শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.   গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন?

     উত্তর : স্যার জগদীশ চন্দ্র  বসু

২.   হীরকের ভিতরে আলোক রশ্মির কি ঘটে?

     উত্তর : পুণঃ পুণঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে  

৩.   মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার কাজে ব্যবহূত হয় কোন রশ্মি?

     উত্তর : গামা ও এক্সরে রশ্মি 

৪.   কুয়াশার মধ্যে ছবি তুলতে ব্যবহূত হয় কোন রশ্মি?

     উত্তর : অবলোহিত

৫.   ফিজিওথেরাপিতে মাংশপেশীর টান বা ব্যাথার চিকিৎসায় ব্যবহূত হয়—

     উত্তর : অবলোহিত রশ্মি

৬. হিন্দু-মুসলমানের ঐক্য প্রতিষ্ঠিত হয়—

     উত্তর : লক্ষেৗ চুক্তির জন্য।

৭.   কত সালে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়?

     উত্তর : ১৯৪০ সালে।

৯.   বাংলাদেশের উপজাতীয় জনসংখ্যা মোট জনসংখ্যার কত ভাগ?

     উত্তর : ১.৮ ভাগ।

১০. জিয়া সার কারখানা কোথায় অবস্থিত?

     উত্তর : আশুগঞ্জে।

১১.  বিবিয়ানা গ্যাসফিল্ডটি কোন জেলায় অবস্থিত?

     উত্তর : সুনামগঞ্জ জেলায়।

১২.  ‘সুধাকর’ পত্রিকার সম্পাদকের নাম কী?

     উত্তর : শেখ আবদুর রহিম

১৩.  ‘ওজন বুঝে চলা’ বাগধারার অর্থ—

     উত্তর : আত্মসম্মান রক্ষা করা

১৪. ‘মেঘ বলে চৈত্রে যাবো’ কাব্যগ্রন্থটি লিখেছেন—

     উত্তর : আহসান হাবীব

১৫.  কয়টি বর্ণে মাত্রা নেই?

     উত্তর : দশটি 

১৬.  ‘তৈইশ নম্বর তৈলচিত্র’ কোন ধরনের রচনা?

     উত্তর : উপন্যাস

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর