মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথমপত্র

সুকুমার মণ্ডল

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথমপত্র

সততার পুরস্কার

                 —মুহম্মদ শহীদুল্লাহ

সৃজনশীল প্রশ্ন

কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে। হাজি মকবুল সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দেন আর বলেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার কর। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না। কিন্তু হাফিজ বিনে পয়সায় ভিক্ষুকের জামাটা সেলাই করে দিল।

ক.  স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন?

উত্তর : স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন।

খ.  স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন?

উত্তর : স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে।

মুহম্মদ শহীদুল্লাহ রচিত ‘সততার পুরস্কার’ গল্পের ইহুদি বংশের তিনজন লোকের কাছে আল্লাহ তার ফেরেশতাকে পাঠান তাদের পরীক্ষার জন্য। তিনজনেরই শারীরিক ত্রুটি ছিল। প্রথমজন ছিল ধবল অর্থাৎ কুষ্ঠরোগে আক্রান্ত। দ্বিতীয়জনের মাথায় ছিল মস্ত টাক আর তৃতীয়জন ছিল অন্ধ। এই তিনজনকে পরীক্ষার জন্য আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতা মানুষের ছদ্মবেশ ধারণ করলেন, যাতে কেউ তাকে স্বর্গীয় দূত হিসেবে চিনতে না পারে।

গ. কালাম ও আবুলের কাজের মধ্যে ‘সততার পুরস্কার’ গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা কর।

উত্তর : কালাম ও আবুলের কাজের মধ্যে ‘সততার পুরস্কার’ গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা হলো অকৃতজ্ঞতা।

‘সততার পুরস্কার’ গল্পের ইহুদি বংশের তিনজন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। তাদের প্রথমজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাকওয়ালা এবং তৃতীয়জন অন্ধ। ফেরেশতা মানুষের রূপে তাদের কাছে গিয়ে তাদের দুঃখ-কষ্টের কথা জানতে চাইলে তারা তাদের শারীরিক ত্রুটির কথা বলে এবং তার থেকে সুস্থতা প্রার্থনা করে। ফেরেশতার অনুগ্রহে সেই তিনজনেরই শারীরিক ত্রুটি দূর হয় এবং তারা সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে  ফেরেশতার কৃপায় প্রথমজন একটি গাভিন উট থেকে বহু উটের, দ্বিতীয়জন একটি গাভিন গাই থেকে বহু গাইয়ের এবং তৃতীয়জন একটি গাভিন ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে যায়। কিছুদিন পর ফেরেশতা আবার তাদের পরীক্ষার উদ্দেশ্যে যান গরিব বিদেশির ছদ্মবেশে। তিনি প্রথম দুজনের কাছে গিয়ে তাদের আগের অবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বলেন। কিন্তু প্রথম দুজন ব্যক্তিই তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ফেরেশতাকে খালি হাতে বিদায় দেয়।

উদ্দীপকের কালাম ও আবুলের হাজি সাহেবের সহায়তায় আর্থিক অবস্থার পরিবর্তন হলেও তারা হাজি সাহেবের প্রেরিত ভিক্ষুককে কোনো প্রকার সাহায্য-সহযোগিতা না করে ফিরিয়ে দেয়। তাদের এ কাজের মধ্যে ‘সততার পুরস্কার’ গল্পের প্রথম দুজন ব্যক্তির অকৃতজ্ঞতার দিকটিই প্রতিফলিত হয়েছে।

ঘ. হাফিজের কাজের মধ্যে ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা নিহিত কথাটি বিশ্লেষণ কর।

উত্তর : হাফিজের কাজের মধ্যে ‘সততার পুরস্কার’ গল্পের মূল শিক্ষা—আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সে লক্ষ্যে যথাযথ পুরস্কার দেন—গল্পের এই মূল শিক্ষা নিহিত।

‘সততার পুরস্কার’ গল্পের ইহুদি বংশের শারীরিক ত্রুটিপূর্ণ তিনজন ব্যক্তির কাছেই আল্লাহ তার ফেরেশতাকে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য। ফেরেশতা মানুষের ছদ্মবেশে গিয়ে তাদের দুঃখ-কষ্টের কথা শুনে তাদের শরীরে হাত বুলিয়ে তাদের সুস্থ ও সুন্দর করে তোলেন। শুধু তা-ই নয়, তাদের গাভিন উট, গাই ও ছাগল দিয়ে অভাব দূর করে সম্পদশালী করেন। কিন্তু পরবর্তী সময়ে ফেরেশতা গরিব বিদেশির ছদ্মবেশে তাদের কাছে গেলে প্রথম দুজন সব অস্বীকার করে। কিন্তু তৃতীয় অন্ধ ব্যক্তিটি সব স্বীকার করে আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গে সঙ্গে ফেরেশতাকে তার ইচ্ছে মতো সব কিছু দিতে রাজি হয়। লোকটির কৃতজ্ঞতায় আল্লাহ ও ফেরেশতা খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে যায়।

অন্যদিকে উদ্দীপকের হাফিজও ভিক্ষুকের জামাটা সেলাই করে দিয়ে তাকে সাহায্য করে।

উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে হাফিজের কাজের মধ্যেই ‘সততার পুরস্কার’ গল্পের সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় ফুটে উঠেছে।

বহুনির্বাচনী প্রশ্ন

১.   মুহম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

     ক. ১৮৬৫    খ. ১৮৭৫   গ. ১৮৮৫    ঘ. ১৮৯৫

২.   মুহম্মদ শহীদুল্লাহ কী হিসেবে খ্যাত ছিলেন?

     ক. প্রাবন্ধিক ও পণ্ডিত

     খ. প্রাবন্ধিক ও ভাষাবিদ

     গ. সাহিত্য গবেষক                     

ঘ. বহু ভাষাবিদ ও পণ্ডিত

৩. মুহম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি লাভ করেছিলেন?

     ক. কলকাতা বিশ্ববিদ্যালয়    

     খ. সরবন বিশ্ববিদ্যালয়

     গ. কলকাতা সিটি কলেজ    

ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

৪. মুহম্মদ শহীদুল্লাহর অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়—

 ক. সাহিত্য রচনায়   খ. ব্যাকরণ

 গ. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায়

 ঘ. গল্প-উপন্যাস রচনায়

৫. কর্মজীবনে মুহম্মদ শহীদুল্লাহ অধ্যাপনা করেছেন—

     i. ঢাকা বিশ্ববিদ্যালয়ে      ii. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

     iii. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. i ও iii   গ. ii ও iii   ঘ. i, ii ও iii

৬.   মুহম্মদ শহীদুল্লাহর অসামান্য কীর্তি কী?

     ক. গল্প মঞ্জুরী

     খ. বাংলা ভাষার আঞ্চলিক অভিধান

     গ. শেষ নবীর সন্ধানে                   ঘ. শিশু পত্রিকা ‘আঙুর’

৭.   মুহম্মদ শহীদুল্লাহ কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন?

     ক. ১৯৪৯    খ. ১৯৫৯    গ. ১৯৬৯    ঘ. ১৯৭৯

৮.   মুহম্মদ শহীদুল্লাহকে কোথায় সমাহিত করা হয়?

     i. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে    ii. শহীদুল্লাহ হল প্রাঙ্গণে

     iii. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে

     নিচের কোনটি সঠিক?

     ক. i   খ. ii    গ. i ও iii   ঘ. i ও ii

৯.   ‘সততার পুরস্কার’ গল্পের কহিনিটি কোথা থেকে লিপিবদ্ধ করা হয়েছে?

     ক. কোরআন থেকে         খ. হাদিস থেকে

     গ. গল্পের বই থেকে 

     ঘ. নীতি শিক্ষামূলক বই থেকে

১০.  ‘সততার পুরস্কার’ গল্পের মূল বাণী কী?

     i. সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয়

     ii. আল্লাহ মানুষকে পরীক্ষা করেন

     iii. আল্লাহ সেই লোককে যথাযথ পুরস্কার দেন

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    খ. i ও iii   গ. ii ও iii   ঘ. i, ii ও iii

১১. স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে কাদের কাছে এসেছিল?

     ক. ১ জন লোকের কাছে     খ. ২ জন লোকের কাছে

     গ. ৩ জন লোকের কাছে     ঘ. ৪ জন লোকের কাছে

১২. ফেরেশতাকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন?

     ক. সাহায্য নেওয়ার জন্য     খ. পরীক্ষা নেওয়ার জন্য

     গ. শিক্ষা দেওয়ার জন্য      ঘ. মূল্যায়নের জন্য

১৩.  তৃতীয় ব্যক্তি ফেরেশতাকে সব কিছু দিতে রাজি হয়েছিল কেন?

     ক. আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকায়    

     খ. তার ছাগল বেশি হয়েছিল

     গ. তার আর ধন-সম্পদের দরকার ছিল না

     ঘ. সে অকৃপণ ছিল

১৪. প্রথম দুই ব্যক্তির আচরণে প্রকাশ পেয়েছে—

     i. সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য    ii. চরম অকৃতজ্ঞতা

     iii. উপকারীর উপকার স্বীকার করা

     নিচের কোনটি সঠিক?

     ক. i     খ. ii   গ. i ও ii   ঘ. ii ও iii

১৫.  প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা গেলে সে তাকে তার কোন কষ্টের কথা বলে?

     ক. সকলে যে আমাকে বড় ঘৃণা করে          

     খ. আহা! আমার এই রোগ যদি সারিয়া যায়

     গ. আহা! আমার জীবন কত কষ্টের

     ঘ. আহা! আমার শরীর যদি সুস্থ হতো

১৬. তৃতীয় ব্যক্তির প্রার্থনায় কী ফল হলো?

     ক. তার গায়ের চামড়া ভালো হলো  

     খ. তার মাথায় চুল গজাল

     গ. তার টাক সেরে গেল              

     ঘ. তার চোখ ভালো হয়ে গেল

১৭. দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহর দূত কী দিলেন?

     ক. ছাগল    খ. গাভিন ছাগল

     গ. গাভিন উট ঘ. গাভিন গাই

 

উত্তরমালা : ১.গ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.ঘ ৯.খ ১০.গ ১১.গ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.ঘ।

সর্বশেষ খবর