বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এসএসসি পরীক্ষার মডেল টেস্ট

বাংলা দ্বিতীয় পত্র

মেহেরুন্নেসা খাতুন

এসএসসি পরীক্ষার মডেল টেস্ট

পূর্ণমান : ১০০

রচনামূলক অংশ মান : ৭০

 

১. যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা কর : ১০

 ক. সড়ক দুর্ঘটনা    খ. একুশের বইমেলা

২. পত্র লেখ (যে কোনো একটি) : ১০

            ক. মনে কর, তোমার নাম নওরিন। তুমি ময়মনসিংহে বসবাস কর। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র রচনা কর।

            খ. মনে কর, তুমি মুহিত। তুমি চন্দ্রা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির একজন শিক্ষার্থী। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একখানা আবেদনপত্র লেখ।

৩. ক. সারাংশ লেখ :         ১০

            শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ কর। কালি-ধুলার মাঝে, রৌদ্র-বৃষ্টিতে কাজের ডাকে নেমে যাও।

            বাবু হয়ে ছায়ায়, পাখার তলায় থাকার কোনো দরকার নেই। এ হচ্ছে মৃত্যুর আয়োজন। কাজের ভেতর কুবুদ্ধি, কুমতলব মানবচিত্তে বাসা বাঁধতে পারে না। কাজে শরীরে সামর্থ্য জন্মে, স্বাস্থ্য, শক্তি, আনন্দ, স্ফূর্তি সবই লাভ হয়। পরিশ্রমের পর যে অবকাশ লাভ হয় তা পরম আনন্দের অবকাশ। তখন কৃত্রিম আয়োজন করে আনন্দ করার কোনো প্রয়োজন হয় না। শুধু চিন্তা দ্বারা জগতের হিতসাধন হয় না। মানব সমাজে মানুষের সঙ্গে কাজে, রাস্তায়, কারখানায়, ব্যবহারে মানুষ নিজেকে পূর্ণ করে।

            অথবা, খ. সারমর্ম লেখ :

            নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো,

            যুগ জনমের বন্ধু আমার, আঁধার ঘরের আলো।

            সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,

            নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।

            বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,

            সাধকজনে বিস্তারিতে, তার মতো কে জানে?

            বিনা মূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,

            বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর?

            নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে,

            আমার আশা পূর্ণ হবে, তাহার কৃপা ভরে।

৪.         যে কোনো একটি ভাব-সম্প্রসারণ কর :          ১০

            ক. দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়

            খ. সকলের তরে সকলে আমরা

            প্রত্যেকে আমরা পরের তরে

৫.         যে কোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা কর :            ১০

            ক. মনে কর, তোমার নাম অনিক। তুমি ‘দৈনিক ইত্তেফাক পত্রিকার স্টাফ রিপোর্টার ‘মাদককে না বলুন’ শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা কর।

            খ. তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার ওপর প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন কর।

৬.         যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর :      ২০

            ক. বাংলাদেশের ঋতু বৈচিত্র্য

            খ. পরিবেশ দূষণ ও তার প্রতিকার

            গ. কম্পিউটার ও আধুনিক জীবন

বহু নির্বাচনী অংশ (মান : ৩০)

১.         কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়?

            ক. তদ্ভব খ. দেশি  গ. অর্ধতৎসম   ঘ. পারিভাষিক শব্দ

২.         গুনাহ কোন ভাষার শব্দ?

            ক. আরবি    খ. ফারসি    গ. ফরাসি     ঘ. হিন্দি

৩.         সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

            ক. রূপতত্ত্ব          খ. ধ্বনিতত্ত্ব

            গ. বাক্যতত্ত্ব         ঘ. অর্থতত্ত্ব

৪.         ধাতুকে কখন ক্রিয়াপ্রকৃতি বলা হয়?

            ক. ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে

            খ. ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হলে

            গ. ধাতু থেকে ক্রিয়াপদ গঠিত হলে

            ঘ. ধাতুর সঙ্গে কৃদন্ত পদ যুক্ত হলে

৫.         ব্যঞ্জনবর্ণের নিচে ‘হস্’ চিহ্ন দিয়ে লিখতে হয় কখন?

            ক. হসন্ত বর্ণ হলে

            খ. ব্যঞ্জনের সঙ্গে স্বরধ্বনি সংযুক্ত না হলে

            গ. উচ্চারণের সুবিধার জন্য

            ঘ. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্তরূপ লিখতে

৬.         কোনগুলো পশ্চাৎ স্বরধ্বনি?

            ক. ই, ঈ, এ, অ্যা খ. উ, ঊ, ও, অ

            গ. আ, ই, ঈ        ঘ. অ, উ, ঊ

৭.         কোন স্বরবর্ণটিকে স্বরবর্ণ বলা চলে না?

            ক. অ     খ. ঋ    গ. ঔ     ঘ. ঐ

৮.         ‘গঞ্জ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের যুক্তরূপ?

            ক. ণ + জ  খ. ঞ্ + জ   গ. জ্ + ঞ            ঘ. ণ + ড

৯.         কোনটি অভিশ্রুতির উদাহরণ?

            ক. সত্য > সইত্য খ. শুনিয়া > শুনে

            গ. বেঞ্চ > বেঞ্চি   ঘ. মুলা > মুলো

১০.       ধাতুর গুণ কয়টি?

            ক. ১৮টি       খ. ১৯টি     গ. ২০টি    ঘ. ২১টি

১১.       উপসর্গের প্রভাবে শব্দের কয় ধরনের পরিবর্তন ঘটে?

            ক. দুই      খ. তিন     গ. চার       ঘ. পাঁচ

১২.       কোনটিতে স্বভাবতই ‘ষ’ হয়েছে?

            ক. বর্ষা    খ. সুষমা    গ. ঔষধ       ঘ. ভবিষ্যৎ

১৩.       শিরঃপীড়া এর সন্ধিবন্ধ রূপ কোনটি?

            ক. শিরপিড়া        খ. শিরঃপীড়া

            গ. কিরপীড়া        ঘ. শিরপীড়া

১৪.       সংস্কৃত স্ত্রীবাচক শব্দের বিশেষণ কী হয়?

            ক. পুরুষবাচক     খ. স্ত্রীবাচক

            গ. উভয়বাচক      ঘ. নিত্য স্ত্রীবাচক

১৫.       কোনটি অনুভূতি জাত কাল্পনিক ধ্বনির অনুকার?

            ক. হি হি     খ. পিট পিট     গ. ঘচাঘচ    ঘ. কা কা

১৬.       ‘পোশাক’ কোন ভাষা থেকে আসা শব্দ?

            ক. ফারসি           খ. বাংলা

            গ. সংস্কৃতি          ঘ. উর্দু

১৭.       কোন কোন পদের বচনভেদ হয়?

            ক. বিশেষ্য ও সর্বনাম        খ. বিশেষ্য ও ক্রিয়া

            গ. সর্বনাম ও ক্রিয়া           ঘ. বিশেষণ ও সর্বনাম

১৮.       কী ভেদে পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা প্রযুক্ত হয়?

            ক. কালভেদে       খ. পুরুষভেদে

            গ. বচনভেদে       ঘ. স্থানভেদে

১৯.       উপমান কর্মধারয় সমাসে কী থাকে না?

            ক. সাধারণ ধর্ম    খ. উপমেয়

            গ. অভিন্নতা        ঘ. ন্যায়

২০.       কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?

            ক. তেপায়া         খ. দোলনা

            গ. চৌচালা          ঘ. পঞ্চভূত

২১.       কোনটি আরবি উপসর্গ?

            ক. না    খ. লা     গ. কম   ঘ. আ

২২.       বিদেশি ধাতু কোনটি?

            ক. ফির্     খ. বুঝ্    গ. গঠ্     ঘ. স্থা

২৩.       প্রত্যয় সাধিত পদ কোন পদ হয়?

            ক. বিশেষ্য          খ. বিশেষণ

            গ. বিশেষ্য ও বিশেষণ        ঘ. ক্রিয়া

২৪.       কোন শব্দে ‘জাত’ অর্থে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়েছে?

            ক. দখনে    খ. দখিনা   গ. হাতা    ঘ. চাষা

২৫.       ভাব বিশেষণ কয় প্রকার?

            ক. দুই   খ. তিন     গ. চার    ঘ. পাঁচ

২৬.       অসম্পূর্ণ ধাতু কয়টি?

            ক. দুটি    খ. তিনটি    গ. চারটি   ঘ. পাঁচটি

২৭.       ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন—এ বাক্যে অব্যয়ের বিশেষণ কোনটি?

            ক. ধিক্    খ. শত    গ. তারে     ঘ. নির্লজ্জ

 

উত্তরমালা : ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.খ ৬.খ ৭.খ ৮.খ ৯.খ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.খ ২২.ক ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.ঘ ২৭.খ।

সর্বশেষ খবর