রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

মেহেরুন্নেসা খাতুন

বহুনির্বাচনী প্রশ্ন

১.         হেরোডোটাসের জন্ম হয়েছিল—

            ক. ইংল্যান্ডে  খ. গ্রিসে     

            গ. প্যারিসে   ঘ. রোমে

 

২.         ইতিহাসের পরিসর বিশ্লেষণ করলে পাওয়া যায়—    

            i. বৈজ্ঞানিক পদ্ধতি 

            ii. গবেষণা

            iii. নতুন নতুন বিষয়ের অন্তর্ভুক্তি

 

 নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. ii, iii

     গ. i, iii    ঘ. i, ii ও iii

 

৩.   পোসাইডন কীসের দেবতা ছিল?

            ক. সূর্যের      খ. সাগরের

      গ. আগুনের    ঘ. জ্ঞানের

 

৪.   সক্রেটিস কীভাবে মৃত্যুবরণ করেন?

      ক. আত্মহত্যা করে   খ. সড়ক দুর্ঘটনায়         গ. ফাঁসিতে ঝুলে     ঘ. বিষপান করে

 

৫.   বাংলায় মুসলমান যুগের শুরুতে কোনটিকে গৌড় বলা হয়?

     ক. দিনাজপুরকে     খ. দাক্ষিণাত্যকে         

     গ. পুন্ড্রবর্ধনকে   ঘ. লক্ষণাবতীকে

 

৬.   যে নদীগুলোর মধ্যবর্তী অঞ্চলে বরেন্দ্র জনপদ অবস্থিত?

     i. গঙ্গা   ii. মেঘনা  iii. করতোয়া

 

            নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. ii, iii

     গ. i, iii    ঘ. i, ii ও iii

 

৭.   বাংলায় গুপ্তবংশীয় রাজারা দুর্বল হয়ে পড়েন কেন?

            i. পুরুষানুক্রমিক সংঘর্ষের জন্য      

     ii. চাণক্য রাজাদের ক্রমাগত আক্রমণ

     iii. শশাংকের জন্য 

 

            নিচের কোনটি সঠিক?

     ক. i, ii       খ. ii, iii

     গ. i, iii      ঘ. i, ii ও iii

 

৮.   শশাংকের রাজধানী ছিল—

     ক. দ্রভুক্তি      খ. উৎকর্ম        

     গ. কঙ্গোদ      ঘ. কর্ণসুবর্ণ

 

৯.   ‘হোলি’ কীসের নাম?

            ক. বাদ্যযন্ত্রের নাম    খ. উৎসবের নাম        

            গ. দেবতার নাম     ঘ. মূর্তির নাম

 

১০.       প্রাচীন বাংলার ভূমির প্রকারভেদ হিসেবে সমর্থনযোগ্য—

            i. বাস্তু            ii. ক্ষেত্র    iii. খিল

 

            নিচের কোনটি সঠিক?

     ক. i, ii       খ. ii, iii

     গ. i, iii      ঘ. i, ii ও iii

 

১১.  লখনউতে কীসের সুবিধা ছিল?

            ক. কৃষিকাজের      খ. ব্যবসায়-বাণিজ্যের

            গ. পর্যটনের         ঘ. শিল্প প্রতিষ্ঠার

 

১২. শায়েস্তা খাঁ আওরঙ্গজেবের সম্পর্কে—

            ক. চাচা     খ. মামা         

            গ. দাদা     ঘ. নানা

 

১৩. আদিনা মসজিদ নির্মিত হয় কখন?

            ক. ১৩৬৬ সালে     খ. ১৩৬৭ সালে                     গ. ১৩৬৮ সালে     ঘ. ১৩৭৩ সালে

 

১৪. সাহিত্য ও বৈদেশিক বিবরণ ইতিহাসের কোন উপাদান?

     ক. লিখিত          খ. অলিখিত

     গ. লিখিত ও অলিখিত ঘ. প্রত্নতাত্ত্বিক

 

১৫.  আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি ছিলেন—

     ক. দৌলত কাজী    খ. শেখ খুত্বন    

     গ. বাহরাম খান     ঘ. কৃত্তিবাস

 

১৬. আফ্রিকান পরিব্রাজক কে?

            ক. ফা-হিয়েন         খ. ইবনে বতুতা

            গ. হিউয়েন সাং    

            ঘ. ক, খ ও গ কোনোটিই নয়

 

১৭. জব চার্ণক ১২০০ টাকার বিনিময়ে জমিদারি লাভ করেন—

     i. কলকাতার ii. সুতানটির  iii. গোবিন্দপুরের

 

            নিচের কোনটি সঠিক?

     ক. i, ii       খ. ii, iii

     গ. i, iii       ঘ. i, ii ও iii

 

১৮. নীল বিদ্রোহের নেতা হিসেবে যুক্তিযুক্ত নাম হলো—

     i. নবীন মাধব ii. বেনী মাধব iii. বিশ্বনাথ সর্দার

            নিচের কোনটি সঠিক?

     ক. i, ii       খ. ii, iii

     গ. i, iii       ঘ. i, ii ও iii

 

১৯. দুদু মিয়া ছিলেন ফরায়েজি আন্দোলনের একজন

     i. রাহবার     ii. নেতা   iii. ওস্তাদ

 

            নিচের কোনটি সঠিক?

     ক. i  খ. ii    গ. iii      ঘ. i, ও iii

 

২০.  বঙ্গভঙ্গ রদের ফলে কোন সম্প্রদায় খুশি হয়?

            ক. হিন্দু     খ. মুসলমান     

            গ. বৌদ্ধ     ঘ. খ্রিস্টান

 

২১. মুসলিম লীগ গঠিত হয় কত সালে?

     ক. ১৯০৫ সালে     খ. ১৯০৬ সালে          গ. ১৯০৭ সালে     ঘ. ১৯০৮ সালে

 

২২. যুক্তফ্রন্ট কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়?

     ক. ২টি খ. ৩টি    গ. ৪টি   ঘ. ৫টি

 

২৩. History শব্দটির বাংলা অর্থ কী?

     ক. ভূগোল           খ. ইতিহাস

     গ. অর্থনীতি          ঘ. পৌরনীতি

 

২৪. কত সালে আগরতলা মামলা করা হয়?

     ক. ১৯৬৬ সালে    খ. ১৯৬৮ সালে              গ. ১৯৬৯ সালে    ঘ. ১৯৭০ সালে

 

২৫. সার্জেন্ট জহুরুল হককে কীভাবে হত্যা করা হয়?

     ক. অমানবিকভাবে   খ. পৈশাচিকভাবে          গ. গোপনে               ঘ. গুলি করে

 

২৬. বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল কত সালে?

     ক. ১৯৫২ সালে        খ. ১৯৬৯ সালে

     গ. ১৯৭৫ সালে        ঘ. ১৯৭১ সালে

 

২৭. মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল কারা?

     ক. ছাত্র     খ. শিক্ষক  গ. কৃষক     ঘ. নারী

 

২৮. ১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ ছিল—

     i. সাম্প্রদায়িকতা পরিহার   

     ii. কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান না করা

     iii. রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না

 

            নিচের কোনটি সঠিক?

     ক. i, ii     খ. ii, iii

     গ. i, iii    ঘ. i, ii ও iii

 

২৯.  ইতিহাসের উপাদান কয়টি?

     ক. ২টি  খ. ৬টি   গ. ৪টি   ঘ. ৫টি

 

৩০. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

            ক. নারায়ণপাল      খ. বিগ্রহপাল

            গ. গাপাল            ঘ. দেবপাল           

 

উত্তরমালা :

 

     ১. খ, ২. ঘ, ৩. খ, ৪. ঘ, ৫. ঘ. ৬. গ, ৭. গ, ৮. ঘ, ৯. খ. ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ক, ১৬. খ, ১৭, ঘ, ১৮. ঘ, ১৯. খ, ২০. ক, ২১. খ, ২২. গ, ২৩. খ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. ঘ, ২৭. ক, ২৮, ঘ, ২৯. ক,

            ৩০. গ

সর্বশেষ খবর