রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি সাধারণ জ্ঞান

শেখ শামীম আহমেদ

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রস্তুতি সাধারণ জ্ঞান

১. বিশ্বের প্রাচীন সভ্যতাসমূহ কোথায় গড়ে উঠেছে?   

            উত্তর : নদী তীরবর্তী অঞ্চলে

২.         বিবিয়ানা গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?

            উত্তর : মৌলভীবাজার

৩.         বাংলাদেশের সর্্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এবং কোথায় অবস্থিত?

            উত্তর : তাজিনডং (বিজয়) বান্দরবান

৪.         বাংলাদেশের গড় বৃষ্টিপাতের হার কত?

            উত্তর : ২০৩ সেমি

৫. বাংলাদেদেশের মাথাপিছু আয় কত?

            উত্তর : ১৬০২ মার্কিন ডলার (বর্তমান)

৬.         টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

            উত্তর : মনিপুর রাজ্যে

৭.         স্বাধীনতার পর সর্বশেষ প্রতিষ্ঠিত ক্যাডেট কলেজ কোনটি?

            উত্তর : জয়পুরহাট ও ফেনী গার্লস ক্যাডেট কলেজ

৮. তামাবিল স্থলবন্দর কোথায় অবস্থিত?

            উত্তর : সিলেট

৯.         রামসাগর দিঘি কোথায় অবস্থিত?

            উত্তর : দিনাজপুর

১০.       SAARC এর পূর্ণরূপ লেখ?

            উত্তর : South Asian Association for Regional Co-operation.

১১.        প্রকৃতির মূল উপদান কয়টি?

            উত্তর : ৪টি (মাটি, পানি, বায়ু, আলো)

১২.        এভারেস্টের উচ্চতা কত?

            উত্তর : ৮৮৫০ মিটার

১৩.       ইন্টারনেট কত সালে গুরু হয়?

            উত্তর : ১৯৬৯ সালে

১৪. CPU এর পূর্ণরূপ কী লেখ?

            উত্তর : Central Processing Unit.

১৫. মানবদেহের মেরুদণ্ডে কয়টি হাড় আছে?

            উত্তর : ৩৩টি

১৬. কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়?

            উত্তর : ভিটামিন ‘ডি’

১৭.       আদিমকালে কৃষি কাজের সূচনা কারা করে?

            উত্তর : মেয়েরা ।

১৮.       CMH এর পূর্ণরূপ কী?

            উত্তর: Combined Military Hospital.

১৯.        শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?

            উত্তর : ১৪ ডিসেম্বর

২০.       তিন কন্যা চিত্রকর্মটি কার?

            উত্তর : কামরুল হাসান

২১.        জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?

            উত্তর : লুই আই কান

২২.        কোষ আবিষ্কার করেন কে?

            উত্তর : রবার্ট হুক

২৩.       সার্ক কত সালে গঠিত হয়?

             উত্তর : ১৯৮৫ সালে

২৪.       ১ কেজি তুলা ও ১ কেজি তামার মধ্যে কোনটি ভারী?

            উত্তর : সমান ।

২৫.       অক্সিজেন কে আবিষ্কার করেন?

            উত্তর : প্রিস্টল ।

২৬.        মিয়ানমারের রাজধানী ও মুদ্রার নাম কী?

            উত্তর : নাইপিদো, কিয়াট

২৭. রূপসী বাংলা বলা হয়েছে কাকে?

            উত্তর : সোনারগাঁও

২৮. কিছু মাস ৩০ দিন, কিছু মাস ৩১ দিন থাকে, কয় মাস ২৮ দিন থাকে?

            উত্তর : ১টি ।

২৯. অলিম্পিক গেমসকে কি বলা হয়, এবং এই বিশ্ব অলিম্পিক দিবস কবে?

            উত্তর : প্রেটেস্ট শো অন আর্থ, ২৩ জুন

৩০. Ioc- এর পূর্ণরূপ লেখ—

            উত্তর : International Olympic Committee.

৩১.       আগামী বিশ্বকাপ ফুটবল কত সালে অনুষ্ঠিত হবে এবং কোথায়?

            উত্তর : ২০২২ সালে, (কাতার)

৩২.       নোবেল পুরস্কারের প্রবর্তক কে?

            উত্তর : আলফ্রেড বি নোবেল

৩৩.       নোবেল জয়ী প্রথম নারী কে?

            উত্তর : মাদাম কুরী

৩৪. CIA-এর পূর্ণরূপ লেখ—

            উত্তর : Central Intelligence Agency.

৩৫. ময়নামতির পূর্ব নাম কী?

            উত্তর : রোহিতগিরি

৩৬. জাতীয় সংসদের প্রতীক কী?

                        উত্তর : শাপলা

            ৩৭.       জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?

            উত্তর : অ্যান্তেনিও গুতেরেস

সর্বশেষ খবর