রবিবার, ৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
বাংলা দ্বিতীয়পত্র

জেএসসি পরীক্ষার মডেল টেস্ট

সুকুমার মণ্ডল

জেএসসি পরীক্ষার মডেল টেস্ট

বহুনির্বাচনী প্রশ্ন

১.   পৃথিবীর মোট কত লোকের মাতৃভাষা বাংলা?

     ক. ৩০ কোটি খ. প্রায় ৩০ কোটি

     গ. ৩০ কোটির কম   ঘ. ৩০ কোটির বেশি

২.   ‘অপেক্ষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

     ক. অপ+ইক্ষা খ. অপ+এক্ষা

     গ. অপ+ঈক্ষা ঘ. অ+পেক্ষা

৩.   ‘শিরঃ+ছেদ’-এর সঠিক সন্ধি কোনটি?

     ক. শিরচ্ছেদ   খ. শিরঃছেদ

     গ. শিরঃশে্ছদ ঘ. শিরচ্ছেদ

৪.   ‘নেতা’-এর স্ত্রী লিঙ্গ কোন প্রত্যয়যোগে গঠিত?

     ক. ঈ      খ. তৃ        গ. ত্রী       ঘ. ত্রি

৫.   কোন কোন পদের বচনভেদ হয়?

     ক. বিশেষ্য ও সর্বনাম

     খ. বিশেষ্য ও বিশেষণ

     গ. বিশেষ্য ও ক্রিয়া   ঘ. বিশেষ্য ও অব্যয়

৬.   ব্যঞ্জনবর্ণের ফলার চিহ্ন কয়টি?

     ক. ৪টি      খ. ৫টি       গ. ৬টি        ঘ. ৭টি

৭.   ‘দেখা’ কোন পদ?

     ক. ক্রিয়া     খ. সংজ্ঞাবাচক বিশেষ্য

     গ. বিশেষ্য   ঘ. ভাববাচক বিশেষ্য

৮.   ক্রিয়া পদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়?

     ক. ২টি      খ. ৩টি      গ. ৪টি      ঘ. ৫টি

৯.   ‘শিব রাত্রির সলতে’ বাগধারাটির সঠিক অর্থ কী?

     ক. ধর্মের সলতে     খ. ধর্মের স্থায়িত্ব

     গ. অসম্ভব বস্তু      ঘ. একমাত্র সন্তান

১০.  ‘মামা প্রতিদিন আসতেন’—কোন কালের উদাহরণ?

     ক. নিত্যবৃত্ত অতীতের  খ. নিত্যবৃত্ত বর্তমানের

     গ. সাধারণ বর্তমানের  ঘ. সাধারণ অতীতের

১১.  ‘ভয়ে গা ছম ছম করছে’ ধ্বনাত্মক শব্দটি কী প্রকাশ করছে?

     ক. মানুষের ধ্বনির অনুকৃতি

     খ. জীবজন্তুর ধ্বনির অনুকৃতি

     গ. বস্তুর ধ্বনির অনুকৃতি

     ঘ. অনুভূতির কাল্পনিক অনুকৃতি

১২.  ‘কথায় কথায় তোমার এ কথা এলো’—দ্বিরুক্তিটি কীভাবে গঠিত?

     ক. একই শব্দ দুইবার ব্যবহার করে

     খ. সমার্থক শব্দযোগে

     গ. জোড় শব্দের পর অংশ পরিবর্তন করে

     ঘ. বিপরীত শব্দযোগে

১৩.  বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সংগতি ও ভাবের মেলবন্ধনকে কী বলে?

     ক. আকাঙ্ক্ষা   খ. আসক্তি

     গ. যোগ্যতা   ঘ. অন্তরতা

১৪.  অধীন খণ্ড বাক্য কয় রকমের?

     ক. ২ রকমের খ. ৩ রকমের

     গ. ৪ রকমের ঘ. ৫ রকমের

১৫.  যখন বিপদ আসে, তখন দুঃখও আসে— বাক্যটি গঠন অনুসারে কোন বাক্য?

     ক. সরল বাক্য      খ. জটিল বাক্য

     গ. যৌগিক বাক্য     ঘ. কঠিন

১৬.  কমা অপেক্ষা দ্বিগুণ সময় থামার প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?

     ক. সেমিকোলন      খ. কোলন

     গ. হাইফেন   ঘ. ইলেক/লোপ

১৭.  কোন বানানটি সঠিক?

     ক. তরনী     খ. মেয়েলী    গ. দেবি   ঘ. চৈতালি

১৮.  ‘নিরীহ’ এর সঠিক বিপরীত শব্দ কী?

     ক. দুরান্ত    খ. দুর্দান্ত

     গ. অপয়া    ঘ. উত্তাল

১৯.  রমণীয় এর সঠিক অর্থ কী?

     ক. নারী     খ. শান্ত

     গ. রম্য     ঘ. মনোহর

২০.  কোন পুরুষের অনুজ্ঞা হয়?

     ক. উত্তম পুরুষ      খ. মধ্যম পুরুষ

     গ. নাম পুরুষ      ঘ. প্রথম পুরুষ

 

উত্তরমালা : ১. খ ২. গ ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. ক ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. খ ১৯. ঘ ২০. খ।

সর্বশেষ খবর