্রান্তর কোথায় অবস্থিত?

     ক. আগ্রার পশ্চিমে    খ. দিল্লির পশ্চিমে

     গ. আগ্রার উত্তরে     ঘ. দিল্লির উত্তরে

৩.   বাবর কী দিয়ে মানুষের মন জয় করেছিলেন?

     ক. শাসন করে খ. আর্থিক সাহায্য করে

     গ. যুদ্ধ করে ঘ. সুশাসন করে

৪.   ‘বড়ই কঠিন জীবন দেয়া যে জীবন নেয়ার চেয়ে’ উক্তিটি কার?

     ক. সংগ্রাম সিংহের    খ. রণবীর চৌহানের

     গ. ইব্রাহিম লোদির   ঘ. সম্রাট বাবরের

৫.   বাদশাহ বাবর পর্যটকের বেশে নগরপথে ঘুরে বেড়াতেন মূলত—

     i. জনগণের সুখ-দুঃখের বাস্তব অবস্থা দেখার জন্য

     ii. বিপন্ন মানুষের সেবা-শুশ্রূষা নিজ হাতে করার জন্য

     iii. নিজের কর্তব্য নির্ণয়ের জন্য

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii

     গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৬.   বাবরের মহত্ত্বে কে বিস্মিত হলেন?

     ক. রাজপুত যুবক    খ. সংগ্রাম সিংহ

     গ. দৌলত খাঁ ঘ. ইব্রাহিম লোদি

৭.   ‘বাবরের মহত্ত্ব’ কবিতায় উল্লিখিত বাবর ছদ্মবেশে পথে পথে কী খুঁজতে লাগলেন?

     ক. বিদ্রোহীদের খ. শত্রুদের

     গ. প্রজার দুঃখক্লেশ   ঘ. চোর-ডাকাত

     উদ্দীপকটি পড়ে ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     থাকনামে আর কী কাজ আমার

     মাপ করিলাম তোরে,

     সব-সেরা ঘোড়া দিলাম,

     এখনি পালা তার পিঠে চড়ে

৮.   এরূপ সাদৃশ্যের কারণ—

     র. ক্ষমাশীলতা  রর. সংগ্রামী চেতনা   ররর. মহানুভবতা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii ও iii   গ. i ও iii   ঘ. i, ii ও iii

৯.   ‘সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে’ চরণটির মর্মার্থ কী?

     ক. বাবরের সমগ্র উত্তর ভারত জয়লাভ

     খ. বাবরের সমগ্র উত্তর ভারতে পরাজয়

     গ. সমগ্র উত্তর ভারতে বিশৃঙ্খলা

     ঘ. প্রজাদের সমগ্র উত্তর ভারত দখল

১০.  ‘জিনিতে’ অর্থ কী?

     ক. যুদ্ধ করতে খ. চিনিতে

     গ. শাসন    ঘ. জয় করতে

১১. খানুয়ার প্রান্তরে বাবর কাকে পরাজিত করেন?

     ক. রণবীর চৌহানকে খ. ইব্রাহিম লোদিকে

     গ. সংগ্রাম সিংহকে   ঘ. দৌলত খাঁকে

১২.  বলিয়া উঠিল একজন ‘আরে এ যে মেথরের ছেলে’ উক্ত চরণে যে বিষয়টি ফুটে উঠেছে—

     ক. অজ্ঞতা    খ. বর্ণবৈষম্য

     গ. উদারতা   ঘ. সংকীর্ণতা

১৩.  ‘দেশে ফিরে যাও, নতুবা মোগল,

     রাজপুতে দাও রণ’ এর পরের চরণ কোনটি?

     ক. লয়ে লুণ্ঠিত ধন   খ. লইবে তাহার প্রাণ

     গ. সকলেই গেল সরি ঘ. খানুয়ার প্রান্তরে

১৪.  সংগ্রাম সিংহ কে?

     ক. বাবরের সেনাপতি  খ. মেবার রজ্যের রাজা

     গ. দাক্ষিণাত্যের শাসক ঘ. গুজরাটের জায়গীরদার

১৫.  মেথরের ছেলের জন্য জীবনের ঝুঁকি নেওয়া বোকামি বলে মনে করেছে সবাই। এ ধরনের মনোভাব হচ্ছে—

     i. মানবতাবিরোধী    ii. সংকীর্ণ ও হীনদৃষ্টি

     iii. প্রকৃতপক্ষে তারা বোকা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    খ. ii ও iii

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

১৬.  ‘দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে’ এখানে কাকে উদ্দেশ্য করে কবি লিখেছেন?

     ক. সংগ্রাম সিংহকে   খ. বাদশাহ হুমায়ুনকে

     গ. বাদশাহ বাবরকে   ঘ. নিজেকে

     উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     ক্ষমা একটি মহৎ গুণ। এ ক্ষমা যিনি করতে পারেন তিনিই শ্রেষ্ঠ।

১৭.  উদ্দীপকের সঙ্গে ‘বাবরের মহত্ত্ব’ কবিতার সাদৃশ্য কোথায়?

     ক. ক্ষমাশীলতায়     খ. প্রতিশোধ স্পৃহায়

     গ. অনুশোচনায়      ঘ. অতিথিসেবায়

১৮.  উদ্দীপকের মূলভাবের সঙ্গে ‘বাবরের মহত্ত্ব’ কবিতার অধিক সংগতিপূর্ণ চরণ হলো—

     i. জান না কি ভাই? ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে

     ii. কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর

     iii. প্রাণ-রক্ষকই হইলে আমার, প্রাণের ঘাতক নও

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii ও iii গ. iii   ঘ. i, ii ও iii

১৯.  ‘রণ’ অর্থ কী?

     ক. নিহত     খ. বাধা   গ. যুদ্ধ      ঘ. ময়দান

২০.  ‘ভারত যাদের’ বলতে কাদের বোঝানো হয়েছে?

     ক. রাজপুত বীরদের   খ. মেবারের রাজাদের

     গ. সাধারণ জনগণকে  ঘ. অভিজাত শ্রেণিকে

২১.  ‘দেখিল বাবর এ-জয় তাহার ফাঁকি’ উদ্ধৃতাংশে কোন জয়ের কথা বলা হয়েছে?

     ক. পানিপথের যুদ্ধ জয় খ. প্রজার হৃদয় জয় 

     গ. খানুয়ার প্রান্তরে জয় ঘ. রণবীর চৌহানের হৃদয় জয়

২২.  ‘দণ্ডবিধান’ শব্দ দ্বারা বোঝায়

     i. দণ্ডে বিধান    ii. শাস্তিবিধান   iii. প্রতিহিংসা

     নিচের কোনটি সঠিক?

     ক. i     খ. ii    গ. iii      ঘ. i ও ii

২৩.  দৌলত খাঁ লোদি কোথাকার শাসক ছিলেন?

     ক. বাংলার    খ. পাঞ্জাবের  গ. চিতোরের  ঘ. খানুয়ার

     নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

     যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ

     আমি দেই তারে বুক ভরা গান

     কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর

     আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

২৪.  উদ্দীপকের ‘বাবরের মহত্ত্ব’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে?

     ক. মানুষের প্রতি সমবেদনা  খ. ঘাতের বিরুদ্ধে প্রতিঘাত

     গ. হত্যার বদলে হত্যা      ঘ. শত্রুকে ক্ষমা করার দৃষ্টান্ত

২৫.  উদ্দীপক এবং ‘বাবরের মহত্ত্ব’ কবিতায় শত্রুকে ক্ষমা করার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—

     i. মহানুভবতা    ii. উদারতা   iii. অতিথিপরায়ণতা

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii  খ. i ও iii   গ. ii ও iii   ঘ. i, ii ও iii

 

উত্তর : ১.ক ২.ক ৩.ঘ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.গ ৮.গ ৯.ক ১০.ঘ ১১.গ ১২.খ ১৩.ঘ ১৪.খ ১৫.ঘ ১৬.গ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.গ ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.ক।

সর্বশেষ খবর