বুধবার, ২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

প্রাথমিক সমাপনী পরীক্ষা প্রস্তুতি-২০১৭

বাংলা

মেহেরুন্নেসা খাতুন

এই দেশ এই মানুষ

পাঠ অনুশীলন-২

(পূর্ব প্রকাশের পর)

১.   সঠিক উত্তর লেখ :   ১–৫=৫

            i. অনুচ্ছেদটি কোন বিষয় নিয়ে লেখ?

    ক. বাংলাদেশের মানুষ নিয়ে

    খ. বাংলাদেশের প্রকৃতি নিয়ে

    গ. বাংলাদেশের মানুষের পেশা নিয়ে

     ঘ. বাংলাদেশের মানুষের বিচিত্র পেশা ও উৎসব নিয়ে

     ii. কোন পেশাজীবীর কথা অনুচ্ছেদটিতে বলা হয়নি?

    ক. মুটে  খ. জেলে   গ. কুমোর   ঘ. কৃষক

     iii. কারা কাজ করে আমাদের খাদ্য জোগায়?

    ক. আব্বা-আম্মা     খ. আল্লাহ

    গ. কৃষক     ঘ. মজুর

     iv. মুসলমানদের কোন দুটি উৎসবের কথা বলা হয়েছে?

     ক. মহররম ও রোজা    খ. ঈদ ও মহররম

     গ. রোজা ও ঈদ

     ঘ. ঈদুল ফিতর ও ঈদুল আজহা

     v. রাখাইনদের উৎসবের নাম কী?

    ক. বিজু খ. সাংগ্রাই গ. ইস্টার সানডে ঘ. বৈসাবী

২.   সংক্ষেপে উত্তর লেখ :       ১+১+১ = ৩

     ক. বাংলাদেশের মানুষের কোনটিকে বিচিত্র বলা হয়েছে?

    খ. হিন্দুদের উৎসবের মধ্যে কী কী রয়েছে?

    গ. ধর্ম আলাদা আলাদা হলেও উৎসব সম্পর্কে কী বলা হয়েছে?

৩. প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখ :          ১–৪ = ৪

    পরস্পর, জেলে, শ্রদ্ধা, সাংগ্রাই

৪.   প্রদত্ত অনুচ্ছেদটির মূল ভাব লেখ :    ৩

     পাঠ অনুশীলন-২ : উত্তর

     ১. i. ঘ.; ii. ক.; iii. গ.; iv. ঘ.; v. খ.;

২.   ক. বাংলাদেশের মানুষের পেশাকে বিচিত্র বলা হয়েছে।

    খ. হিন্দুদের উৎসবের মধ্যে দুর্গা পূজাসহ আছে নানা উৎসব আর পার্বণ। এ ছাড়া রয়েছে নানা উৎসব।

    গ. ধর্ম আলাদা আলাদা হলেও উৎসব সম্পর্কে বলা হয়েছে—উৎসব যেন সবার।

৩.   শব্দ-অর্থ

     পরস্পর—একাধিক মানুষের একসঙ্গে কাজ করা। জেলে—যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শ্রদ্ধা—সম্মান

     সাংগ্রাই—রাখাইনদের নববর্ষ উৎসব।

৪.   মূল ভাব : বাংলাদেশে বিভিন্ন পেশাজীবীর মানুষ বাস করলেও আমরা সবাই পরস্পরের বন্ধু। প্রত্যেক ধর্মের মানুষের আলাদা আলাদা ধর্মীয় উৎসব রয়েছে। ধর্ম আলাদা আলাদা হলেও উৎসব যেন সবার।

পাঠ অনুশীলন-৩

প্রদত্ত অনুচ্ছেটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্ব্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ।

পোশাক-পরিচ্ছদও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায়—সবাই আমরা বাংলাদেশের অধিবাসী।

বাংলাদেশের জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এ জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া। পরস্পর মেলামেশা করা। কাছাকাছি আসা। মানুষকে ভালোবাসা।

 

দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এসব। দেশ হলো জননীর মতো। স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন। দেশও তেমনই তার আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসব।

১.   সঠিক উত্তর লেখ :   ১–৫ = ৫

     i. অনুচ্ছেদটি কোন বিষয় নিয়ে, লেখা?

     ক. বাংলাদেশের মানুষের পোশাক নিয়ে

     খ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য নিয়ে

     গ. বাংলাদেশের মানুষের আত্মীয়তাবোধ নিয়ে

     ঘ. বাংলাদেশের অধিবাসীদের পোশাক, জনজীবনের বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ নিয়ে।   (চলবে)

সর্বশেষ খবর