Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০৯
নবম ও দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
ফারুক আহম্মদ
সিনিয়র শিক্ষিক

শিক্ষা ও মনুষ্যত্ব

 

১. মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৯৯ খ্রিস্টাব্দ খ. ১৯০৩ খ্রিস্টাব্দ

গ. ১৯০৮ খ্রিস্টাব্দ ঘ. ১৯১৬ খ্রিস্টাব্দ

২. মোতাহের হোসেন চৌধুরী পৈতৃক নিবাস কোথায়?

ক. নোয়াখালী         খ. যশোর

গ. ঝিনাইদাহ         ঘ. বরিশাল

৩. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি উৎস কোনটি?

ক. সংস্কৃতি কথা  খ. রূপসী বাংলা

গ. সভ্যতা      ঘ. সুখ

৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অংশবিশেষ?

ক. পর্ণপুট                          খ. সভ্যতা

গ. লোককৃষ্টি          ঘ. মনুষ্যত্ব

৫. মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৪৮ খ্রিস্টাব্দ  খ. ১৯৫২ খ্রিস্টাব্দ

গ. ১৯৫৬ খ্রিস্টাব্দ   ঘ. ১৯৬৮ খ্রিস্টাব্দ

৬. মানুষের জীবনকে কীসের সাথে তুলনা করা হয়েছে?

ক. শিক্ষার      খ. বাতাসের

গ. সময়ের      ঘ. দোতলা ঘরের            

৭. জীবসত্তা থেকে মানবসত্তার ঘরে উঠবার মই কোনটি?

ক. দরজা খ. গাছ গ. শিক্ষা ঘ. সিঁড়ি

৮. প্রকৃত শিক্ষা আমাদের কী শেখায়?

ক. টাকা উপার্জন করতে

খ. জীবনকে উপভোগ করতে

গ. ব্যক্তি স্বার্থ রক্ষা করতে

ঘ. জীবন গড়ে তুলতে

৯. মনুষ্যত্ব হলো—

ক. অর্থচিন্তার থেকে মুক্তি লাভ

খ. নিজের স্বার্থ নিয়ে ভাবা

গ. অন্যের অমঙ্গল কামনা করা

ঘ. টাকার পাহাড় গড়া

১০. জীবসত্তা হলো—

ক. ওপরের তলা      খ. মই

গ. নিচের তলা        ঘ. শিক্ষা

১১. শিক্ষার অপ্রয়োজনীয় দিকের শিক্ষা কী?

ক. মনুষ্যত্বের জাগরণ

খ. জ্ঞানের জাগরণ

গ. বুরি জাগরণ ঘ. উপার্জন ক্ষমতা

১২. মানুষের সত্তা কয়টি?

ক. ১টি    খ. ২টি   

গ. ৩টি    ঘ. ৪টি   

১৩. বাইরে ফিটফাট, ভিতরে সদর ঘাট এর সমার্থক শব্দ কোনটি?

ক. অকালকুষ্মাণ্ড  খ. ক্ষুিপপাসা

 গ. অক্কা পাওয়া ঘ. লেফাফাদুরস্তি        

১৪. মোতাহের হোসেন চৌধুরীর গদ্যে কার প্রভাব লক্ষণীয়?

ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়       

খ.শরত্চন্দ্র চট্টোপাধ্যায়

গ. প্রমথ চৌধুরী 

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 

১৫. শিক্ষার মাধ্যমে লাভ করা যায়—

i. মনুষ্যত্ববোধ  ii. অন্ন-বস্ত্র

iii. মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও ii        

১৬. লোভের ফলে মানুষের—

i. আত্মিক মৃত্যু ঘটে 

ii. মৃত্যুর কথা চিন্তা করে

iii. অনুভূ তির জগৎ ফতুর হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii           গ. i ও iii ঘ. i, ii ও iii

১৭. শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি?

ক. প্রয়োজনীয় দিক খ. অপ্রয়োজনীয় দিক

গ. অন্নচিন্তার দিক ঘ. অর্থচিন্তার দিক

১৮. ক্ষুিপপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে কোনটি?

ক. ক্ষুধা   খ. শিক্ষা

গ. মনুষ্যত্ব            ঘ. অর্থচিন্তা          

১৯. মানুষের দুটি সত্তা হলো—

i.জীবসত্তা  ii.মানবসত্তা  iii. মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii

 

উত্তরমালা :

 

১. খ ২. ক            ৩. ক ৪. ঘ           ৫.গ ৬.ঘ ৭.খ ৮.খ ৯.ক ১০. গ ১১.ক ১২. গ ১৩. ঘ ১৪. গ ১৫.ঘ ১৬. গ ১৭. খ ১৮.গ ১৯.গ           

এই পাতার আরো খবর
up-arrow