মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুকুমার মণ্ডল

সংক্ষিপ্ত- প্রশ্ন

আমাদের মুক্তিযুদ্ধ

১. আমরা একটি যুদ্ধের মাধ্যমে লাভ করেছি এ প্রিয় দেশ বাংলাদেশ। যুদ্ধটির নাম কী?

উত্তর : মুক্তিযুদ্ধ।

২. ব্রিটিশরা কত সালে এ উপমহাদেশ ছেড়ে চলে যায়?

উত্তর : ১৯৪৭ সালে।

৩. ব্রিটিশরা চলে যাওয়ার পর যে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়, সে দেশ দুটির নাম কী?

উত্তর: ভারত ও পাকিস্তান।

৪. ভাষার জন্য একটি আন্দোলন হয়েছিল। সে আন্দোলন কত সালে হয়েছিল?

উত্তর : ১৯৫২ সালে।

৫. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে একটি দল নিরঙ্কুশ বিজয় লাভ করে। সেটি কোন দল?

উত্তর : আওয়ামী লীগ।

৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে কখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়?

উত্তর : ১৯৭১ সালের ২৬ মার্চ।

৭. ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার। এটি কী নামে পরিচিত?

উত্তর : ‘মুজিবনগর সরকার’।

৮. এ সরকার কখন শপথ গ্রহণ করে?

উত্তর : ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

৯. কাকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

১০. ১৯৭১ সালের ১১ জুলাই একটি বাহিনী গঠন করা হয়। বাহিনীটির নাম কী?

উত্তর : মুক্তিবাহিনী।

১১. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কী?

উত্তর : জেনারেল (অব.) মো. আতাউল গনি ওসমানী।

১২. মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?

উত্তর : ৩টি।

১৩. যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য সারা দেশকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছিল। কয়েকটি বলতে কতটি সেক্টর বোঝায়?

উত্তর : ১১টি।

১৪. ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে একটি বাহিনী গঠিত হয়। বাহিনীটির নাম কী?

উত্তর : মুক্তিফৌজ।

১৫. লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার জন্মস্থান কোথায়?

উত্তর : পাঞ্জাবে।

১৬. যুদ্ধে অস্ত্র বহন করতেন ও সম্মুখযুদ্ধে অংশ নিতেন কোন গ্রুপ?

উত্তর : ‘অ্যাকশন গ্রুপ’।

১৭. সে সময় এ দেশের মানুষের একটি প্রিয় গান ছিল। সেটি কোন গান?

উত্তর : ‘জয় বাংলা, বাংলার জয়’।

১৮. মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল কোনটি?

উত্তর : ‘জয় বাংলা’।

১৯. পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এ আক্রমণের নাম কী?

উত্তর : অপারেশন সার্চলাইট।

২০. বুদ্ধিজীবীদের কেন হত্যা করা হয়েছিল?

উত্তর : বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল।

২১. প্রতি বছর বুদ্ধিজীবীদের স্মরণে ১টি দিন পালন করা হয়। সে দিনটি কোনদিন?

উত্তর : ১৪ ডিসেম্বর।

২২. কত তারিখে যৌথবাহিনী গঠিত হয়?

উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর।

২৩. ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারা এ আত্মসমর্পণ কত তারিখে করে?

উত্তর : ১৬ ডিসেম্বর।

২৪. ১৯৭২ সালের ১০ জানুয়ারি দিনটিতে কী হয়েছিল?

উত্তর : এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেন।

সর্বশেষ খবর