সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

জেনেনিন

শিক্ষা ডেস্ক

১.         ১৯৩২ সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটোমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, তাদের নাম—

            উত্তর : স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন

২.         ডিনামাইট আবিষ্কার করেন—

            উত্তর :  আলফ্রেড বার্নাড নোবেল

৩.         কোনটির ঊর্ধ্বপাতন হয় না?

            উত্তর :বেনজিন      

৪.         হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে—

            উত্তর : ২০৬২ সালে

৫.         হ্যালির ধূমকেতু সর্বশেষ কোন বছর দেখা যায়?

            উত্তর : ১৯৮৬       

৬.         মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

            উত্তর : হেস          

৭.         মহাশূন্য থেকে আগত রশ্মির কণাকে কী বলে?

            উত্তর : কসমিক রে

৮.         ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানিসম্পর্কিত বিদ্যার নাম—

            উত্তর : হাইড্রোলজি  

৯.         জীববিজ্ঞানের প্রধান শাখা দুটি কী কী?

            উত্তর : Botany এবং Zoology       

১০.       কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয়— এই তিন অবস্থাতেই পাওয়া যায়?

            উত্তর : পানি         

১১.        কোনো কোনো কঠিন পদার্থ উত্তপ্ত করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। এ প্রক্রিয়াকে বলা হয়—

            উত্তর :  ঊর্ধ্বপাতন

১২.        রাসায়নিক পরিবর্তন বলা হয় কাকে?

            উত্তর : বহুদিন আর্দ্র বাতাসে এক টুকরো লোহাকে রেখে দিলে যখন মরিচা পড়ে.

১৩. রাসায়নিক পরিবর্তন নহে কী?

            উত্তর : লোহাকে চুম্বকে পরিণত করা

১৪.       কোনটি রাসায়নিক পরিবর্তন?

            উত্তর : লোহায় মরিচা ধরা

১৫. রাসায়নিক পরিবর্তন নহে কী?

            উত্তর : লোহাকে চুম্বকে পরিণত করা

১৬.        কোনটি রাসায়নিক পরিবর্তন?

            উত্তর : লোহায় মরিচা ধরা

১৭.       ইকোলজির বিষয়বস্তু হচ্ছে—

            উত্তর : প্রাণিজগতের পরিবেশের সঙ্গে অভিযোজনের উপায় নির্দেশ

১৮.       তারাদের জীবনপ্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?

            উত্তর : রেড জায়েন্ট।

১৯. আদিকোষ কোনটি?

     উত্তর : ব্যাকটেরিয়া

২০.       বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?

            উত্তর : পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে   

২১.        পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কত গুণ?

            উত্তর : লক্ষ গুণ    

২২.        সূর্য চন্দ্র অপেক্ষা কতগুণ বড়?           

            উত্তর : ২ কোটি ৩০ লক্ষ গুণ

২৩.       সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

            উত্তর : ৮.৩২ মিনিট।

২৪.       আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

            উত্তর : লুব্ধক।

২৫.       সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?/অথবা, সূর্যছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?

            উত্তর :  প্রক্সিমা সেন্টারাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর