রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অষ্টম শ্রেণির : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি, সিনিয়র শিক্ষক

অষ্টম শ্রেণির : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মডেল-১

বহুনির্বাচনী প্রশ্ন -৩০

১. বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে?

ক. নবাব সিরাজউদ্দৌলা

খ. ফকরুদ্দিন মোবারক শাহ

গ. নবাব আলীবর্দি খাঁ

ঘ. এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি

২. শশাঙ্কের মৃত্যুর পর একশত বছরকে মাত্স্যন্যায়ের যুগ বলা হয়। কারণ তখন-

র. দেশে সর্বত্র বিশৃঙ্খলা বিরাজ করত

রর. বড়মাছ ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলত

ররর. শাসকবর্গ সুশাসনে অক্ষম ছিল।

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ.  ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৩. বর্তমানে ঢাকা শহরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে?

ক. দেশ ভাগ খ. বঙ্গভঙ্গ

গ. ভারত-পাকিস্তান সৃষ্টি

ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়

৪. ব্রিটিশ শাসনামলে নারী সমাজ পিছিয়ে ছিল কেন?

ক. সামাজিক অনুশাসনের জন্য

খ. ব্রিটিশদের কঠোর নীতির জন্য

গ. ধর্মীয় গোঁড়ামির জন্য

ঘ. শিক্ষা গ্রহণে অনাগ্রহের জন্য

৫. সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেন কে?

ক. লর্ড কার্জন   খ. লর্ড ক্লাইভ

গ. লর্ড বেন্টিংক ঘ. লর্ড কর্নওয়ালিস

৬. বাংলায় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার কারণ হলো-

i. শাসকের প্রতি জনগণের উদাসীনতা

ii. শাসকদের অভ্যন্তরীণ কোন্দল

iii. প্রয়োজনীয় রাজনৈতিক ও সামাজিক শক্তির অভাব।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. ও ii ও iii

গ. i ও iii  ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড় ৭ এবং ৮নং প্রশ্নের উত্তর দাও :

ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হটানোর জন্য মার্কিনিরা প্রথমে সাদ্দাম হোসেনের বিরোধীদের সঙ্গে হাত মেলায়। তাদেরকে অস্ত্র এবং বিভিন্ন রশদ দিয়ে পূর্ণ সহযোগিতা করে। এতে সাদ্দাম সরকারের পতন হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আজ্ঞাবহ সরকারের হাতে ইরাকের ক্ষমতা তুলে দেয়।

৭. উদ্দীপকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের সঙ্গে বাংলার কোন শাসকের পতনের মিল খুঁজে পাওয়া যায়?

ক. নবাব সিরাজউদ্দৌলা খ. নবাব আলীবর্দি খান

গ. নবাব সুজাউদ্দৌলা ঘ. মীর কাশেম

৮. উক্ত বিরোধী শক্তির সঙ্গে বাংলার প্রেক্ষাপটে যাদের তুলনা করা যায়-

i. ঘসেটি বেগম ii. সেনাপতি মীর জাফর

iii. মাারওয়ারি ব্যবসায়ী

নিচের কোনটি সঠিক

ক. i খ. ii গ. iii ঘ. i,ii ও iii

৯। ‘বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষা’ জাতিসংঘের কোন অঙ্গসংগঠনের প্রধান দায়িত্ব?

ক. সাধারণ পরিষদ খ. নিরাপত্তা পরিষদ

গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

ঘ. অছি পরিষদ

১০. কোন সংস্থার সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে?

ক. UNFPA খ. UNESCO

গ. WHO ঘ. UNDP

১১. বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে-

ক. ১৯৭০ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৭২সালে ঘ. ১৯৭৩ সালে

১২. ১৯৭৭ সাল থেকে ইউনিসেফ বাংলাদেশে কাজ করছে-

ক. মা ও শিশুর উন্নয়নে  খ. স্বাস্থ্য সেবায়

গ. শিশুতোষ চলচ্চিত্রে    ঘ. বয়স্ক শিক্ষায়

১৩. কত সালে ইউনিসেফ ঢাকায় অফিস প্রতিষ্ঠা করে?

ক. ১৯৫১ সালে খ. ১৯৫২ সালে

গ. ১৯৬১ সালে  ঘ. ১৯৬২ সালে

১৪. থাইল্যান্ডে কিশোর অপরাধের বয়সসীমা কত?

ক. ৭-১৬ বছর  খ. ৭-১৮ বছর

গ. ১৩-১৯ বছর ঘ. ১৪-২০ বছর

১৫. বাংলাদেশে কোনটির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে?

ক. ডাকাতি     খ. কিশোর অপরাধ

গ. ছিনতাই     ঘ. শিশুশ্রম

১৬. কিশোর অপরাধের অন্যতম কারণ হিসেবে নিচের কোনটিকে দায়ী করা যায়?

ক. শিক্ষকদের অসচেতনতা

খ. তথ্য প্রযুক্তির উন্নতি

গ. অল্প বয়সে অর্থ উপার্জন

ঘ. অল্প বয়সে বিবাহ

১৭. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এক ধরনের অপরাধ দেখা যাচ্ছে। আর সেটি হচ্ছে-

ক. ধর্ষণ       খ. ছিনতাই

গ. ইভ টিজিং  ঘ. তথ্যপ্রযুক্তির অপব্যবহার

১৮. হাজং নৃগোষ্ঠী বাংলাদেশের কোন অংশে বাস করে?

ক. উত্তর-পূর্বাংশে  খ. উত্তর-পশ্চিমাংশে

গ. দক্ষিণ-পূর্বাংশে  ঘ. দক্ষিণ-পশ্চিমাংশে

১৯. মাঘী পূর্ণিমার রাতে কিয়াং এর প্রাঙ্গণে ফানুস উড়ায় কোন নৃগোষ্ঠী?

ক. মারমা খ. চাকমা গ. গারো ঘ. সাঁওতাল

২০। চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কোনটি?

ক. বৈশাখী পূর্ণিমা    খ. মাঘী পূর্ণিমা

গ. বড়দিনের উৎসব  ঘ. বিজু

২১. কুড়ি, গণ্ডা, পণ প্রভৃতি শব্দের উৎস কী?

ক. তৎসম শব্দভাণ্ডার খ. বিদেশি শব্দভাণ্ডার গ. তদ্ভব শব্দভাণ্ডার    ঘ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর শব্দভাণ্ডার

২২. চাকমাদের অর্থনৈতিক জীবনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য—

i. কৃষির উপর নির্ভরশীলতা

ii. ব্যবসা-বাণিজ্যের প্রসার

iii. জুম পদ্ধতির চাষাবাদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i,ii ও iii

২৩. বাংলাদেশে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৩৩ সালে খ. ১৯৩৪ সালে

গ. ১৯৩৫ সালে ঘ. ১৯৩৬ সালে

নিচের অনুচ্ছেদটি পড় ২৪ এবং ২৫নং প্রশ্নের উত্তর দাও :

আলিফ তার বাবার সঙ্গে একটি শিল্পকারখানা ঘুরে দেখতে যায়। যেই শিল্পটির প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস।

২৪. আলিফ নিচের কোন শিল্পকারখানাটি দেখতে গিয়েছিল?

ক. কেরু এন্ড কোং

খ. ফেঞ্চুগঞ্জ সার কারখানা

গ. ছাতক সিমেন্ট কারখানা

ঘ. চন্দ্রঘোনা পেপার মিল

২৫. উক্ত শিল্পের উৎপাদিত পণ্য-

i. খাদ্য উৎপাদন বৃদ্ধি করে

ii. ব্যবহারে বৈশ্বিক উষ্ণায়ন ঘটায়

iii. প্রকৃতির ভারসাম্য রক্ষা পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

২৬. জীববৈচিত্র্য রক্ষার জন্য আমাদের প্রথম করণীয়—

ক. পানি প্রবাহ বন্ধ না করা

খ. কৃষি জমি নষ্ট না করা

গ. তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা

ঘ. জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা

২৭. জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক?

ক. কৃষি খ. শিল্প গ. ব্যবসা ঘ. স্বাস্থ্য

২৮. কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন?

ক. ১০ এপ্রিল ১৯৭০ খ. ১০ এপ্রিল ১৯৭১

গ. ১৭ এপ্রিল ১৯৭১  ঘ. ২০ এপ্রিল ১৯৭১

২৯. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে কী বলা হয়?

ক. বাঙালির মুক্তির সনদ

খ. নির্বাচনী প্রচারণা

গ. সার্বভৌমত্ব লাভ

ঘ. গণহত্যার কারণ

৩০. পুঁথিশিল্প সমৃদ্ধ ছিল কোন আমলে?

ক. মোগল আমলে  খ. সেন আমলে

গ. সুলতানি আমলে ঘ. পাল আমলে

 

উত্তরমালা : ১. খ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ ১৮. ক, ১৯. খ, ২০. ঘ, ২১. ঘ, ২২. গ, ২৩ . ক, ২৪৩. খ, ২৫. ক, ২৬. ঘ, ২৭. খ, ২৮. গ, ২৯. ক, ৩০. ঘ

সর্বশেষ খবর