রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

১.   যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায় তাকে কী বলে?

     ক. বচন    খ. সন্ধি   

     গ. কারক    ঘ. লিঙ্গ    

২.   লিঙ্গ শব্দের অর্থ কী?

     ক. চিহ্ন      খ. লক্ষ্মণ

     গ. আকার   ঘ. ক+খ উভয়ই

৩.   লিঙ্গ কত প্রকার?

     ক. দুই প্রকার  খ. তিন প্রকার

     গ. চার প্রকার  ঘ. পাঁচ প্রকার

৪.   নিচের কোনটি পুংলিঙ্গের উদাহরণ?

     ক. সুন্দর    খ. বাঙালি

     গ. টেবিল    ঘ. খাতা    

৫.   নিচের কোনটি স্ত্রী লিঙ্গের উদাহরণ?

     ক. শিশু   খ. বিদুষী

      গ. সন্তান     ঘ. ছেলে  

৬.   সন্তান, বাঙালি কোন লিঙ্গের উদাহরণ?

     ক. পুংলিঙ্গ    খ. স্ত্রীলিঙ্গ

     গ. উভয়লিঙ্গ   ঘ. ক্লীবলিঙ্গ

৭.   কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ?

     ক. সুন্দর    খ. চেয়ার

     গ. বাঙালি   ঘ. মানুষ

৮.   পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দকে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করাকে কী বলে?

     ক. লিঙ্গের ভেদাভেদ

     খ. লিঙ্গান্তর

     গ. লিঙ্গ পরিবর্তন     

      ঘ. খ+গ উভয়

৯.   ক্লীবলিঙ্গের অপর নাম কী?

     ক. অলিঙ্গবাচক

     খ. পুরুষবাচক

     গ. লিঙ্গান্তর  

     ঘ. স্ত্রীবাচক

১০ নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

     ক. কৃতদার  খ. সধবা

     গ. এয়ো     ঘ. সত্মা

১১. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

     ক. কবিরাজ  খ. কৃতদার

     গ. সুন্দরী    ঘ. সতীন

১২.  এঁড়ে বাছুর এর স্ত্রীলিঙ্গ হলো—

     ক. ষাঁড়       খ. পুরুষ বাছুর

     গ. মহিলা বাছুর ঘ. বকনা বাছুর

১৩.  মানবী এর পুরুষলিঙ্গ হলো—

     ক. মানবী     খ. মানব

     গ. মহামানব  ঘ. পুরুষ মানব

১৪.  নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

     ক. বিদ্বান  খ. কবিরাজ

     গ. সন্তান  ঘ. সত্মা

১৫.  বই, চেয়ার কোন লিঙ্গের উদাহরণ?

     ক. পুংলিঙ্গ   খ. স্ত্রীলিঙ্গ

     গ. উভয়লিঙ্গ ঘ. ক্লীবলিঙ্গ

১৬.  নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?

     ক. সুন্দরী  খ. অকৃতদার

     গ. সধবা   ঘ. কবিরাজ

১৭.  শব্দের শেষে আনি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ কোনটি?

     ক. চাকরানি   খ. বাঘিনী

     গ. ধোপানি   ঘ. জেলেনি

 

উত্তরমালা: ১. ঘ ২. ঘ ৩. গ ৪.ক      ৫.খ ৬. গ ৭.খ ৮.ঘ ৯. ক ১০. ক ১১.ঘ ১২.ঘ ১৩. খ ১৪.খ ১৫.ঘ ১৬. গ ১৭. ক ১৮. ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর