মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দ্বাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয়পত্র

মোঃ আব্দুর রহিম

দ্বাদশ শ্রেণির ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয়পত্র

বহুনির্বাচনী প্রশ্ন

বীমা সম্পর্কে মৌলিক ধারণা

১.         নিচের কোনটি বীমাযোগ্য স্বার্থের মূল উপাদান?

            ক. পাবলিক স্বার্থ    

            খ. আর্থিক স্বার্থ

            গ. বিষয়বস্তু স্বার্থ    

            ঘ. আইন বিরুদ্ধ স্বার্থ

২. নিম্নের কোন চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক নয়?

  ক. বাজি চুক্তি     খ. দুর্ঘটনা বীমা

  গ. অগ্নিবীমা      ঘ. নৌ বীমা

৩. নিচের কোনটি বীমার কাজ বহির্ভূত?

            ক. ক্ষতি প্রতিরোধ 

            খ. নিশ্চয়তা প্রদান

            গ. ঝুঁকি বণ্টন    

            ঘ. ঋণ নিয়ন্ত্রণ

৪. ‘বীমা চুক্তি ক্ষতিপূরণের চুক্তি’ কথাটি প্রযোজ্য নয় নিচের কোন বীমায়?

            ক. অগ্নি       খ. নৌ

            গ. জীবন      ঘ. দুর্ঘটনা

৫. নিচের কোন পদ্ধতির বীমায় বীমা গ্রহীতা ও বীমাকারী-উভয়ই বীমা কোম্পানি?

            ক. যুগ্ম বীমা       খ. পুনঃ বীমা

            গ. যৌথ বীমা      ঘ. গোষ্ঠী বীমা

৬.         যখন একজন বীমাকারী তার গৃহীত ঝুঁকির কোন অংশ অন্য বীমাকারীর কাছে হস্তান্তর করে তাকে কী বলা হয়?

            ক. পুনঃ বীমা    খ. দ্বৈত বীমা

            গ. বৃত্তি চুক্তি     ঘ. গ্রুপ বীমা

৭. বাংলাদেশে বীমা কোম্পানি কোন প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয়?

            ক. ইনস্যুরেন্স একাডেমি

            খ. বাংলাদেশ ব্যাংক

            গ. বিএসইসি   

            ঘ. আইডিআরএ

৮. বীমা ব্যবসায়ের উৎপত্তির কোন ক্রমটি সঠিক?

            ক. অগ্নি নৌজীবন দুর্ঘটনা   

            খ. নৌঅগ্নিজীবন দুর্ঘটনা

            গ. জীবননৌঅগ্নিশস্য  

            ঘ. নৌজীবনঅগ্নি দুর্ঘটনা

৯.         নিচের কোনটি সাধারণ বীমার মূল বিষয়বস্তু?

            ক. সম্পত্তি ও জীবন   

            খ. ব্যক্তির জীবন

            গ. বীমাযোগ্য স্বার্থ    ঘ. সম্পত্তি

১০. বীমা চুক্তির কোন উপাদানটি জীবন বীমার প্রয়োগ বহির্ভূত?

            ক. বীমাযোগ্য স্বার্থ   

            খ. চূড়ান্ত সদ্বিশ্বাস

            গ. আর্থিক নিশ্চয়তা  

            ঘ. স্থলাভিষিক্তকরণ

১১. নিচের কোন বীমার মাধ্যমে বীমা ব্যবসায় যাত্রা শুরু হয়?

            ক. জীবন       খ. অগ্নি

             গ. নৌ        ঘ. দুর্ঘটনা

১২. নিচের কোনটি সাধারণ বীমার অন্তর্ভুক্ত?

            ক. শস্য বীমা      খ. গোষ্ঠী বীমা

  গ. শিক্ষাবৃত্তি বীমা      ঘ. স্বাস্থ্য বীমা

১৩. সর্বপ্রথম বীমা ব্যবসা শুরু হয় কোন দেশে?

            ক. ইতালিতে      খ. যুক্তরাষ্ট্রে

            গ. জার্মানিতে      ঘ. ব্রিটেনে

১৪. সব ধরনের বীমা চুক্তির পেছনে বীমা গ্রহীতার উদ্দেশ্য হলো

            i. আর্থিক নিরাপত্তা লাভ

            ii. মানসিক প্রশান্তি অর্জন

            iii. সঞ্চয় সুবিধা লাভ

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii      খ. i, iii

            গ. রi, iii     ঘ. i, ii ও iii

১৫. নিচের কোনটি বীমা চুক্তির বিশেষ উপাদান?

            ক. স্বীকৃতি       খ. একাধিক পক্ষ

            গ. বীমাযোগ্য স্বার্থ ঘ. প্রস্তাব

১৬। ক্ষতিপূরণের সময় বীমা কোম্পানি যেসব বিষয় বিবেচনা করে তা হলো—

             i. আনুপাতিক অংশগ্রহণ

            ii. প্রত্যক্ষ কারণ

            iii. সদ্বিশ্বাসের সম্পর্ক

নিচের কোনটি সঠিক?

            ক. i, ii    খ. i, iii

            গ. ii, iii   ঘ. i, ii ও iii

১৭. নিচের কোনটি সামাজিক বীমার অন্তর্গত?

            ক. অগ্নিবীমা    খ. বেকারত্ব বীমা

            গ. দুর্ঘটনা বীমা ঘ. আজীবন বীমা

১৮. বীমাকৃত বিষয়বস্তুর ক্ষতিপূরণের প্রতিশ্রুতির প্রতিদানকে কী বলে?

            ক. সমর্পণ মূল্য  খ. প্রতিদান

            গ. বার্ষিক বৃত্তি   ঘ. বোনাস

১৯. লয়েডস শব্দটি কোন বীমার সঙ্গে সম্পৃক্ত?

            ক. অগ্নি       খ. জীবন

            গ. দুর্ঘটনা     ঘ. নৌ

২০. নিচের কোনটি বীমা চুক্তির আইনগত উপাদানের অন্তর্গত?

            ক. প্রত্যক্ষ কারণ    

            খ. বীমাযোগ্য স্বার্থ

            গ. নির্দিষ্টতা       

            ঘ. আনুপাতিক অংশগ্রহণ

২১. বীমা কীভাবে ঝুঁকি বণ্টন করে?

            ক. দ্রুত সাড়া প্রদানের মাধ্যমে

            খ. বিপুল সংখ্যায় পলিসি গ্রহণের মাধ্যমে

            গ. স্থলাভিষিক্তকরণের মাধ্যমে

            ঘ. সামর্থ্যমাফিক ঝুঁকি গ্রহণের মাধ্যমে

 

উত্তরমালা :

১. খ, ২. ক, ৩. ঘ, ৪. গ, ৫. খ, ৬. ক, ৭. ঘ, ৮. খ, ৯. ঘ, ১০. ঘ, ১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ, ২১. খ।

            [চলবে]

সর্বশেষ খবর