বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

একাদশ-দ্বাদশ শ্রেণির ভূগোল প্রথম পত্র

মুহাম্মদ জিল্লুর রহমান, প্রভাষক

গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন

১. CFC এর পূর্ণরূপ লেখো।

উত্তর : Chloro-Fluoro Carbon.

২. পরিবেশদূষণ কী?

উত্তর : পরিবেশের ভারসাম্যহীনতাই পরিবেশদূষণ।

৩. ডেসিবল কী?

উত্তর : শব্দের তীব্রতা নির্দেশক একক।

৪. পৃথিবীপৃষ্ঠের ‘প্রাকৃতিক সৌরপর্দা’ হিসেবে কাজ করে কোনটি?

উত্তর : ওজোনস্তর।

৫. মৃত্তিকা কাকে বলে?

উত্তর : ভূপৃষ্ঠের ওপর জৈব ও অজৈব শক্তির সমন্বয়ে সৃষ্ট সূক্ষ্ম শিলাচূর্ণ ও জৈব পদার্থের কোমল স্তরকে মৃত্তিকা বলে।

৬. দুর্যোগের পরপরই কোনটি প্রয়োজন হয়?

উত্তর : সাড়াদান।

৭. মাটিতে মেশে না এমন একটি পদার্থের নাম কী?

উত্তর : প্লাস্টিক

৮. বায়ুদূষণ কী?

উত্তর : বায়ুতে বিষাক্ত পদার্থের সংযোজনই বায়ুদূষণ।

৯. ভূগর্ভস্থ পানি কী?

উত্তর : মৃত্তিকার মধ্যে অবস্থানরত পানিই ভূগর্ভস্থ পানি।

১০. আর্দ্রতা কী?

উত্তর : বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলে।

১১. বায়ুপ্রবাহ মাপক যন্ত্রের নাম কী?

উত্তর : অ্যানিমোমিটার।

১২. জীবমণ্ডল কাকে বলে?

উত্তর : জীবকুল যখন অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল ও বারিমণ্ডলে অবস্থান করে তখন তাকে জীবমণ্ডল বলে।

১৩. ভূগোল কাকে বলে?

উত্তর : মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে ভূগোল বলে।

১৪. উপত্যকা কী?

উত্তর : দুটি উন্নত ভূমির মধ্যস্থিত নিম্নভূমিই উপত্যকা।

১৫. সিয়ালস্তর কী দ্বারা গঠিত?

উত্তর : সিলিকন ও অ্যালুমিনিয়াম।

১৬. সুনামি অর্থ কী?

উত্তর : পোতাশ্রয়ের ঢেউ।

১৭. নদীভাঙন কী?

উত্তর : পানিতাত্ত্বিক প্রক্রিয়ায় নদীপাড় নদীগর্ভে বিলীন হওয়াই নদীভাঙন।

১৮. জৈবিক বিচূর্ণীভবন কী?

উত্তর : উদ্ভিদ ও প্রাণীর সংগঠিত ভৌত ও রাসায়নিক ক্ষয়ীভবনই জৈবিক বিচূর্ণীভবন।

১৯. মৌসুমি জলবায়ু কাকে বলে?

উত্তর : মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলের জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে।

২০. শব্দদূষণের প্রধান কারণ কী?

উত্তর : মানুষের অদূরদর্শী ক্রিয়াকলাপই শব্দদূষণের কারণ।

২১. তুন্দ্রা বায়োম কী?

উত্তর : পৃথিবীর সর্বাপেক্ষা উত্তরের এবং শীতলতম স্থান নিয়ে গঠিত বায়োম।

বহুনির্বাচনী প্রশ্ন

১. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

ক. আফ্রিকা       খ. এশিয়া        

২. বলপূর্বক অভিগমনের প্রত্যক্ষ চাপ কোনটি?

ক. রাজনৈতিক   খ. অর্থনৈতিক

৩. জনসংখ্যার দিক থেকে বৃহৎ দেশ কোনটি?

ক. জাপান        খ. ভারত

৪. শহর থেকে গ্রামে অভিগমন হয় কোন দেশগুলোতে?

ক. উন্নত          খ. অনুন্নত

৫. বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জেলায়?

ক. সিলেট         খ. বগুড়া         

৬. ‘প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ’ মতবাদের মূলকথা হলো—

i. মানুষের বিবর্তন নিয়ে আলোচনা করা

ii. পৃথিবীর উপরিভাগে বিচরণকারী মানুষ স্বাধীন নয়

নিচের কোনটি সঠিক?

ক. i, ii    খ. ii, iii

গ. i, iii   ঘ. i, ii ও iii

৭. মাউন্ট ইরেবাস কোন মহাদেশের একটি সক্রিয় আগ্নেয়গিরি?

ক. এশিয়া       খ. ইউরোপ      

গ. অস্ট্রেলিয়া    ঘ. অ্যান্টার্কটিকা

৮. দক্ষিণ ভারতের নদীগুলো হলো—

i. নর্মদা  ii. কাবেরি   iii. মহানদী

নিচের কোনটি সঠিক?

ক. i, ii  খ. ii, iii গ. i, iii   

৯. ‘অসু’ শব্দের অর্থ কী?

ক. উত্তর    খ. দক্ষিণ

১০. ভারতে উচ্চ কক্ষের নাম কী?

ক. রাজ্যসভা    

খ. লোকসভা                 

গ. হাউস অব কমন্স          

ঘ. হাউস অব লর্ডস

১১. ব্রিটিশ-ভারত ও রাশিয়ার মধ্যবর্তী বাফার রাষ্ট্র—

i. ইরান ii. ইরাক iii. আফগানিস্তান

নিচের কোনটি সঠিক?

ক. i, ii      খ. i, iii

১২. যুক্তরাষ্ট্রে উচ্চকক্ষের নাম কী?

ক. সিনেট       খ. ডায়েট        

 

উত্তরমালা

১. খ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ ৮. ঘ ৯. গ ১০. খ ১১. খ ১২. ক

সর্বশেষ খবর