রবিবার, ১৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি প্রাথমিক গণিত

মো. আবদুর রহিম

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি প্রাথমিক গণিত

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে সব বিষয়ের পরীক্ষাই ১০০% যোগ্যতাভিত্তিক হবে। কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না।

১। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৫৪ মিটার ও প্রস্থ ৪৭ মিটার এবং একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৬৭ মিটার।

(ক) প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে মিলিমিটারে প্রকাশ কর।

(খ) আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।

(গ) বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে কিলোমিটারে প্রকাশ কর।

(ঘ) বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের কর।

 

সমাধান :

(ক) প্রদত্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৫৪ মিটার

           = (৫৪ী১০০০) মিলিমিটার

    [১ মিটার = ১০০০ মিলিমিটার]

           = ৫৪০০০ মিলিমিটার

উত্তর : ৫৪০০০ মিলিমিটার।

(খ) আমরা জানি,

আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্যপ্রস্থ

আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল =

         ৫৪ মিটার ৪৭ মিটার

         =  (৫৪ী৪৭) বর্গমিটার

         = ২৫৩৮ বর্গমিটার

উত্তর : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২৫৩৮ বর্গমিটার।

 

(গ) বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৬৭ মিটার

    = (৬৭-১০০০) কিলোমিটার

    [১০০০ মিটার = ১ কিলোমিটার]

    = ০.০৬৭ কিলোমিটার

উত্তর : বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ০.০৬৭ কিলোমিটার।

 

(ঘ) আমরা জানি,

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল  = (এক বাহুর দৈর্ঘ্য) ২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৬৭ মিটার)২

         = ৪৪৮৯ বর্গমিটার

উত্তর : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪৪৮৯ বর্গমিটার।

সর্বশেষ খবর