রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
একাদশ ও দ্বাদশ শ্রেণির

জীববিজ্ঞান প্রথমপত্র

সুনির্মল চন্দ্র বসু, সহকারী অধ্যাপক

জীববিজ্ঞান প্রথমপত্র

প্রথম অধ্যায় : কোষ ও এর গঠন

বহুনির্বাচনী অভীক্ষা

১. নিচের কোনটি Serene (Ser এমাইনো এসিডকে চিহ্নিত করে?

ক. UCC                 খ. AAA

গ. CUU      ঘ. UAG

২. প্লাজমামেসব্রেন-এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?

ক. লিপিড                    খ. প্রোটিন

গ. কার্বোহাইড্রেট   ঘ. এনজাইম

৩. কোনটি প্রকৃত কোষী রাইবোসোমের উপ-একক?

ক. 60S + 40S   

খ. 50S + 40S

গ. 70S + 50S   

ঘ. 50S + 30S

৪. কোষের ট্রাফিক পুলিশ কোনটি?

ক. মাইটোকন্ড্রিয়া  খ. ক্লোরোপ্লাস্ট

গ. গলগি বডি     ঘ. লাইসোসোম

৫. কোনটি গলগি বডির নাম নয়?

ক. ডিকিটওসোম খ. ইডিওসোম

গ. লিপোকন্ড্রিয়া  ঘ. ক্যামিলো গলগি

 

উপরোক্ত চিত্রদ্বয়ের আলোকে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :

৬. ‘M’ চিত্রকে বলা হয় কোষের—

ক. ট্রাফিক পুলিশ    খ. মস্তিষ্ক

গ. রান্নাঘর                        ঘ. শক্তিঘর

৭. ‘N’ চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য—

i. এর বহির্গঠন রক্ষণাত্মক এবং অন্তর্গঠন কর্মধায়ক

ii. এর শুষ্ক ওজনের ৯০% প্রোটিন

iii. এর মধ্যে প্রায় ১০০ প্রকার এনজাইম ও কোন-এনজাইম আছে।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii          খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

নিচের চিত্র দুটি লক্ষ্য কর এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :

 

৮. A চিত্রের কাজ কোনটি?

ক. সালোকসংশ্লেষণে অংশগ্রহণ করে

খ. কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে

গ. শক্তি উৎপন্ন করে

ঘ. অটোলাইসিসে অংশগ্রহণ করে

৯. A এবং B চিত্রের মধ্যে সাদৃশ্য কোথায়?

i. দ্বিস্তরী আবরণ

ii. নিজস্ব DNA

iii. প্রোটোপ্লাজমের দৃঢ়তা প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii গ. i ও  iii  ঘ. i, ii  ও iii

১০. DNA ধারণকারী কোষীয় অঙ্গাণু—

i. ক্লোরোপ্লাস্ট

ii. মাইটোকন্ড্রিয়া

iii. রাইবোসোম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i  ও iii

গ. ii ও iii  ঘ.  i, ii ও iiii

১১. সাইটোকঙ্কাল হিসেবে কাজ করে কোনটি?

ক. ক্রোমোসোম       খ. রাইবোসোম

গ. মাইক্রোটিউবিউল ঘ. সেন্ট্রোজোম

১২. স্বপ্রজননক্ষম অঙ্গাণু—

i. সেন্ট্রিওল

ii. মাইটোকন্ড্রিয়া

iii. ক্লোরোপ্লাস্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও  iii      ঘ. i, ii ও iii

১৩. নিউক্লিয়াস—

i. উদ্ভিদ কোষের কেন্দ্রে থাকে

ii. কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে

iii. MRNA উৎপাদন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. ii  ও iii

গ. i  ও iii   ঘ. i, ii  ও iiii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :

১৪. চিত্র : C-এর ‘A’  উপাদানটি—

ক.  পানি বিশ্লেষিত হয় না

খ.  বিজারণ ক্ষমতাসম্পন্ন

গ. RNA-র গঠনগত একক

(ঘ) একটি কিটোপেন্টোজ

১৫. উদ্দীপকের N2-base হতে পারে—

i. অ্যাডেনিন ii. গুয়ানিন

iii. সাইটোসিন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও :

১৬. চিত্রটির নিচে কোনটি অনুপস্থিত?

ক. অ্যাডেনিন         খ. গুয়ানিন

গ. ইউরাসিল         ঘ. সাইটোসিন

১৭. চিত্রের অণুটির অনুলিপনে ব্যবহৃত এনজাইম হলো—

i. হেলিকেজ  ii. লাইগেজ

iii. পলিমারেজ

নিচের কোনটি সঠিক?

ক. i  ও ii      খ. i ও iii

গ. ii  ও iii    ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের ভিত্তিতে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :

১৮. উদ্দীপকের  ‘A’  চিহ্নিত অংশে সংঘটিত প্রক্রিয়াটি কি?

ক. ট্রান্সক্রিপশন     খ. রেপ্লিকেশন

গ. ট্রান্সলেশন        ঘ. ট্রান্সফিউশন

১৯. উদ্দীপকের ‘B’ চিহ্নিত অংশে নিচের কোনটি উৎপন্ন হয়?

ক. UCAG খ. TCAG

গ. TCGA  ঘ. UGTC

২০. DNA প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম?

ক. হেলিকেজ      খ. প্রাইমেজ

গ. পলিমারেজ     ঘ. লাইগেজ

২১. DNA-এর একটি হেলিক্সের অণুক্রম ATGC হলে mRNA-এর বেস অণুক্রম হবে—

ক. TACG   খ. ATCG

গ. TUCG   ঘ. UACG

২২. DNA-এর একটি সূত্রকের ক্ষারকের ক্রম AGTC হলে অপর সূত্রকের ক্রম কোনটি?

২৩. জেনেটিক কোড-এর বৈশিষ্ট্য হলো—

i. এটি ট্রিপঠে        

ii. কোডন সার্বজনীন

iii. অট েহলো প্রারম্ভিক কোডন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. রর  ও ররর

গ. i  ও iii              ঘ.  i, ii  ও iii

২৪. চিত্রের  ‘X’  চিহ্নিত প্রক্রিয়াটির নাম কি?

ক. রেপ্লিকেশন    খ. ট্রান্সকিপশন

গ. টানালেশন     ঘ. ট্রান্সফরমেশন

উত্তরমালা : ১. ক ২. ক ৩. ক ৪. গ ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ক ৯. ক ১০. ক ১১.গ. ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ক ২৩. ঘ ২৪. খ.

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর