মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
বাংলা প্রথম পত্র

জেএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৭

ফারুক আহম্মদ

জেএসসি পরীক্ষা প্রস্তুতি-২০১৭

রাজকুমার ও ভিখারির ছেলে

 মার্ক টোয়েন

 

বহুনির্বাচনী প্রশ্ন

১.         টম কী ধরনের ছেলে?

            ক. ভ্রমণবিলাসী      খ. কল্পনাবিলাসী 

            গ. বাচাল              ঘ. ভবঘুরে

            উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

            রকির বাবা হতদরিদ্র মানুষ। পুত্রের প্রতি তার দয়া নেই। রকিকে দিয়ে কত বেশি কাজ করানো যায়, পয়সা রোজগার করা যায়- এই তার লক্ষ্য। তাই সামান্য অবাধ্য হলেই সে রকিকে শাস্তি দেয়।

২.         রকির পিতার সঙ্গে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের কোন চরিত্রটির মিল আছে?

            ক. দারোয়ান          খ. সৈনিক  

            গ. জন ক্যান্টি     ঘ. ক্যান্টি

৩.         রবির বাবার সঙ্গে ক্যান্টির বাবার মিল লক্ষ করা যায়—

            ক. উভয়েই শিক্ষিত  খ. উভয়েই বেকার

            গ. উভয়েই নিষ্ঠুর     ঘ. বালকের

৪.         ভিখারির ছেলের নাম কী?

            ক. টম ক্যান্টি        খ. টম এডওয়ার্ড 

            গ. টম জন            ঘ. টম মন্টি

৫.         কোন শতকে টম ক্যান্টি ও রাজকুমার জন্মগ্রহণ করেন?

            ক. পঞ্চদশ            খ. ষোড়শ  

            গ. সপ্তদশ             ঘ. অষ্টদশ

৬.         টম ক্যান্টি কোথায় জন্মগ্রহণ করেন? 

            ক. গ্রামে              খ. শহরে  

            গ. রাজপ্রসাদে        ঘ. বস্তিতে

৭.         টম ক্যান্টি কার কাছে কিছুটা লেখাপড়া শিখেছিল?

            ক. ফাদার এন্ড্রু       খ. ফাদার এডওয়ার্ড 

            গ. ফাদার জন        ঘ. ফাদার মম

৮.         কার জন্মে রাজ্যময় খুশির ঢেউ বইল?

            ক. ফাদার এন্ড্রু      

            খ. রাজকুমার এডওয়ার্ড 

            গ. ফাদার জন        ঘ. ফাদার মম

৯.         কার আঘাতে ফাদার এন্ড্রু মরতে বসেছিল?

            ক. টমের  খ. টমের বাবার 

            গ. সৈনিকের          ঘ. দারোয়ানের

১০.       ‘আপনাকে কী সব সময় সুন্দর পোশাকে থাকতে হয়?’— বাক্যটির মাধ্যমে প্রকাশ পেয়েছে—

            i. স্বপ্ন    ii. অবিশ্বাস্য   iii. উচ্ছ্বাস

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

 ১১.       টম ক্যান্টির বাবার নাম কী??

            ক. জন ক্যান্টি        খ. টম এডওয়ার্ড

            গ. টম জন            ঘ. টম মন্টি

 ১২.       সৈনিক রাজকুমারকে উদ্ধার করে কোথায় নিয়ে গিয়েছিল?

            ক. রাজপ্রসাদে        খ. ক্যান্টবেরি হলে

            গ. সৈনিকের বাসায় ঘ. হেলডেন হলে

১৩.       টম ক্যান্টি নতুন রাজা হলে তার রাজ্য যেমন হবে—

            i. দয়ার    ii. ক্ষমার   iii.রক্তপাতহীন  

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. i ও iii

            গ. ii ও iii           ঘ. i, ii ও iii

১৪.       রাজকুমার এডওয়ার্ডকে চ্যাংদোলা করে সবাই কোথায় ছুড়ে ফেলল?

            ক. নদীতে             খ. পুকুরে

            গ. মাঠে               ঘ. হোস্টেলের সামনে

১৫.       রাজা কার কাছে সিল রেখেছিল?

            ক. রাজকুমারের      খ. রাজার স্ত্রীর

            গ. রাজকন্যার        ঘ. চাকরের

১৬.        চোরের দল রাজকুমারকে কী নাম দিয়েছিল?

            ক. ফুপু    খ. পাগল

            গ. ফুফু দ্য ফাস্ট      ঘ. ভিখারি

১৭.       রাজা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাকে হত্যা করার আদেশ দেন?

            ক. দারোয়ানকে      খ. এন্ড্রুকে

            গ. সৈনিককে         ঘ. নরফোককে

 ১৮.      সবচেয়ে সুন্দর অট্টালিকা ছিল কোনটি?   

            ক. ওয়েস্টমিনিস্টারস প্যালেস 

            খ. প্রিন্সেস টাওয়ার

            গ. হেনডেম হল         ঘ. সিটি হল

১৯.        রাজকুমার ও টম ক্যান্টি তাদের পোশাক বদল করল কেন?

            ক. বাবার আদেশে    খ. বন্ধুদের প্ররোচনায়

            গ. একের পোশাক অন্যোর ভালো লাগায়  ঘ. একের জীবন অন্যের ভালো লাগায়

 

উত্তরমালা: ১.খ ২.গ ৩.গ ৪.ক ৫.খ ৬.ঘ ৭.ক ৮.খ ৯.খ ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ.

সর্বশেষ খবর