বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং

মুহাম্মদ জিল্লুর রহমান, সিনিয়র শিক্ষক

নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন বহু নির্বাচনী প্রশ্ন

১. আধুনিক অর্থায়নের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

 ক) ব্যয় হ্রাস

 খ) মূলধন বাজারের অগ্রাধিকার

 গ) বিক্রয় বৃদ্ধি      

 ঘ) অধিক ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ

২. সরকারি অর্থায়নের আয়ের উৎস কোনটি?

 ক) সরকারি হাসপাতাল

 খ) ট্রেজারি বিল

 গ) সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

 ঘ) সেতু

৩. তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলা হয়?

 ক) লভ্যাংশ সিদ্ধান্ত   খ) ব্যয় সিদ্ধান্ত

 গ) বিনিয়োগ সিদ্ধান্ত  ঘ) আয় সিদ্ধান্ত

৪. অর্থায়ন বলতে কোন প্রক্রিয়াকে বোঝায়?

 i. তহবিল গঠন ii. তহবিল ব্যবহার

 iii. তহবিল সংগ্রহ

 নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii খ) i ও iii

 গ) ii ও iii ঘ) i, ii ও iii

৫. বাংলাদেশে বাণিজ্য ঘাটতি হওয়ার কারণ কী?

 ক) আমদানি অপেক্ষা রপ্তানি বেশি

 খ) পরিচালনগত অদক্ষতা

 গ) রপ্তানি অপেক্ষা আমদানি বেশি

 ঘ) সুষ্ঠু ব্যবসায় নীতিমালার অভাব

৬. কোন দশকে যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয়?

 ক) ১৯৩০     খ) ১৯৪০

 গ) ১৯৫০     ঘ) ১৯৭০

৭. তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কোনটি?

 ক) মুনাফা অর্জন

 খ) উৎপাদন

 গ) কর্মসংস্থান সৃষ্টি

 ঘ) বণ্টন

৮. যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণের প্রবণতা শুরু হয় কত সালে?

 ক) ১৯২০ খ) ১৯৩০

 গ) ১৯৪০ ঘ) ১৯৫০

৯. একজন আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত কত ধরনের হয়?

 ক) পাঁচ  খ) চার  গ) তিন   ঘ) দুই

১০। নিচের কোনটির জন্য শেয়ার বিক্রয় করা হয়?

 ক) চলতি মূলধন   খ) স্থায়ী মূলধন

 গ) চলতি আয়      ঘ) চলতি দায়

১১। ব্যবসায়ের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে কোনটি?

 ক) মুনাফা       খ) অর্থায়ন

 গ) ভূমি          ঘ) পরিকল্পনা

১২। নিচের কোনটি বাংলাদেশের আমদানি পণ্য?

 ক) পাটজাত দ্রব্য

 খ) তৈরি পোশাক

 গ) কৃষিপণ্য

 ঘ) পেট্রোলিয়াম

১৩। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি?

 ক) সরকারি       খ) ব্যবসায়

 গ) আন্তর্জাতিক    ঘ) পারিবারিক

১৪। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন?

 ক) ২ জন         খ) ৭ জন

 গ) ২০ জন        ঘ) ৫০ জন

১৫. কোম্পানির চলতি ব্যয় সংঘটিত হয়—

 i. শ্রমিকের মজুরিতে

 ii. কাঁচামাল ক্রয়ে

 iii. যন্ত্রপাতি ক্রয়ে

 নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii       খ) i ও iii

 গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১৬. কোম্পানির শেয়ার মূল্য বৃদ্ধিতে সহায়তা করে—

 i. মুনাফার হার ii. গ্রাহক সেবা

 iii. সুনাম

 নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii খ) i ও iii

 গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৭. কত সালে বিশ্ববাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়?

 ক) ১৯৮৫      খ) ১৯৯০

 গ) ১৯৯১       ঘ) ১৯৯৫

১৮। নিচের কোন দেশটিকে অর্থায়ন বিকাশের চারণভূমি বলা হয়?

 ক) যুক্তরাষ্ট্র     খ) যুক্তরাজ্য

 গ) জার্মানি      ঘ) ইতালি

১৯. শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতাব্দীতে?

 ক) ষষ্ঠদশ    খ) সপ্তদশ

 গ) অষ্টাদশ    ঘ) ঊনবিংশ

২০. কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নের প্রক্রিয়া ভিন্ন হয়?

 ক) অংশীদারি ব্যবসায়

 খ) একমালিকানা ব্যবসায়

 গ) যৌথ মূলধনী ব্যবসায়

 ঘ) সমবায় সমিতি

২১. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

 ক) আমদানি > রপ্তানি

 খ) আমদানি = রপ্তানি

 গ) রপ্তানি > আমদানি

 ঘ) আয় > ব্যয়

২২. সরকারি অর্থায়নে প্রথমে কোনটির পরিমাণ নির্ধারণ করা হয়?

 ক) ব্যয়        খ) সম্পদ

 গ) মুনাফা      ঘ) আয়

২৩. মুনাফা বৃদ্ধির সঙ্গে অর্থায়নের কোনটি বৃদ্ধি পায়?

 ক) ব্যয়      খ) বিক্রয়

 গ) ঝুঁকি      ঘ) আয়

২৪. কত দশক থেকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?

 ক) ১৯৬০    খ) ১৯৫০

 গ) ১৯৪০     ঘ) ১৯৩০

 

উত্তর : ১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ক ৮. ক ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ক ২২. ক ২৩. গ ২৪. ক।

সর্বশেষ খবর