সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জেএসসি পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

মো. জিল্লুর রহমান
সিনিয়র শিক্ষক

জেএসসি পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

বহু নির্বাচনী প্রশ্ন

১.   সেন শাসকরা কোন অঞ্চল থেকে বাংলায় আসেন?

ক. উত্তর ভারত খ. পূর্ব ভারত

গ.দক্ষিণ ভারত ঘ. পশ্চিম ভারত

২. ফখরুদ্দিন মোবারক শাহ কবে বাংলায় স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেন?

ক. ১২৩৮ খ্রি.  খ. ১৩৩৮ খ্রি. 

গ. ১৪৩৮ খি.  ঘ. ১৫৩৮ খি.

৩. বাংলার শাসন ক্ষমতা প্রথমবারের মতো বাইরে যায়—

i. পাল শাসন পতনের পর

ii. বখতিয়ার খিলজির ক্ষমতা দখলের মধ্য দিয়ে

iii. সেনদের দ্বারা শাসন ক্ষমতা দখলের মধ্য দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i, ii          খ. i, iii

গ. ii, iii      ঘ. i, ii ও iii

৪. ভাস্কো দা গামা ভারতের কোথায় এসে পৌঁছেন?

ক. কলকাতা  খ. কালিকট      

গ. চট্টগ্রাম    ঘ. মুম্বাই

৫. ইংরেজদের হাতে বাংলা পতনের প্রধান কারণ কোনটি?

ক. পলাশীর যুদ্ধ

খ. স্বাধীনতার যুদ্ধ  

গ. মহিশুরের যুদ্ধ        

ঘ. সিপাহি বিদ্রোহ

৬. ডাচ্ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় আগমন করে?

ক. ১৬০০ সালে খ. ১৬১০ সালে       

গ. ১৬২০ সালে ঘ. ১৬৫০ সালে

৭. রবার্ট ক্লাইভ যেভাবে তাঁর শাসন ক্ষমতা ব্যবহার করেছিলেন, তা হলো—

i. দ্বৈত শাসন     

ii. ক্ষমতাহীন নবাবী   

iii. প্রত্যক্ষ শাসন

নিচের কোনটি সঠিক?

ক. i, ii      খ. ii, iii

গ. i, iii     ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

ইতিহাসের পাতা থেকে মালিহা জানতে পারল যে ভারতবর্ষে প্রথম পর্যায়ে ব্রিটিশ শাসন তাদের ব্যবসা-বাণিজ্যের স্বার্থে ছিল। ১৭৬২ থেকে ১৭৭২ সাল পর্যন্ত ভারতবর্ষ শাসিত হতো একটি নীতির মাধ্যমে। তারা তাদের শাসনকে দীর্ঘায়িত করার জন্য সর্বক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে।

৮. অনুচ্ছেদ অনুযায়ী ১৭৬২-১৭৭২ সাল পর্যন্ত ভারতবর্ষ কাদের অধীনে ছিল?

ক. চায়নিজ কোম্পানি      

খ. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি           

গ. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি

ঘ. ভারতীয় কোম্পানি

৯. ওই সময়ে গৃহীত পদক্ষেপগুলো হলো—

i. পরিবার পরিকল্পনা     

ii. ভূমি রাজস্ব ব্যবস্থাপনা   

iii.  শিক্ষা বিস্তার

নিচের কোনটি সঠিক?

ক. i, ii   খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

১০. একজন ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—

i. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি      

ii. গণমাধ্যম

iii. আন্তর্জাতিক সংস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i, ii   খ. i, iii       

গ. ii, iii ঘ. i, ii ও iii

১১. বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে কোনটি বিপ্লব এনেছে?

ক. ই-বুক         খ. ই-কমার্স

গ. ই-মেইল       ঘ. নোট বুক

১২. মোট জাতীয় উৎপাদনে কোনটির ভূমিকা বেশি?

ক. মত্স্য শিল্প   খ. কৃষি         

গ. শিল্প          ঘ. স্বাস্থ্যসেবা

১৩. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত ছিল?

ক. ষষ্ঠ    খ. সপ্তম

গ. অষ্টম   ঘ. নবম

১৪. বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ অংশ আসে—

i. বৈদেশিক সাহায্য থেকে        

ii. বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স থেকে

iii. অর্জিত বৈদেশিক মুদ্রা থেকে

নিচের কোনটি সঠিক?

ক. i, ii    খ. i, iii        

গ. ii, iii  ঘ. i, ii ও iii

অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মিসেস মোমেনা একজন সংসদ সদস্য। কিন্তু তিনি সংসদের ৩০০টি আসনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেননি। এক নির্বাচিত সদস্য হিসেবে তিনি সংসদ অধিবেশনে সরকারি চাকরিতে মহিলাদের কোটা বৃদ্ধির পক্ষে একটি বিল উত্থাপন করেন।

১৫.  মিসেস মোমেনাকে একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন কারা?

ক. জনগণ     খ. সংসদ সদস্য      

গ. ক্যাবিনেট   ঘ. উপজেলা

১৬. মিসেস মোমেনা একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার কারণ হচ্ছে—

i. মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য       

ii. সংসদ সদস্যদের সংখ্যা বৃদ্ধির জন্য

iii.  মহিলাদের আসন সংরক্ষণের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i, ii   খ. i, iii 

গ. ii, iii ঘ. i, ii ও iii

১৭. রাষ্ট্র কোন ধরনের সংগঠন—

ক. সামাজিক      খ. অর্থনৈতিক

গ. পেশাভিত্তিক    ঘ. রাজনৈতিক

১৮. রাষ্ট্রের মূল চালিকাশক্তি কোনটি?

ক. সার্বভৌমত্ব খ. সরকার        

গ. ভূমি        ঘ. রাজনৈতিক দল

১৯. কোন সরকারে জনগণকে রাষ্ট্রের মালিক হিসেবে গণ্য করা হয়?

ক. একনায়কতন্ত্রে খ. রাজতন্ত্রে

গ. গণতন্ত্রে         ঘ. অভিজাততন্ত্রে

২০. সমাজতন্ত্রকে রাষ্ট্রীয় একটি মূলনীতি হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য হলো—

i. শোষণমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা

ii. সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা       

iii. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কায়েম

নিচের কোনটি সঠিক?

ক. i, ii         খ. i, iii       

গ. ii, iii         ঘ. i, ii ও iii

 

উত্তরমালা :

 

গ ২. খ ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. খ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. ক।

সর্বশেষ খবর