সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জেএসসি পরীক্ষার মডেল টেস্ট : বাংলা দ্বিতীয়পত্র

হাসানুল কায়সার

জেএসসি পরীক্ষার মডেল টেস্ট : বাংলা দ্বিতীয়পত্র

নমুনা প্রশ্ন-১

বহুনির্বাচনী অংশ                                     মান : ২০

১.         কোন স্বরবর্ণটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই?

    ক. ই        খ. ঈ          গ. অ            ঘ. আ

২.         চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি?

            ক. পদবিন্যাস সুনির্দিষ্ট

            খ. ব্যাকরণের অনুসারী

            গ. ভাষারীতি অপরিবর্তনীয়

            ঘ. ভাষারীতি সরল ও সাবলীল

৩.         ‘পরীক্ষা’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

            ক. পরী+ইক্ষা        খ. পরি+ঈক্ষা 

            গ. পরি+ইক্ষা         ঘ. পরী+ঈক্ষা

৪.         নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

    ক. কৃতদার                   খ. মানুষ

    গ. বাঙালি                     ঘ. সন্তান

৫.         কোন কোন পদের বচনভেদ হয়?

    ক. বিশেষ্য ও সর্বনাম        খ. সর্বনাম ও ক্রিয়া 

    গ. বিশেষ্য ও বিশেষণ       ঘ. সর্বনাম ও অব্যয়

 

৬.         বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয়যোগে গঠিত হয় কোন ধাতু?

            ক. সাধিত ধাত       খ. প্রযোজক ধাতু  

            গ. নাম ধাতু           ঘ. কর্মবাচ্যের ধাতু

৭.         নিত্যবৃত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি?

            ক. মা খেতে ডেকেছেন

            খ. আমি ইংরেজি পড়া শেষ করেছি

            গ. ছেলেরা ফুটবল খেলছে

            ঘ. আমি রোজ বিদ্যালয়ে পড়াতে যাই

৮.         দ্বিরুক্ত শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?

    ক. দুই        খ. তিন       গ. চার            ঘ. পাঁচ

 

৯.         প্রত্যয়যোগে সাধিত শব্দ কোনটি?

            ক. সাহিত্যিক     খ. সুদিন    গ. বিজ্ঞান   ঘ. বিদ্যালয়

১০.       মিশ্র বা জটিল বাক্যের উদাহরণ কোনটি?

    ক. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে      

    খ. তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না

    গ. ছেলেটি গরিব কিন্তু মেধাবী

    ঘ. এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না

১১.        সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়?

    ক. কমা    খ. সেমিকোলন     গ. ড্যাস        ঘ. হাইফেন

১২.        নিচের কোন বানানটি সঠিক?

    ক. বিদূষী     খ. বিদুষী     গ. স্বরস্বতী           ঘ. জননি

১৩.       অভিধানের অপর নাম কী?

    ক. জ্ঞানকোষ   খ. অর্থকোষ  গ. শব্দকোষ         ঘ. বিশ্বকোষ

১৪.       ‘ছেলেটি অঙ্কে কাঁচা’ এখানে ‘কাঁচা’ কী অর্থে ব্যবহূত হয়েছে?

    ক. অপক্ব     খ. অপরিণত     গ. অদক্ষ         ঘ. দুর্বল

১৫.       ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

    ক. পাহাড়      খ. ভূধর       গ. দ্যুলোক          ঘ. বীম

১৬.        ‘ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ কোনটি?

            ক. সর্বস্বান্ত    খ. ভাগ্যহীন      গ. মন্দভাগ্য     ঘ. হতভাগ্য

১৭.       সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?

            ক. দর্শন     খ. সমিতি      গ. পর্বত       ঘ. মানুষ

১৮.       ‘নিরীহ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

            ক. অভদ্র      খ. শান্ত        গ. দুর্দান্ত       ঘ. বাচাল

১৯.        কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ রয়েছে?

            ক. সাপুড়ে সাপ খেলায়

            খ. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন

            গ. শোভন বই পড়ে  ঘ. সে পাস করে গেল

২০.       মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম?

    ক. চতুর্থ      খ. পঞ্চম      গ. ষষ্ঠ            ঘ. সপ্তম

নমুনা প্রশ্ন-২

১.         পৃথিবীতে প্রায় কত কোটি লোকের মাতৃভাষা বাংলা?

    ক. প্রায় ২৭ কোটি       খ. প্রায় ২৯ কোটি

    গ. প্রায় ৩০ কোটি       ঘ. ১৬ কোটি

২.         আঞ্চলিক ভাষার অপর নাম কী?

    ক. প্রমিত ভাষা          খ. উপভাষা      

    গ. চলিত ভাষা          ঘ. সাধু ভাষা

৩.         বাংলা ভাষার ব্যবহূত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

    ক. পাঁচ       খ. চার         গ. তিন            ঘ. দুই

৪.         ‘স্বাগত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

    ক. স্ব+আগত     খ. সুব+আগত     

    গ. সু+আগত                  ঘ. স্ব+আগত

৫.         ‘বিদ্বান’-এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?

    ক. বিদ্বানী      খ. বিদুষিনী      গ. বিদুষী       ঘ. বিদূষী

৬.         আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়েছি—‘গুচ্ছ’ শব্দাংশটি কোন প্রকারের বহুবচন?

    ক. সমষ্টিবাচক               খ. শ্রেণিবাচক 

    গ. প্রাণিবাচক                 ঘ. গুণবাচক

৭.         কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?

            ক. জার্মানরা এখনো ফুটবল খেলছে

            খ. সুমন বই পড়ছিল

            গ. আজাদ রোজ স্কুলে যেত

            ঘ. রিমন ঢাকা গিয়েছিল

৮.         সুন্দরীগাছ সুন্দরবনে পাওয়া যায়—এখানে ‘সুন্দরীগাছ’ কোন পদ?

    ক. সংজ্ঞাবাচক বিশেষ্য      খ. শ্রেণিবাচক বিশেষ্য

    গ. ভাববাচক বিশেষ্য        ঘ. বিশেষণ পদ

৯.         কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?

            ক. সাইরেন বেজে উঠল        

            খ. মা নুসরাতকে চাঁদ দেখাচ্ছেন

            গ. পাভেল স্কুলে যায় ঘ. হাফিজ চিঠি লিখছে

১০.       কোনটি মৌলিক ধাতু?

    ক. হাতা         খ. ঘুম       গ. করা          ঘ. দেখ্

১১.        কোনটি সরল বাক্য?

    ক. দুঃখ এবং বিপদ একই সঙ্গে আসে     

    খ. আমি বহু কষ্ট করেছি ফলে সাঁতার শিখেছি

    গ. যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে

    ঘ. জগতে অসম্ভব বলে কিছু নেই

১২.        একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহূত হলে কোন যতিচিহ্ন বসে?

    ক. বিস্ময়সূচক               খ. সেমিকোলন

    গ. কোলন                     ঘ. কমা

১৩.       ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

    ক. তুরঙ্গ       খ. বহ্নি         গ. তড়িৎ          ঘ. ভানু

১৪.       ‘ইঁদুর কপালে’—বাগধারাটির অর্থ কী?

    ক. অপদার্থ                   খ. বৃথা চেষ্টা

    গ. মন্দ ভাগ্য                 ঘ. সামান্য অর্থ

১৫.       প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

    ক. ঢাকাই     খ. সুদিন       গ. বইপত্র         ঘ. দিগন্ত

১৬.        পড়াশোনা না করে জীবনটা মাটি কর না—এখানে ‘মাটি’ কী অর্থে ব্যবহূত হয়েছে?

    ক. কবর     খ. বোকামি       গ. নষ্ট        ঘ. ধুলা

১৭.       নিচের কোন বানানটি সঠিক?

    ক. ইরাকি   খ. তুর্কী    গ. জানুয়ারী      ঘ. লাইব্রেরী

১৮.       ‘ঢাকা’-এর বিপরীত শব্দ কোনটি?

    ক. বন্ধ      খ. চট্টগ্রাম     গ. গোপন       ঘ. খোলা

১৯.        বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এটি যথাযথ বাক্য না হওয়ার জন্য কোন গুণের অভাব রয়েছে?

    ক. আকাঙ্ক্ষা     খ. আসত্তি   গ. যোগ্যতা         ঘ. মাত্রা

২০.       অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে কী বলা হয়?

    ক. ভুক্তি        খ. নির্দেশিকা    গ. ব্যুত্পত্তি     ঘ. দ্রষ্টব্য

উত্তরমালা : (নমুনা প্রশ্ন-১) ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.ক ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ঘ ১৫.খ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.ঘ ২০.ক।

(নমুনা প্রশ্ন-২) ১.গ ২.খ ৩.ঘ ৪.গ ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.খ ২০.ক।

সর্বশেষ খবর