বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অষ্টম শ্রেণির প্রস্তুতি : বাংলা

মেহেরুন্নেসা খাতুন, সিনিয়র শিক্ষিকা

অষ্টম শ্রেণির প্রস্তুতি : বাংলা

বহুনির্বাচনী প্রশ্ন

 

পরীক্ষায় গদ্য অংশ থেকে ৮টি, কবিতা অংশ থেকে ৮টি এবং ব্যাকরণ অংশ থেকে ১৪টি করে মোট ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। মোট নম্বর ৩০।

 

১। ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন?

 ক) গৃহের প্রতি উদাসীনতা

 খ) অতিথির জন্য বিরহ কাতরতা

 গ) শারীরিক অসুস্থতার জন্য

 ঘ) দেওঘরের প্রতি মমতা

 

২। ‘ভাব ও কাজ’ রচনা অনুযায়ী জীবনকে গড়ে তোলার জন্য কী করতে হবে?

 ক) মানসিক শক্তিকে সঠিকভাবে চালিত করতে হবে

 খ) ভাবজগেক প্রাধান্য দিতে হবে

 গ) চোখ বন্ধ করে কাজে নামতে হবে

 ঘ) কল্পনা ও উচ্চাভিলাষ থাকতে হবে

 

৩। বাড়ুজ্জেদের মাঠের বাগানে ভিড় জমার করণ—

 ক) চাঁপাতলীর আম

 খ) বিধুদের মিষ্টি

 গ) ঝড়-জলের প্রকোপ

 ঘ) পড়ে পাওয়া বালকের সন্ধান

 

৪। মামার তৈলচিত্রে নগেনের প্রণাম করতে যাওয়ার কারণ—

 i) আত্মগ্লানি কমানো

 ii) আনন্দ ও আত্মতৃপ্তির প্রকাশ ঘটানো

 iii) মামাকে শ্রদ্ধা জানানো

 নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii খ) ii ও iii

 গ) i ও iii ঘ) i, ii ও iii

 

৫। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান কেন হয়েছিল?

 ক) খাদ্য ও বস্ত্রের জন্য

 খ) দেশের স্বাধীনতার জন্য

 গ) গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য

 ঘ) সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য

 

৬। লোকশিল্প আজ বিলুপ্ত কেন?

 ক) ক্রেতার অভাবে

 খ) সংরক্ষণের অভাবে

 গ) কারিগরের স্বল্পতায়

 ঘ) কাঁচামালের স্বল্পতায়

 

৭। ‘সুখী মানুষ’ নাটিকায় কোন চরিত্রটি বয়সে বড়?

 ক) মোড়ল খ) রহমত

 গ) কবিরাজ ঘ) হাসু

 

৮। মংডুতে লেখকদের দিকে লোকজন তাকিয়ে থাকার পেছনে কাজ করেছে তাদের—

 ক) ভাষার পার্থক্য খ) খাদ্যাভ্যাসের বৈচিত্র্য

 গ) বাসস্থানের পরিচয় ঘ) পোশাকের ভিন্নতা

 

৯। ‘মূলে একজল, সে যে ভিন্ন নয়’-চরণটির পূর্ব চরণ কোনটি?

 ক) তাইতে কী লাভ ভিন্ন বলায়

 খ) গর্তে গেলে কূপজল কয়

 গ) গঙ্গায় গেলে গঙ্গাজল হয়

 ঘ) ভিন্ন জানায় পাত্র অনুসারে

 

১০। ‘আঁখি করি লাল’ এখানে ‘লাল আঁখি’ কিসের প্রতীক?

 ক) ক্রোধ খ) ঘৃণা গ) বিরক্তি ঘ) ক্ষোভ

 

১১। ‘পাছে লোকে কিছু বলে’-এমন মনোভাব মানুষকে কী করে?

 ক) হীনবল করে      খ) গুরুত্বহীন করে

 গ) সমালোচিত করে  ঘ) গুরুত্বহীন করে

 

১২। ‘না জানি ভকতি, না জাতি স্তুতি’ উক্তিটির ভেতর দিয়ে যে বিষয়গুলো উঠে এসেছে—

 i. কবির বিনয় ii. কবির আত্মগ্লানি

 iii. কবির আত্মসম্মান

 নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii খ) ii ও iii

 গ) i ও iii ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বৈকালিক ভ্রমণে গিয়ে রফিক সাহেব দেখেন তাঁর পিয়নের তিন বছরের ছেলেটি ড্রেনের মধ্যে পড়ে নোংরা কাদায় মাখামাখি হয়ে গিয়েছে। পিয়নের ছেলে বলে কেউ তাকে নোংরা কাদা থেকে উঠিয়ে আনছে না দেখে তিনি নিজেই ড্রেনে নেমে ছেলেটিকে তুলে আনেন।

 

১৩। উদ্দীপকের রফিক সাহেব কোনদিন থেকে ‘বাবুরের মহত্ত্ব’ কবিতার বাবুরের সঙ্গে তুলনীয়?

 i. মহানুভবতা ii. মানবিক মূল্যবোধ

 iii. মানবপ্রেম

 নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii

 খ) i ও iii

 গ) ii ও iii ঘ) i, ii ও iii

 

১৪। উক্ত দিকের থেকে কোন চরণটি সংগতিপূর্ণ?

 ক) পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি ফিরিয়া           আসিল বীর

 খ) ইহার জন্য বে’আকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে

 গ) বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন   নেওয়ার চেয়ে

 ঘ) প্রাণ রক্ষকই হইলে আমার প্রাণের ঘাতক নও

 

১৫। ‘পীড়ন করিয়ে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’-চরণটির সঙ্গে নিচের কোন প্রবাদটি সামঞ্জস্যপূর্ণ?

(ক) সবুরে মেওয়া ফলে

(খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

(গ) টিলটি মারলে পাটকেলটি খেতে হয়

(ঘ) কোনোটিই নয়

 

১৬। রুপাইকে ‘শাল-সুন্দি-বেত’-এর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

ক) সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে বলে

খ) লাঠিখেলায় পারদর্শী বলে

গ) সবার কাজে লাগে বলে

ঘ) কালো বরণ গায়ের কারণে

 

১৭। পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?

 ক) আড়াই হাজার      খ) তিন হাজার

 গ) সাড়ে তিন হাজার   ঘ) চার হাজার

১৮। মৌলিক স্বরধ্বনি কোনটি?

 ক) উ    খ) ঊ   গ) ঐ    ঘ) ঔ

 

১৯। ‘শব্দের মধ্যে বা শেষে ব-ফলা যুক্ত হলে ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়’—এই সূত্রের আলোকে সঠিক উচ্চারণ কোনটি?

 ক) বিশ্্শাশ্     খ) পক্্ক

 গ) দনেদা       ঘ) তিব্বত

 

২০। নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?

 ক) মিথ্যুক     খ) কাঁচাকলা

 গ) দিগন্ত       ঘ) উচ্ছেদ

 

২১। নিচের কোন শব্দটি শুধু স্ত্রীবাচক নয়?

 ক) বিদূষী       খ) চতুরা

 গ) কর্ত্রী         ঘ) সধবা

 

২২। নির্দেশক সর্বনাম কোনটি?

 ক) এরা, ওরা      খ) সেটি, সেগুলো

 গ) সব, সকল      ঘ) কোন, কেহ

 

২৩। অকর্মক ক্রিয়ার উদাহরণ কোনটি?

 ক) মা রান্না করছে

 খ) আমি টিফিন খেয়েছি

 গ) মুনা গান গায়

 ঘ) রিয়ন পড়ে

 

২৪। ‘বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন’—এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ?

 ক) ঘটমান অতীত

 খ) পুরাঘটিত অতীত

 গ) নিত্যবৃত্ত অতীত

 ঘ) সাধারণ অতীত

 

২৫। ভবিষ্যৎকালের অনুজ্ঞা রয়েছে কোন বাক্যে?

 ক) মিথ্যা কথা বলো না

 খ) আমাকে তুমি রক্ষা করো প্রভু

 গ) অসুস্থ হলে ওষুধ খাবে

 ঘ) আদেশ করুন জাঁহাপনা

 

২৬। ‘ঠা ঠা রোগে ঘুরে বেড়িও না-ধ্বন্যাত্মক শব্দটি কী প্রকাশ করেছে?

 ক) মানুষের ধ্বনির অনুকৃতি

 খ) জীবজন্তুর ধ্বনির অনুকৃতি

 গ) বস্তুর ধ্বনির অনুকৃতি

 ঘ) অনুভূতির কাল্পনিক অনুকৃতি

 

২৭। অধীন খণ্ডবাক্যকে আলাদাভাবে লিখলে বাক্যটিতে কোন গুণের অভাব হবে?

 ক) আকাঙ্ক্ষা     খ) আসক্তি

 গ) যোগ্যতা      ঘ) প্রাঞ্জলতা

 

২৮। নিচের কোনটি সরল বাক্য?

 ক) দুঃখ এবং বিপদ এক সঙ্গে আসে

 খ) জগতে অসম্ভব বলে কিছু নেই

 গ) ছেলেটি গরিব কিন্তু মেধাবী

 ঘ) এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু তোমার দেখা পেলাম না

 

২৯। দুটি বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন বসে?

 ক) হাইফেন      খ) কোলন

 গ) সেমিকোলন   ঘ) কমা

 

৩০। অভিধানে যে শব্দের অর্থ মোটা হরফে দেওয়া থাকে, তাকে কী বলে?

 ক) ভুক্তি         খ) প্রমিত বানান

 গ) শীর্ষ শব্দ      ঘ) ব্যাখ্যা

সর্বশেষ খবর