বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         দূষিত বাতাসের কোন গ্যাসটি মানব দেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

            উত্তর : কার্বন-মনোক্সাইড       

২.         পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর দেখার সময় প্রকৃতপক্ষে কী দেখেন?

            উত্তর : ৭২

৩.         কোন হরমোন রক্তে ক্যালশিয়াম নিয়ন্ত্রণ করে?

            উত্তর : থইরোক্যালসিটোনিন

৪.         এনজিওপ্লাস্ট হচ্ছে?

            উত্তর : হৃদপিন্ডের বন্ধশিরা বেলুনের সাহায্যে ফুলানো।

৫.         বিলিরুবিন তৈরি হয়—

            উত্তর : যকৃতে

৬.         পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়—

            উত্তর : ফুস্ফুসের সাহায্যে

৭.         মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?

            উত্তর : ত্বক

৮.         নরমাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের—

            উত্তর : ০.৯ % জলীয় দ্রবণ  

৯.         মোটামুটিভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা যায়—

            উত্তর : দুধকে

১০.       পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কী?

            উত্তর : অ্যাস্ট্রিলজি   

১১.        ভিনেগার বলতে কী বুঝায়?

            উত্তর : ৬-১০ % অ্যসিটিক এসিডের জলীয় দ্রবণ    

১২.        4G মোবাইল এ প্রকৃত Band width-

            উত্তর : 10 Mbps

১৩.       কোনটি কম্পিউটার নেটওয়ার্কের সংগঠন নয় কী?

            উত্তর : VPN Network

১৪.       অপটিক্যাল ফাইবারের উপাদান নয় কী?

            উত্তর : মডেম       

১৫.       তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী কী?

            উত্তর : ডরসধী      

১৬.        অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

            উত্তর : পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলন

১৭.       ব্লাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংস্থা?

            উত্তর : প্যালেস্টাইন।

১৮.       ওয়াটার লু’ ও যুদ্ধে বিজয়ী সেনাপতি কে?

            উত্তর : ডিইক অব ওয়েলিংটন

১৯.        মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

            উত্তর : যুক্তরাজ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর