বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেএসসি বাংলা দ্বিতীয়পত্র

মারিয়া হাসান

১.         ‘অভিধান’ শব্দের অন্য অর্থ কী?

            ক. বাক্য কোষ     খ. অর্থকোষ

            গ. শব্দকোষ        ঘ. ভাষাকোষ

২.         তত্সম ও অতত্সম শব্দ যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে চ-বর্গের পূর্বে কোন বর্ণটি বসে?

            ক. ষ      খ. শ     গ. স      ঘ. ণ

৩.         লিঙ্গ কয় প্রকার?

            ক. তিন    খ. চার     গ. পাঁচ    ঘ. ছয়

৪. মা বললেন, ‘অঙ্ক করতে বসো।’ বাক্যে কী কী বিরাম চিহ্ন ব্যবহূত হয়েছে?

            ক. কমা, দাঁড়ি, ইলেক       

            খ. কমা, উদ্ধৃতিচিহ্ন, দাঁড়ি

            গ. উদ্ধৃতিচিহ্ন, সেমিকোলন, ড্যাস

            ঘ. কমা, দাঁড়ি, হাইফেন

৫.         নিচের কোন বানানটি সঠিক?

            ক. আশীস  খ. দুর্নীতি গ. কিশোরি ঘ. মুমূর্ষু

৬.         ‘সাধক’ শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কোনটি?

            ক. সাধু খ. সাধিকা

            গ. সাধকা           ঘ. সাধ্বী

৭.         ‘তোমার নেই নেই ভাব গেল না’ কোন অর্থে দ্বিরুক্ত?

            ক. বিশেষণ রূপে খ. ক্রিয়া বিশেষণ

            গ. সামান্য অর্থে   ঘ. আধিক্য অর্থে

৮.         ‘নীরব’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

            ক. নিঃ + রব       খ. নী + রব

            গ. নি + রব         ঘ. নীঃ + রব

৯.         ভাষার মৌলিক অংশ কয়টি?

            ক. দুটি    খ. তিনটি  গ. চারটি  ঘ. পাঁচটি

১০.       মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

            ক. দুই শ্রেণিতে     খ. তিন শ্রেণিতে

            গ. চার শ্রেণিতে    ঘ. পাঁচ শ্রেণিতে

১১.       কোন যতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?

            ক. কমা খ. সেমিকোলন

            গ. দাঁড়ি ঘ. উদ্ধৃতিচিহ্ন

১২.       নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?

            ক. কুলটা            খ. শূদ্র

            গ. চাতক            ঘ. কৃতদার

১৩.       ‘ঙ’-এর উচ্চারণ স্থানের নাম কী?

            ক. তালু খ. ওষ্ঠ

            গ. মূর্ধা   ঘ. কণ্ঠ্য

১৪. ‘কুলি’ শব্দের স্ত্রীবাচক শব্দ কী?

            ক. কুলিনী           খ. মেয়ে কুলি

            গ. মজুরনী          ঘ. কামিন

১৫.       বাংলায় কোন কোন পদের পুরুষ নেই?

            ক. সর্বনাম, অব্যয়            খ. বিশেষণ, ক্রিয়া

            গ. সর্বনাম, বিশেষ্য           ঘ. বিশেষণ, অব্যয়

 

উত্তরমালা : আগামী সংখ্যায়

 

সর্বশেষ খবর