রবিবার, ২৪ জুন, ২০১৮ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি দ্বিতীয়পত্র

মো. জিল্লুর রহমান

একাদশ-দ্বাদশ শ্রেণির অর্থনীতি দ্বিতীয়পত্র

বহুনির্বাচনী প্রশ্ন

 

১.         ব্রিটিশ শাসনামলে বাংলাদেশ ভূখণ্ডের সবচেয়ে মূল্যবান ফসল ছিল কোনটি?

            ক. ধান      খ. চা      গ. কাঁচা পাট     ঘ. ইক্ষু

২.         বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

            ক. ৩৭১৫    খ. ৩৯৯৫     গ. ৮৪২৭     ঘ. ৪৭১২

৩.         বিশ্বায়নের প্রভাবে যে পরিবর্তন সাধিত হবে তা হলো—

            i. পণ্যের সেবার মূল্য বৃদ্ধি

            ii. জীবনযাত্রার মান উন্নয়ন

            iii. উদারীকরণ

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

৪.         বাংলাদেশে একটি আদর্শ কৃষি খামারের আয়তন কত?

            ক. ৩ একর  খ. ৫ একর   গ. ৮ একর   ঘ. ১০ একর

৫.         বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা হলো—

            i. কৃষকের দরিদ্রতা  ii. ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ

            iii. দালালদের দৌরাত্ম্য

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

৬.         উফশী প্রযুক্তি হলো—

            i. শিল্পে ব্যবহূত নতুন প্রযুক্তি

            ii. কৃষিতে ব্যবহূত বীজভিত্তিক প্রযুক্তি

            iii. কৃষিতে ব্যবহূত কীটনাশকভিত্তিক প্রযুক্তি

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

৭.         বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয় কোন দশকে?

            ক. ৭০-এর দশকে   খ. ৮০-এর দশকে

            গ. ৯০-এর দশকে   ঘ. ৬০-এর দশকে

            উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            শফিক একজন সৎ, পরিশ্রমী মানুষ। নিজের প্রচেষ্টা ও বন্ধুবান্ধবের সহযোগিতায় কিছু পুঁজি দিয়ে নিজ এলাকায় একটি খাবারের দোকান দেয়। যেখানে তার শ্রমিকের সংখ্যা ২০ জন। অল্প কিছুদিনের মধ্যেই তার দোকানের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে।

৮.         শফিকের প্রতিষ্ঠিত শিল্পকে কোন ধরনের শিল্প বলা যায়?

            ক. ক্ষুদ্র     খ. বৃহৎ      গ. মাঝারি        ঘ. কুটির

৯.         ওই শিল্পে মূলধনের পরিমাণ হয়—

            i. ৫ লাখ টাকার কম ii. ৫-১০ লাখ টাকার মধ্যে

            iii. ১০ লাখ টাকার ঊর্ধ্বে

            নিচের কোনটি সঠিক?

            ক. i       খ. ii      গ. iii       ঘ. ii, ও iii

১০.       আমদানি বিকল্প শিল্পের উদ্দেশ্য নয় কোনটি?

            ক. পরনির্ভরশীলতা হ্রাস         খ. বৈদেশিক মুদ্রা সাশ্রয়

            গ. পণ্যের আন্তর্জাতিক চাহিদা পূরণ

            ঘ. আমদানি ব্যয় হ্রাস করা

১১.        কোনটি স্থূল জন্মহার নির্ণয়ের সূত্র?

                            BB

            K. CBR= ___ – 100    

                             P

                             P

            L. CBR= ___ – 100    

                             B

                             B

            M. CBR= ___ – 100   

                             P

                             B

            N. CRB= ___ – 100    

                             চ

১২.        আদমশুমারি গণনা পদ্ধতি কয়টি?

            ক. ১      খ. ২     গ. ৩       ঘ. ৪

১৩.       বাংলাদেশ থেকে কোনো লোক স্থায়ীভাবে আমেরিকায় গমন করলে দেশটির দিক থেকে একে কী বলা হবে?

            ক. অভিগমন          খ. বহির্গমন

            গ. বহিরাগমন         ঘ. অভ্যন্তরীণ গমন

১৪.       খাদ্য নিরাপত্তা বলতে কী বোঝায়?

            ক. বিদেশ থেকে পর্যাপ্ত খাদ্যশস্য আমদানি

            খ. নিরাপদ খাদ্য গ্রহণ

            গ. সব আবাদি জমিতে খাদ্যশস্য উৎপাদন

            ঘ. পুষ্টিমান সম্পন্ন খাদ্যের টেকসই জোগান

১৫.       ভোক্তা অধিকার সংক্রান্ত আন্দোলনকারী সংস্থা কোনটি?

            ক. নিখাচা    খ. ক্যাব     গ. ওয়ার্ল্ডভিশন    ঘ. পবা

১৬.        OMS-এর পূর্ণরূপ কী?

            ক. Open Market Szstem

            খ. Open Market Strategy

            গ. Overall Market Strategy

            ঘ. Overall Market Szstem

১৭। ‘বন্ড হলো দীর্ঘমেয়াদি চুক্তি, যার ভিত্তিতে ঋণগ্রহীতা সুদ ও আসল একটি নির্দিষ্ট তারিখে বন্ড মালিককে ফেরত দিতে অঙ্গীকার করে’—উক্তিটি কার?

            ক. রস ও হেলি       খ. ব্রেগহাম ও রস

            গ. হেলি ও ব্রেগহাম   ঘ. ওয়েস্টার্ন ও ব্রেগহাম

            উদ্দীপকটি পড় এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            শাহাদাত সাহেব কিছুদিন আগে একটি স্বনামধন্য কোম্পানির ১০০০টি শেয়ার ক্রয়ের জন্য আবেদন করলে লটারির মাধ্যমে ৮০ টাকা হারে তা ক্রয়ের সুযোগ পান। পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানটির মূলধন বৃদ্ধির জন্য ১ : ১ অনুপাতে ৯০ টাকা হারে শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নেয়।

১৮.       জনাব শাহাদাতের ৮০ টাকা হারে ক্রয়কৃত শেয়ারটি কোন ধরনের শেয়ার?

            ক. রাইট   খ. প্রাইমারি   গ. সেকেন্ডারি    ঘ. বোনাস

১৯.        ওই প্রতিষ্ঠানটির ৯০ টাকা হারের নতুন শেয়ারের বৈশিষ্ট্য হলো—

            i. রাইট      ii. বোনাস      iii. প্রাইমারি

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

২০.       বাংলাদেশে কখন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়?

            ক. ১৯৭২ সালে      খ. ১৯৭৩ সালে

            গ. ১৯৭৪ সালে      ঘ. ১৯৭৫ সালে

২১.        মুদ্রাস্ফীতির ফলে সীমিত আয়ের লোকদের ওপর কী প্রভাব পড়ে?

            ক. প্রকৃত আয় কমে  খ. প্রকৃত আয় বাড়ে

            গ. ঋণ বাড়ে          ঘ. জীবনযাত্রার মান বাড়ে

২২.        বৈদেশিক বাণিজ্যের দ্বারা দেশের অভ্যন্তরে কোন কারবারের সম্প্রসারণ রোধ করা যায়?

            ক. অলিগপলি        খ. একচেটিয়া

            গ. ডুয়োপলি          ঘ. প্রতিযোগিতামূলক

২৩.       অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্যের ওপর কোন শুল্ক ধার্য করা হয়?

            ক. রপ্তানি শুল্ক        খ. আমদানি শুল্ক

            গ. আবগারি শুল্ক      ঘ. বাণিজ্য শুল্ক

২৪.       বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য কোনটি?

            ক. শিল্পজাত পণ্য রপ্তানি       খ. আমদানি ব্যয় কম

            গ. জনশক্তি রপ্তানি   ঘ. বাণিজ্য শক্তি

২৫.       ‘সরকারি অর্থব্যবস্থা সরকারের আয়-ব্যয় এবং তাদের একটির সঙ্গে অন্যটির সামঞ্জস্য বিধানের কার্যাবলি আলোচনা করে।’ উক্তিটি কার?

            ক. এইচ ডাল্টন  খ. মাসগ্রেভ  গ. প্লেহন   ঘ. ক্রাউথেন

২৬.        ‘ঢ’ একটি দেশ। এ দেশের সরকার দেশ পরিচালনা করার জন্য বিভিন্ন সময় ঋণ নিয়ে থাকে। কখনো কখনো এই ঋণ গ্রহণের ফলে জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। দেশটি কোন উৎস থেকে ঋণ গ্রহণ করার ফলে ক্রয়ক্ষমতা হ্রাস পায়?

            ক. আন্তর্জাতিক       খ. বাণিজ্যিক

            গ. অভ্যন্তরীণ         ঘ. কেন্দ্রীয় ব্যাংক

২৭.       ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল লক্ষ্য হলো—

            i. আয় বৈষম্য বৃদ্ধি   ii. প্রবৃদ্ধি ত্বরান্বিত করা

            iii. মানব উন্নয়ন

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

            উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            পাভেল সাহেব একটি প্রতিষ্ঠানে অনেক বছর ধরে চাকরি করছেন। সাম্প্রতিক সময়ে সরকারের পে-স্কেল ঘোষণার ফলে তাঁর বেতন বেড়েছে। তিনি কয়েকটি ক্রেডিট কার্ডও ব্যবহার করেন। তবু তিনি তাঁর বাড়তি ভোগ মেটাতে সক্ষম হচ্ছেন না।

২৮.       জনাব পাভেল কোন কারণে চাহিদা পূরণে সক্ষম হচ্ছেন না?

            ক. স্বল্পোৎপাদন     খ. মুদ্রা সংকোচন

            গ. মুদ্রাস্ফীতি         ঘ. রপ্তানি বৃদ্ধি

২৯.        জনাব পাভেলের ব্যয়যোগ্য আয় বৃদ্ধির কারণ হলো—

            i. মঞ্জুরি বৃদ্ধি         ii. ভোগপ্রবণতা বৃদ্ধি

            iii. ঋণের সহজ প্রাপ্যতা

            নিচের কোনটি সঠিক?

            ক. i ও ii             খ. ii ও iii

            গ. i ও iii            ঘ. i, ii ও iii

৩০.       স্বল্পমেয়াদি পরিকল্পনার সুবিধা কী?

            ক. কম মূলধন প্রয়োজন হয়

            খ. সাহায্য প্রাপ্তি      গ. ক্ষতি নেই

            ঘ. কাজ সহজে করা যায়

 

 

উত্তরমালা : ১. গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ক ৯. গ ১০. গ ১১. গ ১২. ঘ ১৩. খ ১৪. ঘ ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. গ ২৯. ক ৩০. ক।

সর্বশেষ খবর