সোমবার, ২৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মেডিকেল ভর্তি মডেল টেস্ট

মো. মনিরুজ্জামান

মেডিকেল ভর্তি মডেল টেস্ট

১.  নিচের কোন ইগও (Body Mass Index) অতিরিক্ত ওজন নির্দেশ করে?

 A. 18.5 - 24.9 kg/m2 

 B. 25.0 - 29.9 kg/m2  

 C. 30.0 - 34.9 kg/m2  

 D. 35.0 - 39.9 kg/m2

২.  গ্যাসের গতিশক্তি পরম তাপমাত্রার—

 A. সমানুপাতিক    B. ব্যস্তানুপাতিক       

 C. বর্গের সমানুপাতিক        

 D. বর্গমূলের সমানুপাতিক

৩. কোনটির পরিবর্তনে এর মান পরিবর্তিত হয়?

 A. তাপমাত্রা B. সময় C. স্থান D. সবগুলো

৪. 'The case is@ trial'.

 A. of B. at C. under D. for

৫.'A state is born' প্রামাণ্যচিত্রটির পরিচালক— 

A. তারেক মাসুদ   B. তানভির মোকাম্মেল

C. গীতা মেহতা    D. জহির রায়হান

৬. মানুষের নবম জোড়া করোটিক স্নায়ুর নাম কী?

A.হাইপোগ্লোসাল B. স্পানাল অ্যাকসেসরি  C. অ্যাবডুসেন্স   D. গ্লসোফ্যারিঞ্জিয়াল

৭. ১ ফ্যারাডে= কত কুলম্ব?

A. ৯৬৫০০          B. ৯৬৫০

C. ৯৫৬০০          D. ৯৬৫০০

৮. ধারকত্বের ব্যবহারিক একক কোনটি?

A. ভোল্ট             B. জুল  

C. ফ্যারাডে                      D. কুলম্ব

৯. কোনটি মানবদেহের টার্সাল অস্থির অন্তর্ভুক্ত নয়?

A. ক্যালকেনিয়াস   B. কিউনিফর্ম        C. ট্রাপেজিয়াম       D. কিউবয়েড

১০. সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয়-

A. লিপোভাইরাস    B. প্রিয়ন

C. নিউক্লিওক্যাপসিড           D.  কোনোটিই নয়

১১. A person who writes about his own life, writes-

A. a diary

B. a biography

C. a chronicle

D. an autobiography

১২. অসংরক্ষণশীল বলের মান কোনটির উপর নির্ভর করে?

A. পথ                B. অবস্থান

C. উভয়ই                        D.  কোনোটিই নয়

১৩. বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম কোনটি?

A. Passer domesticus

B. Copsicus saularis

C. Columba livia

D. Corvus spendens

১৪. নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয়?

A. AgCl                       B. AgF           

C. Agl              D. BaSO4

১৫. কৌণিক ও রৈখিক বেগের সম্পর্ক কোনটি?

A.= vr              B. r = v           

C. v = r                        D.  কোনটিই নয়

১৬. কত সপ্তাহ বয়সে সর্বপ্রথম মানবভ্রূণে সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয়?

A. ২৪ সপ্তাহ         B. ২২ সপ্তাহ         C. ২০ সপ্তাহ         D. ২৩ সপ্তাহ

১৭. Choose the appropriate sentence?

A. I have many a books          

B. I have a many book

C. I have many a book           

D. I have many book

১৮.  ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির ভাস্কর-

A. শামীম শিকদার  B. নিতুন কুন্ডু        C. মৃনাল হক         D. হামিদুজ্জামান

১৯. লেড এসিড স্টোরেজ ব্যাটারিতে ক্যাথোডরূপে কোনটি ব্যবহূত হয়?

A. Pb               B. PbO2          

C. PbSO4         D. C

২০. নিউটনের কোন সূত্র দ্বারা বলের গুণগত বৈশিষ্ট্য জানা যায়?

A. নিউটনের প্রথম সূত্র        

B. নিউটনের দ্বিতীয় সূত্র

C. নিউটনের তৃতীয় সূত্র        

D. কোনোটিই নয়

২১. Nematoda-i বৈশিষ্ট্য নয় কোনটি?

A. স্যুডোসিলোমেট প্রাণী       

B.  দেহ ইলাস্টিন এ আবৃত

C. শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র উৎপস্থিত      

D. অধিকাংশ প্রাণী একলিঙ্গ

২২. কোনটির বিষক্রিয়ায় দাঁতের মাড়ি নীলাভ হয়?

A. Cr                B. Pb   

C. As               D. Pd

২৩. গতিশক্তি ৪ গুণ বৃদ্ধি" পেলে ভরবেগ কত হবে?

A. দুইগুণ                        B. চারগুণ           

C. তিনগুণ                       D. অর্ধেক

২৪. নিচের কোন অস্থির উৎপত্তি পেশির টেনডন থেকে?

A. আলনা                        B. ফিমার           

C. প্যাটেলা                       D. টিবিয়া

২৫. 'Who open the door?'

A. By whom the door was opened?

B. By whom was opened the door?

C. The door was opened by whom?

D. By whom was the door opened?

২৬. ‘মোগাদিসু’ কোনটির রাজধানী?

A. ঘানা              B.  কেনিয়া         

C. নাইরোবি         D.  সোমালিয়া

২৭. রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময়-

A. ১-৪ মিনিট       B. ১-৫ মিনিট       C. ২-৫ মিনিট       D. ৪-৫ মিনিট

২৮. সোডা অ্যাশ কোনটি?

A. Na2SO4      B. Na2CO3      C. NaOH          D. HaCl

২৯. কোনটি তড়িৎ বলরেখার ধর্ম নয়?

A. দুটি বলরেখা পরস্পরকে ছেদ করে না B. রেখাগুলো ধনচার্জ হতে উৎপন্ন ঋণচার্জে শেষ হয়

C. তড়িৎ বলরেখা বক্ররেখা                 D. বলরেখাগুলো পরস্পরের উপর পার্শ্বচাপ দেয়

৩০. নিচের কোনটি বহিঃক্ষরা গ্রন্থি নয়?

A. লালাগ্রন্থি         B. ঘামগ্রন্থি          

C. যকৃত              D. অগ্ন্যাশয়

৩১. Choose the wrong sentence from the following.

A. The land belongs to my father

B. The land is belonged to my father

C. My father owns the land    

D. My father is the owner of the land

৩২. ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উেক্ষপণ এর তারিখ-

A. ১১ মে’১৮    B. ১১ মার্চ’১৮   C. ১০ মে’১৮    D. ১০ মার্চ’১৮

৩৩. প্রোটন ও নিউট্রনকে একত্রে কী বলে?

A. পারমাণবিক ভরসংখ্যা

B. নিউক্লিয়ন

C. নিউক্লিয়াস

D. পারমাণবিক সংখ্যা

৩৪. প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি—

A. শূন্য (০)         B. বাড়ে 

C. কমে               D. স্থির থাকে

৩৫. নিচের কোনটি মধ্যমস্তিকের অংশ?

A. থ্যালামাস         B. মেডুলা           

C.  সেরেবেলাম      D.  কোনটিই নয়

৩৬. ভারী তৈলের প্রধান উপাদান নয় কোনটি?

A. ক্রিসল                        B. ন্যাফ্থালিন      

C. ফেনল             D. কুইনোলিন

৩৭. তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহকের রোধ-

A. বাড়ে              B. কমে

C. স্থির থাকে        D. সবগুলো

৩৮. স্নেহ পরিপাক করে কোন এনজাইম?

A.  প্রোরেনিন        B.  পেপসিনোজেন C. গ্যাস্ট্রিক লাইপেজ  D.  পেপসিন

৩৯. The correct spelling is—

A.Sobrity

B.Sobreity

C. Sobriety                  

D. Sobrighty

৪০. স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনে প্রভাবক হলো—

A. Ti  B. Pt C. Ni.  D. Fe

 

উত্তরমালা : ১. B ২. A ৩. C ৪. C ৫. D ৬. B ৭. A ৮. C ৯. C ১০. C ১১. D ১২. A ১৩. B ১৪. B ১৫. C ১৬. D ১৭. C ১৮. B ১৯. B ২০. B ২১. C ২২. B ২৩. A ২৪. C ২৫. A ২৬. D ২৭. D ২৮. B ২৯. C ৩০. B ৩১. B ৩২. A ৩৩. B ৩৪. D ৩৫. B  ৩৬. C ৩৭. A ৩৮. C ৩৯. C ৪০. B [চলবে]

সর্বশেষ খবর