শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

সাধারণ জ্ঞান ১ (বাংলা ও ইংরেজি মাধ্যম)

শেখ শামীম আহমেদ

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি

১.         কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন?

            উত্তর : ১৯৯২ সালে ।

২.         কোন মশা ডেঙ্গু রোগের জীবাণু ছড়ায়?

            উত্তর : এডিস ।

৩.         অপটিক্যাল ফাইবার কী?

            উত্তর : সরু নমনীয় কাঁচ তন্তু/ স্বচ্ছ কাঁচ তন্তু

৪.         রক্তক্ষরণ রোধে কোন ভিটামিন সাহায্য করে? উত্তর : ভিটামিন  কে

৫. পূর্ণরূপ লিখ ঃ  

            BGB => Border Guard Bangladesh

            SIM => Subscriber Identity Module

            LBW => Leg Before Wicket 

৬.         এস.আই এককে আলোক ঔজ্জ্বল্যের একক কী?

            উত্তর : ক্যান্ডেলা

৭.         উদ্ভিদ বা প্লান্টি এর কোষ প্রাচীর কী দ্বারা গঠিত?

            উত্তর : সেলুলোজ

৮.         একটি আদর্শ পাতায় কয়টি অংশ থাকে?

            উত্তর : ৩টি

৯.         সবুজ পাতার গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

            উত্তর : ক্লোরোফিল/ক্লোরোপ্লাস্ট

১০.       মোমের গলনাঙ্ক কত ডিগ্রী সেলসিয়াস?

            উত্তর : ৫৭

            শূন্যস্থান পূরণ কর :  (১১-১৪)

১১.        ....একটি সার্বজনীন দ্রাবক।

            উত্তর : পানি

১২.        আলোর গতি সেকেন্ডে....।

            উত্তর : ৩ লক্ষ কি:মি

১৩.       মন্দন হল.... ত্বরন।

            উত্তর : ঋণাত্বক

১৪.       হাতুড়ি....শ্রেণির লিভারের অন্তর্ভুক্ত।

            উত্তর : ১ম

১৫.       সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের রক্ষা করে কোন গ্যাস।

            উত্তর : ওজোন

১৭.        শিল্প বিপ্লব কোন দেশে এবং কোন মহাদেশে ঘটে?

            উত্তর : ইংল্যান্ড, ইউরোপ

১৮.       নিম্নলিখিত তারিখগুলো কেন স্মরণীয়....

            ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস/বিশ্ব এইডস দিবস

            ১৫ আগস্ট শোক দিবস

            ১৭ মার্চ শিশু দিবস

            ৩ নভেম্বর জেল হত্যা দিবস

১৯.        ‘সদুক্তিকর্ণামৃত’ কে সংকলন করেন?

            উত্তর : শ্রীধর দাস

২০.       কৈবর্তদের নেতা কে?

            উত্তর : দিব্য

২১. “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” কে বলেছেন?

            উত্তর : চণ্ডীদাস

২২.        বর্তমাান বিশ্বের জনসংখ্যা কত?

            উত্তর : প্রায় ৭০০ কোটি

২৩.       জাতীয় বুদ্ধিজীবী দিবস কবে?

            উত্তর : ১৪ ডিসেম্বর

২৪.       SAARC এর ৮ম সদস্য দেশ কোনটি?

            উত্তর : আফগানিস্তান

২৬.       BBC এর পূর্ণরূপ লিখ?

            উত্তর : British Broadcasting Corporation

২৭. কতসালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? উত্তর : ২০২১

২৮.  কোনটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি?

ক) ROM           খ) RAM            গ) CPU            ঘ) সবগুলো

২৯. কম্পিউটার ভাইরাস কী?

            উত্তর : ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম

৩০.একটা শব্দ লেখা শেষ হবার পর একটি খালি স্পেস দেওয়ার জন্য কোন Key চাপতে হবে?

            উত্তর : Space Bar

৩১. ওয়েব সাইটের মূল পাতাকে কী বলে?

            উত্তর : Home Page

৩২. অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে?

            উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩৩. আলো যদি হয় আধার, তবে জীবন কী হবে?

উত্তর : মরন

৩৪. টেলিফোনের মাধ্যমে চিকিৎসা প্রদান করাকে....বলে?

            উত্তর : টেলি-মেডিসিন

৩৫. তোমার নানার ছেলের ভাইয়ের একমাত্র বোনের মেয়ের বাবা তোমার কে হন?

            উত্তর : বাবা

৩৬. কম্পিউটারের মূল অংশ কয়টি ও কী কী?

            উত্তর : ৩টি। Input, Memory, Output

৩৭. নিচের সিরিজের অষ্টম সংখ্যাটি কত হবে ?

            ০, ৫, ৭, ৯, ২৪, ১১, ৩৫, ...., ?..৪৮,৬৩            ক. ৪৮   খ. ৬৩   গ. ৮০              ঘ. ৯৯ ৩৯.

সর্বশেষ খবর