রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

১.         ১৯৭১ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল—

            উত্তর : ৭ কোটি  

২.         চাকমারা গ্রামকে কী বলে?

            উত্তর : আদম    

৩.         বাংলাদেশে কয়টি উপজাতি বাস করে?

            উত্তর : ৪৫টি     

৪.         সংবিধান সংশোধনের জন্য কী পরিমাণ সংসদ সদস্যের ভোটের প্রয়োজন?

            উত্তর : ২/৩ অংশ  

৫.         প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে স্পিকারের পদমর্যাদার স্থান কততম?

            উত্তর : ২য়         

৬.         বাংলাদেশের সংবিধান কত পাতাবিশিষ্ট?

            উত্তর : উভয়টি 

৭.         হাজী শরীয়তউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?

            উত্তর : ১৮৪০ সালে

৮.         বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙািলর মধ্যে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কততম?

            উত্তর : ৯ তম  

৯.         বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা - এর স্থাপতি কে?

            উত্তর : সিরাজুল ইসলাম

১০.       মুসক দিবস কবে পালিত হয়?

            উত্তর : ১০ জুলাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর