রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জেএসসি পরীক্ষার মডেল টেস্ট : বাংলা প্রথমপত্র

হাসানুল কায়সার

জেএসসি পরীক্ষার মডেল টেস্ট : বাংলা প্রথমপত্র

বাবুরের মহত্ত্ব

বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নুজহাত তার জন্মদিনে বড় বোনের কাছ থেকে একটি সুন্দর পেনসিল বক্স উপহার পায়। পেনসিল বক্সটির ওপরে নকশা করা, দেখতে খুব সুন্দর। সে তা যত্ন করে রেখে দেয়।

 

১.         নুজহাতের আচরণে ‘শিল্পকলার নানা দিক’ প্রবন্ধের কোন দিকটি গুরুত্ব পেয়েছে?

    ক. শিল্পকলার চর্চা          খ. বস্তুর প্রয়োজনের দিকটি

    গ. ইতিহাস ও ঐতিহ্য রক্ষা  ঘ. বস্তুর অপ্রয়োজনের দিকটি

২.         উক্ত গুরুত্বের ভিত্তি কী?

            ক. বস্তুর বহুমুখী ব্যবহার        খ. সৌন্দর্য উপলব্ধি

    গ. মনের স্বাধীনতা           ঘ. শিল্পীর দায়িত্ব

৩.         ভাবের বাঁশি যিনি বাজাবেন তিনি কেমন হবেন?

            ক. সুস্বাস্থ্যের অধিকারী          খ. নিঃস্বার্থ ত্যাগী ঋষি

            গ. ভাববাদী দর্শনে পণ্ডিত        ঘ. ভাবের আবেশে ব্যাকুল

৪.         তেঁতুলগাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?

            ক. সন্দেশ খাওয়ার পরিকল্পনায়

            খ. প্রচণ্ড শীতের প্রকোপে

            গ. পড়ে যাওয়া বাক্সটি কীভাবে ভাঙতে হবে তাতে ব্যস্ত থাকায়

            ঘ. পড়ে যাওয়া বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দেওয়ার চিন্তায়

৫.         মামার ছবি স্পর্শ করার পর পরাশর ডাক্তারের কেমন মনে হয়েছিল?

    ক. বিদ্যুতের শক লেগেছে   খ. মামার আত্মা ধাক্কা দিয়েছে

    গ. ভূতে ধাক্কা দিয়েছে

            ঘ. মাথা ঘুরে চোখে শর্ষে ফুল দেখেছেন বলে মনে হয়েছে

৬.         ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে কোন দল?

            ক. মুসলিম লীগ      খ. যুক্তফ্রন্ট

            গ. বামফ্রন্ট                       ঘ. ঐক্যজোট

৭.         শিকাকে মানুষ বিশেষ শিল্পবস্তুতে পরিণত করেছে কীভাবে?

            ক. নানা নকশা জুড়ে দিয়ে       খ. নানা নাম জুড়ে দিয়ে

            গ. নানা আকৃতি জুড়ে দিয়ে      ঘ. প্রয়োজন মিটিয়ে

৮.         ‘সুখী মানুষ’ নাটিকা অবলম্বনে প্রকৃত অর্থে ‘সুখী মানুষ’ সেই ব্যক্তি—

    ক. যার ধন-সম্পদ নেই  

            খ. যার ধন-সম্পদের প্রতি মোহ নেই

    গ. যে সব কিছুতেই তুষ্ট      ঘ. যে সম্পূর্ণ নীরোগ

            নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    ‘এক কক্ষে ভাই লয়ে, অন্য কক্ষে ছাগ,

    দুজনেরে বাঁটি দিল সমান সোহাগ।

    পথশিশু, নরশিশু, দিদি মাঝে পড়ে,

    দোঁহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে। ’

৯.         ‘অতিথির স্মৃতি’ গল্পের সঙ্গে মিল রেখে উদ্দীপকে কোন তাৎপর্য প্রকাশিত হয়েছে?

    ক. মানুষের প্রতি মানুষের ভালোবাসা

    খ. নর-নারীর পারস্পরিক সম্পর্ক

    গ. পশুকে মানুষের বেশি মূল্য  প্রদান

    ঘ. পশুশিশু ও মানবশিশুর নব পরিচয় বন্ধন

১০.       উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পটির চেতনাগত পার্থক্য কোথায়?

    ক. পশুরা কখনো মানুষের প্রতি সদয় হয় না

    খ. গল্পে পশুপ্রীতি ও অপ্রীতি দেখা যায়, উদ্দীপকে যায় না

    গ. মানুষ মানবেতর জীবকে ভালো না বেসে পারে না

    ঘ. মানুষ ও প্রাণীর মধ্যে ভালোবাসার বন্ধন

১১.        ‘মংডুর পথে’ রচনা পড়ে শিক্ষার্থীরা কীসে অনুপ্রাণিত হবে?

            ক. জাতীয়তা বোধে  খ. স্বদেশ চেতনায়

            গ. ভ্রমণাকাঙ্ক্ষায়     ঘ. ধর্মীয় সম্প্রীতিতে

১২.        আমাদের নববর্ষ উৎসব ভাষা আন্দোলনের পর নতুন গুরুত্ব ও তাৎপর্য লাভ করেছে কেন?

            ক. নববর্ষ বাঙালির এক ঐতিহাসিক দিবস বলে

            খ. পশ্চিমারা বাঙালি সংস্কৃতিকে সহ্য করেনি বলে

            গ. পাকিস্তানিরা বাংলা ভাষাকে ঘৃণা করত বলে

            ঘ. নববর্ষের অনুষ্ঠানটি বাঙালি চেতনার উৎস বলে

১৩.       ‘ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি

            এক জলে হয় সবার শুচি’

    এ কবিতাংশে সমার্থক পঙিক্ত কোনটি?

            ক. গর্তে গেলে কূপ জল কয়   

            খ. গঙ্গায় গেলে গঙ্গাজল হয়

            গ. মূলে এক জল, সে যে ভিন্ন নয়

            ঘ. জলের আরেক নাম জীবন হয়

১৪.       ‘মধুহীন করো না গো’—এই চরণে প্রকাশ পেয়েছে কোনটি?

            i. প্রণতি     ii.আত্মনিবেদন   iii. একাগ্রতা

    নিচের কোনটি সঠিক?

    ক. i ও ii  খ. র ও iii  গ. ii ও iii       ঘ. i, ii ও iii

১৫.       ‘দুই বিঘা জমি’ কবিতায় উপস্থাপিত হয়েছে—

            ক. লোভের পরিণতি খ. গরিব মানুষের পরিচয়

    গ. লুটেরাদের ভোগ-লালসা  ঘ. মানুষের অসহায়ত্ব

১৬.        ‘আঠারো বছর বয়সের নেই ভয়

    পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’

    উদ্দীপকের বিপরীত ভাব আছে কোন চরণে?

    ক. চলে যাই উপেক্ষার ছলে   

    খ. পারি না মিলিতে সেই দলে

    গ. সম্মুখে চরণ নাহি চলে

    ঘ. শক্তি মরে ভীতির কবলে

১৭.       কবি বিধাতার কাছে শান্তি প্রার্থনা করেছেন—

            i. সব সময়ে   ii. শুধু বিপদের দিনে

            iii. শুধু সুখের দিনে

            নিচের কোনটি সঠিক?

            ক.  i   খ.  ii   গ.  i ও  i.    ঘ.  ii ও  iii

            উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

    কহিল কাঁদিয়া ‘হে দয়াল খোদা, হে রহিম রহমান।

    মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ।

    তাই নিয়ে প্রভু, পুত্রের প্রাণ কর মোরে প্রতিদান।

১৮.       উদ্দীপকটি ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার কোন চরণের মূলভাবকে নির্দেশ করে?

            ক. সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে

            খ. জাঁকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে

            গ. বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে

            ঘ. প্রাণ রক্ষকই হইলে আমার, প্রাণের ঘাতক নও

১৯.        উদ্দীপকের ‘প্রাণ কর মোরে প্রতিদান’—এ প্রার্থনার বিপরীত চিত্র দেখা যায় ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার কোন ঘটনায়?

            ক. ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করার ঘটনায়

            খ. খানুয়ার যুদ্ধে সংগ্রাম সিংহকে পরাজিত করার ঘটনায়

            গ. মত্ত হাতির সামনে থেকে মেথর শিশুকে উদ্ধারের ঘটনায়

            ঘ. বাবুরকে হত্যা করতে আসা রাজপুত বীর রণবীর চৌহানকে ক্ষমার ঘটনায়

২০.       ‘কত নারী দিল সিঁথির সিঁদুর—‘নারী’ কবিতায় বর্ণিত এ বাক্যে কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

    ক. নারীর অবদানের অস্বীকৃতি   

            খ. নারীর বিধবা হওয়া

    গ. নারীর যথার্থ মর্যাদার অভাব

            ঘ. ইতিহাসে নারীর স্থান না দেওয়া

২১.        ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির স্বদেশ প্রেমের চূড়ান্ত বহিঃপ্রকশ ঘটেছে কোন চরণে?

    ক. হয়তো বা হাঁস হবো কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়

    খ. কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়

    গ. আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে

    ঘ. হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে

 

উত্তরমালা : ১. ক ২. খ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. ক ১৩. গ ১৪. ঘ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ঘ ২১. গ

সর্বশেষ খবর