সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি

মিজানুর রহমান

এইচএসসি পরীক্ষা প্রস্তুতি

প্রথম অধ্যায় :

ব্যবসায়ের মৌলিক ধারণা ও ব্যবসায় পরিবেশ

বহু নির্বাচনী প্রশ্ন

১.   সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?

    ক. সামাজিক       খ. রাজনৈতিক    

     গ. প্রাকৃতিক        ঘ. অর্থনৈতিক

২.   ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?

    ক. পণ্য বণ্টন       খ. সেবা প্রদান 

     গ. পণ্য উৎপাদন      ঘ. মুনাফা অর্জন

৩.   মানবসম্পদ ব্যবসার পরিবেশের কোন উপাদানের অন্তর্গত?

    ক. সামাজিক       খ. অর্থনৈতিক   

     গ. প্রযুক্তিগত          ঘ. প্রাকৃতিক

৪.   বীমা সাধারণত ব্যবসায়ের কোন ধরনের বাধা দূর করে?

    ক. অর্থগত   খ. ঝুঁকিগত    

     গ. স্থানগত             ঘ. সময়গত

৫    যেসব উপাদান ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশকে প্রভাবিত করে তা হচ্ছে—

    i. বিনিয়োগ     ii. ভোক্তার আয়       iii. দক্ষ উদ্যোক্তা

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii           খ. i ও iii     

     গ. ii ও iii             ঘ. i, ii ও iii

৬.   কখন ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়?

    ক. ষোড়শ শতাব্দীতে             খ. সপ্তদশ শতাব্দীতে

    গ. অষ্টাদশ শতাব্দীর শেষে   

     ঘ. অষ্টাদশ শতাব্দীর প্রথমে

৭.   বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত?

    ক. সংযোজন       খ. প্রক্রিয়াজাতকরণ  

     গ. বিশ্লেষণ        ঘ. সেবা পরিবেশক

৮.   ক্রয়-বিক্রয় কোন ধরনের বাধা দূর করে?

    ক. রূপগত   খ. অর্থগত     

     গ. স্বত্বগত             ঘ. স্থানগত

৯.   শিল্প কী সৃষ্টি করে?

    ক. দায়িত্ববোধ      খ. উপযোগ    

     গ. শ্রমিক সংঘ          ঘ. মালিকানা 

 

     উত্তর : ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ।

সর্বশেষ খবর