রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এসএসসি বাংলা দ্বিতীয়পত্র

অমিতা সেন

এসএসসি বাংলা দ্বিতীয়পত্র

বহুনির্বাচনী অংশ (মান : ২০)

 

১।         পৃথিবীতে প্রায় কত কোটি লোকের মাতৃভাষা বাংলা?

    ক) প্রায় ২৭ কোটি

            খ) প্রায় ২৯ কোটি

    গ) প্রায় ৩০ কোটি

            ঘ) ১৬ কোটি

২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?

    ক) প্রমিত ভাষা

            খ) উপভাষা      

    গ) চলিত ভাষা

            ঘ) সাধু ভাষা

৩। বাংলা ভাষার ব্যবহূত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

            ক) পাঁচ               খ) চার     

            গ) তিন               ঘ) দুই

৪। ‘স্বাগত’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

    ক) স্ব+আগত খ) সুব+আগত     

    গ) সু+আগত  ঘ) স্ব+আগত

৫। ‘বিদ্বান’-এর সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?

            ক) বিদ্বানী     খ) বিদুষিনী

    গ) বিদুষী      ঘ) বিদূষী

৬। আমি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়েছি—‘গুচ্ছ’ শব্দাংশটি কোন প্রকারের বহুবচন?

            ক) সমষ্টিবাচক  খ) শ্রেণিবাচক 

    গ) প্রাণিবাচক    ঘ) গুণবাচক

৭। কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?

            ক) জার্মানরা এখনো ফুটবল খেলছে

            খ) সুমন বই পড়ছিল

            গ) আজাদ রোজ স্কুলে যেত

            ঘ) রিমন ঢাকা গিয়েছিল

৮।         সুন্দরীগাছ সুন্দরবনে পাওয়া যায়—এখানে ‘সুন্দরীগাছ’ কোন পদ?

    ক) সংজ্ঞাবাচক বিশেষ্য

            খ) শ্রেণিবাচক বিশেষ্য

    গ) ভাববাচক বিশেষ্য

            ঘ) বিশেষণ পদ

৯। কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?

            ক) সাইরেন বেজে উঠল

            খ) মা নুসরাতকে চাঁদ দেখাচ্ছেন

            গ) পাভেল স্কুলে যায়

            ঘ) হাফিজ চিঠি লিখছে

১০। কোনটি মৌলিক ধাতু?

            ক) হাতা           খ) ঘুম 

            গ) করা            ঘ) দেখ্

১১। কোনটি সরল বাক্য?

    ক) দুঃখ এবং বিপদ একই সঙ্গে আসে    

    খ) আমি বহু কষ্ট করেছি ফলে সাঁতার শিখেছি

   গ) যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে

    ঘ) জগতে অসম্ভব বলে কিছু নেই

১২। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহূত হলে কোন যতিচিহ্ন বসে?

            ক) বিস্ময়সূচক  খ) সেমিকোলন

            গ) কোলন       ঘ) কমা

১৩। ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

            ক) তুরঙ্গ  খ) বহ্নি

            গ) তড়িৎ  ঘ) ভানু

১৪। ‘ইঁদুর কপালে’—বাগধারাটির অর্থ কী?

    ক) অপদার্থ

            খ) বৃথা চেষ্টা

    গ) মন্দ ভাগ্য

            ঘ) সামান্য অর্থ

১৫। প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

    ক) ঢাকাই         খ) সুদিন

    গ) বইপত্র         ঘ) দিগন্ত

১৬। পড়াশোনা না করে জীবনটা মাটি কর না—এখানে ‘মাটি’ কী অর্থে ব্যবহূত হয়েছে?

    ক) কবর        খ) বোকামি

    গ) নষ্ট          ঘ) ধুলা

১৭। নিচের কোন বানানটি সঠিক?

    ক) ইরাকি             খ) তুর্কী

    গ) জানুয়ারী            ঘ) লাইব্রেরী

১৮। ‘ঢাকা’-এর বিপরীত শব্দ কোনটি?

            ক) বন্ধ            খ) চট্টগ্রাম   

            গ) গোপন         ঘ) খোলা

১৯। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এটি যথাযথ বাক্য না হওয়ার জন্য কোন গুণের অভাব রয়েছে?

            ক) আকাঙ্ক্ষা     খ) আসত্তি

            গ) যোগ্যতা       ঘ) মাত্রা

২০। অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে কী বলা হয়?

    ক) ভুক্তি        খ) নির্দেশিকা

    গ) ব্যুৎপত্তি     ঘ) দ্রষ্টব্য

 

উত্তর : ১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ক ৭. খ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ক।

সর্বশেষ খবর