রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বাংলা

শফিকুল ইসলাম, শিক্ষক

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বাংলা

[পূর্বে প্রকাশের পর]

 

১৩। মনে কর, তুমি ফাহিম/ফাহিমা। তুমি ইকবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তোমার শ্রেণি রোল-১। তোমার বিদ্যালয়ে নিরাপদ পানির অভাব। নিরাপদ পানির ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লেখো। ৫

১৪। নিচের যেকোনো বিষয়ে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখ : ১০

ক) আমার মা

খ) একুশে ফেব্রুয়ারি/ শহীদ দিবস/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

গ) বিজয় দিবস ঘ) আমার পোষা প্রাণী

২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীতে সব বিষয়ের পরীক্ষাই ১০০% যোগ্যতাভিত্তিক হবে। কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না

১০০ শতাংশ যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্রের পরীক্ষায় সময় বরাদ্দ ২ ঘণ্টা ৩০ মিনিট। এ বছর পরীক্ষার্থীদের নিজ নিজ উপজেলায় উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

১ নম্বর প্রশ্নের উত্তর

ক) জগৎ-পৃথিবী

খ) খ্যাতি-প্রসিদ্ধি

গ) ভাবুক-চিন্তাবিদ

ঘ) হাতেখড়ি-বিদ্যারম্ভ

ঙ) প্রবেশিকা-আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা

চ) পরাধীন-পরের অধীন, স্বাধীন নয়

ছ) কর্তব্য-যা করা উচিত

২ নম্বর প্রশ্নের উত্তর

ক) জগদীশচন্দ্র বসুর জন্মস্থান ময়মনসিংহ। তিনি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগজোড়া খ্যাতি অর্জন করেন।

খ) জগদীশচন্দ্র বসু ময়মনসিংহে স্কুলশিক্ষার ধাপ শেষ করে কলকাতায় ভর্তি হন। সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ১৮৭৪ সালে তিনি কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাস করেন। কৃতিত্বের ধারায় তিনি ১৮৭৮ সালে এফএ পাস করেন। তার পর ১৮৮০ সালে বিজ্ঞান শাখায় বিএস পাস করে বিলেতে যান ডাক্তারি পড়তে।

গ) জগদীশচন্দ্র বসুর জীবনী থেকে আমরা যা শিখতে পারি তা হলো :

i) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা।

ii) নিজেদের ন্যায্য অধিকার আদায় করার জন্য শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়া।

iii) উচ্চশিক্ষা অর্জন করে যোগ্য পদ লাভের চেষ্টা করা।

iv) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি আপন দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা।

৩ নম্বর প্রশ্নের উত্তর

ক) নক্ষত্র খ) ভূমিতে গ) অন্তরীক্ষে

ঘ) বিধ্বস্ত ঙ) প্রশিক্ষণ

৪ নম্বর প্রশ্নের উত্তর

ক) মতিউর রহমান ছিলেন বিমানবাহিনীর একজন অফিসার অর্থাৎ ফ্লাইট লেফটেন্যান্ট।

i) তাঁর প্রাথমিক লেখাপড়া শুরু হয় ঢাকার কলেজিয়েট স্কুলে।

ii) এর পর তিনি ভর্তি হন সারগোদার বিমানবাহিনী পাবলিক স্কুলে।

iii) সার গোদার বিমান বাহিনী পাবলিক স্কুল থেকে তিনি ডিস্টিংশনসহ প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেন।

iv) ১৯৬১ সালের ১৫ আগস্ট তারিখে তিনি পাকিস্তান বিমানবাহিনী একাডেমি, রিসালপুরে ফ্লাইট ক্যাডেট হিসেবে যোগদান করেন।

খ) মতিউর রহমান ১৯৬৩ সালের ২৩ জুন তারিখে পাইলট অফিসার হিসেবে ফ্লাইং ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

i) ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে তিনি বিশেষ অবদান রাখেন।

ii) তিনি রিসালপুর একাডেমিতে ‘কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাকটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

iii) ১৯৬৭ সালের ৪ অক্টোবর তাঁকে ‘সিতারায়ে হার্ব’ খেতাবে ভূষিত করা হয়।

iv) ১৯৬৭ সালের ২১ জুলাই একটি মিগ-১৯ চালনার সময় তাতে আগুন ধরে গেলে দুই হাজার ফুট ওপরে থাকা অবস্থায় তিনি প্যারাশুট নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে ভূমিতে অবতরণ করেন।

গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল ঘটনা। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বর্বর পাকিস্তানি বাহিনী এ দেশের নিরীহ মানুষের ওপর আক্রমণ চালায়। সেই রাতে তারা বঙ্গবন্ধুকেও গ্রেফতার করে। গ্রেফতারের আগে তিনি ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। তারপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানিদের পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করি অর্থাৎ বিশ্বের মানচিত্রে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নামের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।

৫ নম্বর প্রশ্নের উত্তর

ক) জলপ্রপাত দেখার সৌভাগ্য একবার আমার হয়েছিল।

খ) তখন বংশ-মর্যাদার কথা বলবে না।

গ) জানখাঁরটেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে।

ঘ) সে তার কথা বলার মধ্যে নানা রকম খুঁত ধরছে।

ঙ) রাজা দুহাত জড়িয়ে ধরেন রাখাল বন্ধুকে।

চ) পরদিন আমরা দেখতে গেলাম কুমোরপাড়া।

ছ) বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠ-ঘাট।

৬ নম্বর প্রশ্নের উত্তর

ক) এভারেস্টের শীর্ষে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিলেন কে?

খ) ছেলেবেলা থেকেই মুসার স্বপ্ন কী ছিল?

গ) কখন পতাকা ওড়ানো হয়?

ঘ) ছেলেবেলায় মা-বাবার সঙ্গে মুসা কোথায় থাকতেন?

ঙ) মুসার বাবা কেন তাকে শহরের একটি জায়গায় নিয়ে গেলেন?

৭ নম্বর প্রশ্নের উত্তর

ক) ন্ত (ন্ + ত)—প্রান্ত—শহরের শেষ প্রান্তে আমাদের বাসা।

খ)প্র (প্ + র-ফলা)—প্রাণ—গাছেরও প্রাণ আছে।

গ) ষ্ট (ষ্ + ট) বৃষ্টি—বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে।

ঘ) ট্ট (ট্ + ট) চট্টগ্রাম—আমরা চট্টগ্রামে থাকি।

ঙ) ক্ষ (ক্ + ষ)—কক্ষ—আমাদের বাড়িতে চারটি কক্ষ আছে।

চ) ন্দ্র (ন্+দ্+র-ফলা)—কেন্দ্র—বৃত্তের একটি কেন্দ্র থাকে।

ছ) ষ্ণ (ষ্ + ণ)—উষ্ণ—গ্রীষ্মকালের আবহাওয়া উষ্ণ থাকে।

৮ নম্বর প্রশ্নের উত্তর

দুজনের জন্মদিন নিয়ে ওদের মা-বাবার এক একটি গল্প আছে। ওদের মা রাহেলা বলেন, যেদিন রুমার জন্ম হয়, সেদিন বাড়ির উঠানের শিউলিগাছটা ফুলে ফুলে ভরে ছিল। এত ফুল নাকি আর কখনো দেখেনি রাহেলা বানু।

৯ নম্বর প্রশ্নের উত্তর

ক) কোথাও উন্নত কোথাও অবনত—বন্ধুর

খ) জানার ইচ্ছা—জিজ্ঞাসা

গ) এক যুগের পর আরেক যুগ—যুগান্তর

ঘ) উপায় নেই যার—নিরুপায়

ঙ) যা কষ্টে ভেদ করা যায়—দুর্ভেদ্য

চ) শক্তি আছে যার—শক্তিধর

ছ) বিচার নেই এমন—নির্বিচার

১০ নম্বর প্রশ্নের উত্তর

ক) অন্ধকার—আঁধার

খ) আকাশ—আসমান

গ) সাগর —সমুদ্র

ঘ) শিক্ষক —গুরু

ঙ) শৈশব —শিশুকাল

চ) বিশ্ব—পৃথিবী

ছ) পানি—জল

১১ নম্বর প্রশ্নের উত্তর

ক) কবিতাংশটুকু ‘শব্দদূষণ’ কবিতার অংশ। কবিতাটির কবির নাম সুকুমার বড়ুয়া।

খ) মূলভাব : শহরে গাড়ি বা যানবাহনের হর্নের শব্দে ঘুমানো মুশকিল হয়ে পড়ে। সিডি, টিভি চলার উচ্চ শব্দ, টেলিফোন ও দরজার বেল বাজার শব্দও বিরক্তিকর। গলিপথে ফেরিঅলা হেঁটে হেঁটে জিনিস বিক্রির জন্য উঁচু গলায় হাঁক-ডাক করে আর ছোট ছেলে-মেয়েরাও স্কুল মাঠে হৈচৈ করে। শহরের এই কোলাহলের বিপরীতে পল্লী প্রকৃতির সুর মানুষের মন ভরিয়ে দেয়। অন্যদিকে শব্দদূষণের কারণে শহুরে জীবন সবার জন্য যন্ত্রণাদায়ক।

গ) শব্দদূষণ রোধ করার তিনটি উপায় হলো—

i) উচ্চ শব্দে গাড়ির হর্ন না বাজানো।

ii) সিডি, টিভি চালানোর সময় আওয়াজ সহনীয় পর্যায়ে রাখতে হবে।

iii) টেলিফোন ও দরজার বেল বাজার আওয়াজও মৃদু হতে হবে, যাতে কান ও হৃদযন্ত্রের ওপর চাপ না পড়ে।

১২ নম্বর প্রশ্নের উত্তর

প্রতিযোগিতা ফরম

১. প্রার্থীর নাম : তানিয়া

২. (ক) পিতার নাম : আবদুর রহমান

(খ) মাতার নাম : সালেহা বেগম

৩. বিদ্যালয়ের নাম : রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

৪. শ্রেণি : পঞ্চম

৫. যে বিষয়ে প্রতিযোগিতায় অংশ

নিতে ইচ্ছুক : চিত্রাঙ্কন

প্রতিযোগীর স্বাক্ষর : তানিয়া

১৩ নম্বর প্রশ্নের উত্তর

বরাবর

প্রধান শিক্ষক

ইকবালপুর সরকারি প্রাথমিক বিদালয়

বিষয় : নিরাপদ পানির ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ে নিরাপদ পানির খুব অভাব। বিদ্যালয়ের একটি মাত্র টিউবওয়েল আজ অনেক দিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে শিক্ষার্থীরা বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির অভাবে ভুগছে।

অতএব বিনীত প্রার্থনা এই যে, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে অতিদ্রুত নিরাপদ পানির ব্যবস্থা গ্রহণ করে আমাদের বাধিত করবেন।

নিবেদক

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে

ফাতিমাশ্রেণি-পঞ্চম, রোল-১। [চলবে]

সর্বশেষ খবর