মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জেনে নিন

শিক্ষা ডেস্ক

১.         লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?

            উত্তর : লস আ্য্যঞ্জেলস (যুক্তরাষ্ট্র)

২.         অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী?

            উত্তর : এশিয়ার দক্ষিণাঞ্চল

৩.         স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?

            উত্তর : পর্তুগাল     

৪.         ট্রান্স ওয়ার্ল্ড এয়ার লাইনস  কোন দেশের বিমান সংস্থা?

            উত্তর : যুক্তরাষ্ট্র                 

৫.         জীবাণুঘটিত অস্ত্র হ্রাস চুক্তি স্বাক্ষরিত হয়?

            উত্তর : ১৯৭২   

৬.         বিশ্বের প্রায় কত কোটি লোক ক্ষুধার্ত?

            উত্তর : ৮৭ কোটি

৭.         ব্লাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংস্থা?

            উত্তর : প্যালেস্টাইন 

৮. পদাতিকের কবি বলা হয় কাকে?

            উত্তর : সুভাষ মুখোপাধ্যায়

৯.         মুক্তিযুদ্ধ ও তারপর, আমার ৭১-কার লেখা?

            উত্তর : ড. আনিসুজ্জামান

১০.       ‘চির সুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কীসে কভু আশীবিষে দংশেনি যারে।’ উক্তিটি কার?

            উত্তর : কৃষ্ণচন্দ্র মজুমদার

১১.        বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?

            উত্তর : সাভারে      

১২.        মুক্তিযুদ্ধ ও তারপর, আমার ৭১-কার লেখা?

            উত্তর : ড. আনিসুজ্জামান

১৩.       বেসরকারি উদ্যেগে গঠিত শিল্পাঞ্চাল লাভ সিটি কোথায়?

            উত্তর : ঢাকা           

১৪.       বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা কে?

            উত্তর : অমল সেন

১৫.       হীরালাল সেনের পৈতৃক নিবাস—

            উত্তর : মানিকগঞ্জ               

১৬.        BRAC প্রতিষ্ঠিত হয় কত সালে?

            উত্তর :১৯৮৩ সালে             

১৭.       কোন দেশটি BIMSTEC এর সদস্য দেশ নয়?

            উত্তর : ইন্দোনেশিয়া

১৮.       UN Coomen কত সালে প্রতিষ্ঠিত হয়?

            উত্তর : ২০১১   

১৯.        Blue Economy কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?

            উত্তর : সমুদ্র অর্থনীতি

২০.       সিরাজাপের বর্তমান সদস্য দেশ কতটি?

            উত্তর : ১৫টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর