Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৩ জুন, ২০১৮ ২৩:২৪
অষ্টম শ্রেণির পড়াশোনা : বাংলা প্রথম পত্র
ফারুক আহম্মদ

অতিথির স্মৃতি

—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

 

            বহুনির্বাচনী প্রশ্ন

১.         ‘অতিথির স্মৃতি’ গল্পটির লেখক কে?

            ক. কামরুল হাসান   খ. বিপ্রদাশ বড়ুয়

            গ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ঘ. হুমায়ন আজাদ

২.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

            ক. ১৮৪৬ খ্রিস্টাব্দে   খ. ১৮৫৬ খ্রিস্টাব্দে

            গ. ১৮৬৬ খ্রিস্টাব্দে    ঘ. ১৮৭৬ খ্রিস্টাব্দে

৩.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের কোন জেলায়?

            ক. চব্বিশ পরগনা জেলায় খ. হুগলি জেলায়

            গ. মেদিনীপুর জেলায়               ঘ. মুর্শিদাবাদ জেলায়

৪.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের নাম কী?

            ক. দেবানন্দপুর      খ. রাধানগর

            গ. শিবপুর            ঘ. মেহেরপুর

৫.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

            ক. ১৯১৮ খ্রিস্টাব্দে   খ. ১৯২৮ খ্রিস্টাব্দে

            গ. ১৯৩৮ খ্রিস্টাব্দে   ঘ. ১৯৪৮ খ্রিস্টাব্দে  

৬.         কার পরামর্শে লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এসেছিলেন?

            ক. চিকিৎসকের      খ. প্রকৌশলীর

            গ. সাংবাদিকের      ঘ. জ্যোতিষীর      

৭.         শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ভাগ্যান্বেষণে কোথায় যান?

            ক. রেঙ্গুন   খ. করাচি    গ. কাঠমান্ডু    ঘ. কলম্বো

৮.         কত খ্রিস্টাব্দে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুন যান?

            ক. ১৯০২ খ্রিস্টাব্দে   খ. ১৯০৩ খ্রিস্টাব্দে

            গ. ১৯০৪ খ্রিস্টাব্দে   ঘ. ১৯০৫ খ্রিস্টাব্দে

৯.         লেখক যে বাড়িতে থাকেন তা বুঝাতে কোনটি গ্রহণযোগ্য?

            ক. গভীর বনের মধ্যে বড় বাড়িতে

            খ. নদীর চরের মধ্যে ছোট বাড়িতে

            গ. বাগানের মধ্যে বড় বাড়িতে

            ঘ. পাহাড়ের উপরের বড় বাড়িতে          

১০.       ‘বড়দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?

            ক. সবুজপত্র   খ. সাধনা   গ. ভারতী      ঘ. মিহির

১১.        কত খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় ‘বড়দিদি’ উপন্যাস প্রকাশিত হয়?

            ক. ১৯০৪ খ্রিস্টাব্দে   খ. ১৯০৫ খ্রিস্টাব্দে

            গ. ১৯০৬ খ্রিস্টাব্দে    ঘ. ১৯০৭ খ্রিস্টাব্দে

১২.        রাত্রি কয়টা থেকে কাছে কোথাও একজন গলাভাঙ্গা একঘেয়ে সরে ভজন শুরু করে?

            ক. ১ টা     খ. ২ টা    গ. ৩ টা        ঘ. ৪ টা      

১৩.       রাত তিনটায় লেখকের ঘুম ভেঙে যায় কেন?

            ক. ভজনের কারণে   খ. চিৎকারের কারণে

            গ. ভূতের ভয়ে        ঘ. ডাকাতের ভয়ে   

১৪.       বাগানের মালীর মালিনীর কোনটিতে প্রবল অংশীদার ছিল?

            ক. আসবাবপত্র       খ. সম্পত্তিতে

            গ. বাড়িঘরে           ঘ. বাড়তি খাবারে।

১৫.       রাত্রি শেষ হলে কাদের আনাগোনা শুরু হয়?

            ক. পাখিদের          খ. শিয়ালদের

            গ. সিংহদের          ঘ. হাতিদের          

১৬.        ফোলা পায়ের লজ্জা ঢাকতে মেয়েরা যা যা করত?

            i. মোজা পরত        ii. মাটি লুটিয়ে কাপড় পরত

            iii. ব্যান্ডেজ ব্যবহার করত

            নিচের কোনটি সঠিক?

            ক. i    খ. ii    গ. i ও ii     ঘ. i ii ও iii          

১৭.       দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখিত হওয়ার কারণ?

            i. সে একা যেত      ii. আত্মীয়-স্বজন নেই

            iii. টাকা-পয়সা নেই

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও iii     খ. ii ও iii        গ. iii     ঘ. i ও ii          

১৮.       শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসটি কত খণ্ড?

            ক. ১০ খণ্ড     খ. ৪ খণ্ড    গ. ১৪ খণ্ড    ঘ. ১৬ খণ্ড

১৯.        শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন?

            ক. কলকাতা বিশ্ববিদ্যালয়       খ. ঢাকা বিশ্ববিদ্যালয়

            গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়       ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়        

২০.       শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ডি-লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?

            ক. ঢাকা   খ. কলকাতা

            গ. অক্সফোর্ড          ঘ. কেমব্রিজ          

২১.        পাখিদের মধ্যে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে?

            ক. বুলবুলি    খ. টুনটুনি     গ. দোয়েল      ঘ. শালিক          

২২.        একটু দেরি করে আসত কোন পাখি?

            ক. শ্যামা-শালিক     খ. বেনে-বৌ

            গ. টুনটুনিরা           ঘ. শ্যামা 

২৩.       বেনে-বৌ পাখি কোন রঙের?

            ক. সাদা খ. হলদ     গ. লাল ঘ. সবুজ    

২৪.       কোন গাছের সবচেয়ে উঁচু ডালে বসে পাখিরা প্রত্যহ হাজিরা হেঁকে যেত?

            ক. ইউক্যালিপটাস   খ. শাল

            গ. সেগুন  ঘ. গর্জন  

২৫.       ‘ব্যাধ’ শব্দটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে?

            ক. জেলে সমপ্রদায় বিশেষ

            খ. কৃষকশ্রেণি বিশেষ

            গ. বেনে সমপ্রদায় বিশেষ

            ঘ. শিকারি জাতিবিশেষ         

 

উত্তরমালা : ১.গ ২.ঘ ৩.খ ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬. গ ১৭. ঘ ১৮.খ ১৯.ক ২০.ক ২১.গ ২২.খ ২৩.খ ২৪.ক ২৫.ঘ

up-arrow