বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা

মো. মনিরুজ্জামান

মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা

মডেল টেস্ট

 

০১.       পাতার পিনার নিম্নতলে বসন্তের গুঁটির মতো বস্তুগুলো কোন ধরনের প্রজনন অংশগ্রহণ করে?

            ক. যৌন খ. অযৌন           গ. অঙ্গজ            ঘ. কৃত্রিম

০২.       কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত?

            ক. Poaceae       খ. Malvaceae   গ. Liliaceae      ঘ. Solanaceae

০৩.       কোন উপাদানটি উদ্ভিদ মাটি হতে শোষণ করে?

            ক. অক্সিজেন       খ. হাইড্রোজেন    গ. নাইট্রোজেন     ঘ. কার্বন

০৪.       নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়?

            ক. ভ্রূণ   খ. বীজ  গ. ফল   ঘ. সস্য

০৫.       নিষেকের পর চিত্রের B অংশটি কিসে পরিণত হয়?

            ক. ফলে খ. বোঁটায়           গ. শস্য  ঘ. নষ্ট হয়ে যায়

০৬.       DNA - কে খণ্ডিত করে—

            ক. লাইগেজ এনজাইম      খ. রেস্ট্রিকশন এনজাইম    গ. প্রোটিয়েজ এনজাইম     ঘ. অ্যামাইলেজ

০৭.       বাংলাদেশের বিলুপ্ত প্রাণী কোনটি?    ক. পাতিকাক       খ. ঘড়িয়াল         গ. মেনিমাছ        ঘ. গুইল্যা টেংরা

০৮.       কর্ডাটা পর্বভুক্ত প্রাণী কোনটি?

            ক. স্পঞ্জ খ. সমুদ্র তারা      গ. জেলী ফিস      ঘ. ব্যাঙ

 

০৯.       অ্যানেলিডদের রেচন অঙ্গের  নাম (What is the name of the excretory organ of annelids)?

            ক. শিখাকোষ       খ. নেফ্রিডিয়া       গ. সংকোচনশীল গহ্বর       ঘ. বুক

১০.       কোন পর্বের প্রাণীতে নালিতন্ত্র পাওয়া যায় (Animals of which phylum bear canal system)?

            ক. Cnidaria      খ. Echinodermata        গ. Porifera       ঘ. Chordata

১১.       সেন্ট্রিওলের কাজ নয় কোনটি?

            ক. মাকুতন্তু গঠন খ. সিলিয়া তৈরি    গ. কোষ বিভাজন ঘ. শুক্রাণুর দেহ তৈরি

১২.       উদ্দীপকের উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনের কোন পর্যায়ের ভূমিকা রয়েছে?

            ক. লেপ্টোটিন      খ. জাইগোটিন     গ. ডিপ্লোটিন        ঘ. প্যাকাইটিন

১৩.       কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?

            ক. প্রোফেজ        খ. মেটাফেজ       গ. টেলোভেজ      ঘ. অ্যানাফেজ

১৪.       ডি- অক্সি রাইবোজের কয় নম্বর  কার্বনে অক্সিজেন নেই?

            ক. ২ নং-এ         খ. ৩ নং-এ         গ. ৪ নং-এ         ঘ. ৫ নং-এ

১৫.       H2O অণুর বন্ধন কোণ কত?          ক. 105.4°         খ. 104.5°         গ. 170°            ঘ. 109.5°

১৬.       নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?

            ক. টাইফয়েড       খ. নিউমোনিয়া     গ. ইনফ্লুয়েঞ্জা       ঘ. হুপিংকাশি

১৭.       অনুচ্ছেদের অণুজীব নিচের কোন প্রকৃতকোষী অণুজীবের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ?

            ক. Saccharomyces       খ. Penicillium  গ. Azotobacter ঘ. Clostridium

১৮.       ফ্ল্যাজেলাযুক্ত স্পোরকে বলে?

            ক. জুস্পোর         খ. অ্যাপ্লানোস্পোর           গ. হিপনোস্পোর  ঘ. অটোস্পোর

           

            উত্তরমালা : ১.খ ২.খ ৩.গ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ক ৮. ঘ ৯.খ ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.ক

সর্বশেষ খবর