বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
বাংলা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি

মেহেরুন্নেসা খাতুন

এই দেশ এই মানুষ

পাঠ অনুশীলন-১

প্রদত্ত অনুচ্ছেটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্ব্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ।

‘সার্থক জনম মাগো জন্মেছি এ দেশে।’—কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি। বাংলাদেশের প্রায় সব লোক বাংলায় কথা বলে। আমরা বাঙালি। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এ ছাড়া রাজশাহী ও জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ, একই মানুষ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব।

১.   সঠিক উত্তর লেখ :   ১–৫=৫

     i. অনুচ্ছেদটি তোমার পাঠ্য বইয়ের কোন রচনা থেকে নেওয়া হয়েছে?

    ক. স্বদেশ    খ. এই দেশ এই মানুষ

    গ. আমাদের দেশ    

     ঘ. এই দেশের মানুষজন

     ii. আমাদের জন্ম সার্থক কেন?

    ক. এ দেশে জন্মগ্রহণ করেছি বলে

    খ. বাংলা ভাষায় কথা বলছি বলে

     গ. আমরা মিলেমিশে বসবাস করছি বলে

    ঘ. প্রকৃতির রূপবৈচিত্র্যের কারণ।  

     iii. ক্ষুদ্র জাতিসত্তার লোকজন কোথায় বাস করে?

    ক. রাজশাহীতে  খ. জামালপুরে

    গ. পার্বত্য জেলাগুলোতে

     ঘ. ময়মনসিংহে

     iv. বাংলাদেশের প্রায় সব মানুষ কোন ভাষায় কথা বলে?

    ক. তাদের নিজ নিজ ভাষায়  

     খ. আঞ্চলিক ভাষায়  

     গ. বাংলা ও ইংরেজি ভাষায়  

     ঘ. বাংলা ভাষায়

     v.  সাঁওতাল ও রাজবংশীরা কোথায় বসবাস করে?

    ক. পার্বত্য জেলাগুলোতে

    খ. রাজশাহী ও জামালপুরে

    গ. সিলেটে   ঘ. ময়মনসিংহে

(চলবে)

সর্বশেষ খবর