শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দশম শ্রেণির জীববিজ্ঞান

হাসানুল কায়সার

[পূর্ব প্রকাশের পর]

তৃতীয় অধ্যায়

কোষ বিভাজন

বহুনির্বাচনী প্রশ্ন

১৮.       কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়?

            ক. মেটাফেজ         খ. অ্যানাফেজ

            গ. টেলোফেজ         ঘ. প্রোফেজ

চিত্রের আলোকে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

১৯.        চিত্রটি কোন দশা?

            ক. মেটাফেজ         খ. প্রোফেজ

            গ. টেলোফেজ         ঘ. অ্যানাফেজ

২০.       চিত্রটির বৈশিষ্ট্য হলো—

            i. স্পিন্ডল তন্তু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়

            ii. এটি প্রাণীকোষ

            iii. মেরু অনুপস্থিত

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২১.        ক্রমোজম পানি যোজন ঘটে কোন পর্যায়ে?

            ক. প্রোফেজ           খ. মেটাফেজ

            গ. অ্যানাফেজ        ঘ. টেলোফেজ

২২.        নিউক্লিয়াস মেমব্রেনের সৃষ্টি হয় কোন ধাপে?

            ক. প্রোফেজ           খ. মেটাফেজ

            গ. অ্যানাফেজ        ঘ. টেলোফেজ

২৩.       সব বহুকোষী জীব কোন মাতৃকোষ থেকে জীবন শুরু করে?

            ক. নিষিক্ত শুক্রাণু   খ. মাতৃকোষ

            গ. অপত্য কোষ      ঘ. জাইগোট

২৪.       কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে?

            ক. HIV             খ. প্যাপিলোমা

            গ. র‌্যাবিস            ঘ. রুবিওলা

২৫.       প্যাপিলোমা ভাইরাসের জিনদ্বয় ক্যান্সারের জন্য দায়ী-

            i. B6     ii. B6, B7   iii. B4, B6

            নিচের কোনটি সঠিক?

            ক. i   খ. ii     গ. iii    ঘ. i, ii ও iii

            চিত্রের আলোকে ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

 

২৬.        চিত্রে ‘x’-এর ক্রমোজম সংখ্যা ১৬ হলে এবং পূর্ণ বিভাজন দুইবার হলে ‘x’-তে ক্রমোজম সংখ্যা কত হবে?

            ক. ১৬      খ. ৮      গ. ৪      ঘ. ২

২৭.       জননকোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?

            ক. মিয়োসিস         খ. মাইটোসিস

            গ. অ্যামাইটোসিস    ঘ. ক্যারিওকাইনেসিস

            অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            নবম শ্রেণির শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসে পিঁয়াজের কোষ পর্যবেক্ষণ করতে গিয়ে এর নিউক্লিয়াসে ১৬টি ক্রমোজম দেখতে পেল।

২৮.       উদ্ভিদটির মাতৃজনন কোষে—

            i. ক্রমোজম সংখ্যা সমান হবে

             ii. ক্রমোজম সংখ্যা অর্ধেক হবে

            iii. জিনের আদান-প্রদান ঘটবে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

২৯.        উদ্ভিদকোষে মিয়োসিস বিভাজন ঘটলেও—

            i. প্রথম বিভাজনে ক্রমোজমের হ্রাস ঘটবে

            ii. দ্বিতীয় বিভাজনে ক্রমোজমের হ্রাস ঘটবে

            iii. উদ্ভিদ প্রজাতিটিতে বৈচিত্র্য আসবে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii  

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

            চিত্রের আলোকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৩০.       প্রক্রিয়াটি ঘটে—

 

            i. মানুষের শ্বাসনালিতে

            ii. উন্নত প্রাণীর শুক্রাশয়ে

            iii. সম্পূরক উদ্ভিদের পরাগধানীতে

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

 

উত্তর : ১৮.খ ১৯.ঘ ২০.ক ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.গ  ৩০.খ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর