সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
জীববিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

হাসানুল কায়সার

দশম শ্রেণির পড়াশোনা

তৃতীয় অধ্যায়

কোষ বিভাজন

বহুনির্বাচনী প্রশ্ন

১.   অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়—

     i. ব্যাকটেরিয়া ii. ইস্টে

     iii. সায়ানোব্যাকটেরিয়ায়

     নিচের কোনটি সঠিক?

     ক. i    খ. ii     গ. i ও ii     ঘ. i, ii ও iii

২.   কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস ঘটে?

     ক. মাইটোসিস খ. মিয়োসিস

     গ. অ্যামাইটোসিস    ঘ. কোনোটিই নয়

৩.   নিচের কোন স্থানে মাইটোসিস বিভাজন সম্পন্ন হয় না?

     ক. প্রাণীর দেহকোষে খ. উদ্ভিদের কাণ্ডে

     গ. উদ্ভিদের ভ্রূণমূলে ঘ. জীবের জননকোষে

৪.   মাইটোসিস বিভাজনের ফলে—

     i. ক্রমোজমের সংখ্যা একই থাকে

     ii. নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়

     iii. ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii   খ. ii ও iii

     গ. i ও iii   ঘ. i, ii ও iii

৫.   অপত্য ক্রোমাটিড সৃষ্টি হয় কোন ধাপে?

     ক. প্রোফেজ   খ. অ্যানাফেজ

     গ. টেলোফেজ ঘ. মেটাফেজ

৬.   স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে?

     ক. প্রোফেজ   খ. প্রো-মেটাফেজ

     গ. মেটাফেজ ঘ. টেলোফেজ

৭.   প্রো-মেটাফেজ দশায়—

     i. দুই মেরুবিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়

     ii. ক্রমোজমগুলোতে পানি যোজন শুরু হয়

     iii.নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে

     নিচের কোনটি সঠিক?

     ক. i ও ii    খ. ii ও iii

     গ. i ও ii   ঘ. i, ii ও iii

৮.   প্রাণীকোষের সেন্ট্রিওল থেকে যে তন্তু বিচ্ছুরিত হয়, তার নাম কী?

     ক. স্পিন্ডল তন্তু     খ. ট্রাকসান তন্তু

     গ. ক্রমোজমাল তন্তু   ঘ. অ্যাস্টার তন্তু

৯.   মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার-রে বিচ্ছুরিত হয়?

     ক. প্রোফেজ   খ. প্রো-মেটাফেজ

     গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ

১০.  কোষ বিভাজনের কোন ধাপে ক্রমোজমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?

     ক. প্রো-মেটাফেজ    খ. মেটাফেজ

     গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

১১.  মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রমোজম সর্বাধিক খাটো ও মোটা হয়?

     ক. প্রোফেজ   খ. মেটাফেজ

     গ অ্যানাফেজ ঘ. টেলোফেজ

১২.  কোন পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?

     ক. মেটাফেজ খ. অ্যানাফেজ

     গ. টেলোফেজ ঘ. ইন্টারফেজ

 চিত্রের আলোকে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

১৩. ওপরের চিত্রটি কোন দশার একটি বিভাজন?

     ক. প্রোফেজ   খ. মেটাফেজ

     গ. প্রো-মেটাফেজ    ঘ. অ্যানাফেজ

১৪.  ওপরের চিত্রটির শেষে নিউক্লিয়ার মেমব্রেন কী হয়?

     ক. সুগঠিত হয় খ. বিলুপ্ত হয়

     গ. আকারের পরিবর্তন হয়

     ঘ. কোনো পরিবর্তন হয় না

১৫.  মাইটোসিসের কোন পর্যায়ে ক্রমোজমগুলো V, L, J বা I-এর মতো আকার ধারণ করে?

     ক. মেটাফেজ খ. অ্যানাফেজ

     গ. টেলোফেজ ঘ. প্রো-মেটাফেজ

১৬.  ‘ঠ’ আকৃতির ক্রমোজমকে কী বলে?

     ক. মেটাসেন্ট্রিক      খ. সাবমেটাসেন্ট্রিক

     গ. অ্যাক্রোসেন্ট্রিক    ঘ. পটলোসেন্ট্রিক

১৭.  ‘ও’-এর মতো আকার ধারণকারী ক্রমোজমগুলোকে কী বলে?

     ক. মেটাসেন্ট্রিক      খ. সাবমেটাসেন্ট্রিক

     গ. অ্যাক্রোসেন্ট্রিক    ঘ. টেলোসেন্ট্রিক

 

উত্তরমালা : ১.ঘ ২.ক ৩.ঘ ৪.গ ৫.ক ৬.খ ৭.গ ৮.ঘ ৯.খ ১০.খ ১১.খ ১২.ক ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.ঘ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর