সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম শ্রেণির

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সুধীর বরণ মাঝি সিনিয়র শিক্ষক

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রথম অধ্যায়

প্রস্তুতি-২                                                                

১. কোন তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়?                                                                                                                                                       (ক)  ২ আগস্ট ১৯৩৫

(খ)  ২ সেপ্টেম্বর ১৯৫৮

(গ) ১২ মার্চ ১৯৬৮  

(ঘ) ২২ আগস্ট ১৯৭৮

২. ঔপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য হলো—                                                                                                                   (i) দখলদার শক্তি চিরস্থায়ীভাবে       শাসন প্রতিষ্ঠা করতে চায় না

(ii) মূল উদ্দেশ্য নিজ দেশে সম্পদ পাচার                                                              (iii) চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে চায়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) ii ও iii 

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii                                                                                                                  নিচের অনুচ্ছেদটি পড় ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ ব্রিটিশরা এক সময় ভারত উপমহাদেশ দখল করে নেয়। চিরস্থায়ীভাবে শাসন করা ব্রিটিশদের উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল ধনসম্পদ নিজেদের দেশে পাচার করা।                                                                      ৩. ভারত উপমহাদেশে কীরূপ শাসনের প্রতিফলন হয়েছিল?

(ক) গণতান্ত্রিক     (খ) রাজতান্ত্রিক 

(গ) ঔপনিবেশিক  (ঘ) স্বৈরতান্ত্রিক

৪. উক্ত শাসনের ফলে ভারতীয় উপমহাদেশে—                                                                                                                                                       (i) অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়

(ii) পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়

(iii) জনগণের মধ্যে বিদ্রোহী মনোভাব জেগে উঠে

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) ii (গ) iii   (ঘ) i,ii ও iii                                                                                                                  ৫. কত সালে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?

(ক) ১২৩৮ সালে  (খ) ১৩৩৮সালে 

(গ) ১৪০৫ সালে  (ঘ) ১৫২০সালে

৬. সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেন?                                                                                                                                                  (ক) রাজা রামমোহন রায়

(খ) ঈশ্বরচন্দ্র  বিদ্যাসাগর

(গ) লর্ড উইলিয়াম বেন্টিংক

(ঘ) লর্ড কার্জন

৭. ১৫৭৬ সালে মুঘল সাম্রাজ্য বিস্তার করে—

(i) পূর্ব বাংলা  (ii) পশ্চিম বাংলা

(iii) উত্তর বাংলার অনেকাংশে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) ii ও iii 

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii                                                                                                                 ৮. ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে কারা এদেশের রাষ্ট্রক্ষমতা দখল করে নেয়?

(ক) ইউরোপীয় বণিকরা

(খ) আমেরিকান বণিকরা

(গ) এশীয় বণিকরা

(ঘ) আফ্রিকান বণিকরা

৯. কত সালে বাংলায় ঔপনিবেশিক শাসন শুরু হয়?

(ক) ১৫৫৭ সালে (খ) ১৬৫৭ সালে

(গ) ১৭৫৭ সালে (ঘ) ১৭৮০ সালে

১০. ইউরোপের দেশগুলোতে অর্থনৈতিক অগ্রগতি দেখা য়ায়—                                                                                                                                                                                   (র) খনিজ সম্পদ আবিষ্কারের কারণে

(ii) সামুদ্রিক বাণিজ্য বিস্তারের কারণে

(iii) কারিগরি ও বাণিজ্যিক বিকাশের ফলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) ii ও iii 

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii                                                                                                          ১১. বাংলায় ইংরেজদের শাসন পর্বকে কোনযুগ হিসেবে অবহিত করা হয়?                                                                                                                                (ক) পরাধীন যুগ    (খ) স্বাধীন যুগ

(গ) গণতান্ত্রিক যুগ (ঘ) ঔপনিবেশিক যুগ

১২. উইলিয়াম হেজেজ  কর্তৃক ইংল্যান্ড থেকে সৈন্য আনার কারণ ছিল—                                                                                                

 (i) দিনেমারদের বাংলা থেকে হটানো

(ii) মুঘল কর্মচারীদের দুর্নীতি রোধ

(iii) ব্যবসায়িক ক্ষতি রোধ

নিচের কোনটি সঠিক?                                                                                                                                                       (ক) i ও ii     (খ) ii ও iii 

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii                                                                                                                    ১৩. আসিফ মাত্র ২২ বছর বয়সে একটি অঞ্চলের শাসন ক্ষমতা লাভ করে। তার নানা তাকে সিংহাসনে বসান। আসিফের সাথে মিল বা সাদৃশ্য রয়েছে—

(i) বাংলার শেষ স্বাধীন নবাবের

(ii) মোঘল সম্রাট জাহাঙ্গীরের 

(iii) নবাব সিরাজউদ্দৌলার

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) ii ও iii 

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii

১৪. সেন রাজারা কোন অঞ্চল থেকে এসেছিলেন?

(ক) হায়দারাবাদ  

(খ) কর্নাটক

(গ) উড়িষ্যা       

(ঘ) দিল্লি

১৫. পাল রাজাদের পতনের পর বাংলার সিংহাসন দখল করে কারা?

(ক) ব্রাহ্মণ সেন রাজারা

(খ) তুর্কিরা

(গ) আফগানরা        

(ঘ) কুর্দিরা

১৬. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গুপ্ত রাজারা দখল করে—

(i) সমগ্র উত্তর বাংলা

(ii) দক্ষিণ পূর্ব-বাংলার কিয়দংশ 

(iii) সমগ্র পূর্ব বাংলা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) ii ও iii 

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii                                                                                                             ১৭. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পরিচয়—

(ক) ব্রিটিশ সেনাপতি

(খ) তুর্কি সেনাপতি

(গ) মুঘল সেনাপতি

(ঘ) আফগান সেনাপতি

১৮. ইকলিম কোন ভাষার শব্দ?

(ক) তুর্কি    (খ) উর্দু

(গ) ল্যাটিন (ঘ) ফরাসি

১৯. বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী ছিল?

(ক) ৭৫ বছর       (খ) ১০০ বছর 

(গ) ১৫০ বছর      (ঘ) ২০০ বছর

২০. বাংলার সাধারণ মানুষ চরম অর্থনৈতিক শোষণ ও নির্যাতনের শিকার হয়েছে—

(i) পাল আমলে  (ii) সেন আমলে   

(iii) সুলতানি আমলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) ii ও iii 

(গ) i ও iii    (ঘ) i, ii ও iii

২১. বর্তমানে ঢাকা শহরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মাধ্যমে ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে?

(ক) দেশ ভাগ    

(খ) বঙ্গভঙ্গ

(গ) ভারত-পাকিস্তান সৃষ্টি

(ঘ) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়

২২. ব্রিটিশ শাসনামলে নারী সমাজ পিছিয়ে ছিল কেন?

(ক) সামাজিক অনুশাসনের জন্য

(খ) ব্রিটিশদের কঠোর নীতির জন্য

(গ) ধর্মীয় গোঁড়ামির জন্য

(ঘ) শিক্ষা গ্রহণে অনাগ্রহের জন্য

২৩. সুশাসন প্রতিষ্ঠায় বাংলাকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেন কে?

(ক) লর্ড কার্জন    (খ) লর্ড ক্লাইভ

(গ) লর্ড বেন্টিংক  (ঘ) লর্ড কর্নওয়ালিস                                                                                         ২৪. কোন শক্তির হাতে সেন শাসনের

অবসান ঘটে?

(ক) আর্য (খ) মৌর্য (গ) পাল (ঘ) মুসলিম

২৫. বাংলায় স্বাধীন সুলতানি আমলের আমলের অবসান ঘটে কত সালে ?

(ক) ১২০৬ সালে (খ) ১৩৩৮ সালে

(গ) ১৫৩৮ সালে (ঘ) ১৫৭৬ সালে

২৬. এ দেশে ইংরেজদের শিক্ষা বিস্তারের ফলে—

(ক) প্রচলিত বিশ্বাস ভঙ্গ হয়

(খ) মানুষের মনে হিংসা দানা বাঁধে

(গ) ভ্রাতৃত্ব গড়ে ওঠে

(ঘ) জনমনে অসন্তোষ সৃষ্টি হয়

২৭. ইংরেজরা কীভাবে অনুগত শ্রেণি তৈরি করেছিল?

(ক) দেশ বিভাগের মাধ্যমে

(খ) কুসংস্কার দূরীকরণের মাধ্যমে

(গ) চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে

(ঘ) ভারত শাসন আইন প্রবর্তন করে

২৮. কারা সর্বপ্রথম বাংলা তথা ভারতে আসেন?

(ক) ইংরেজরা    (খ) ওলন্দাজরা

(গ) দিনেমাররা   (ঘ) পর্তুগিজরা

২৯. ব্রিটিশ ভারতে প্রথম ভাইসরয় কে ছিলেন?

(ক) লর্ড কার্জন    (খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিংক  (ঘ) লর্ড হার্ডিঞ্জ                                                                                                                    ৩০. ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কেন প্রতিষ্ঠা করা হয়?

(ক) গবেষণার জন্য

(খ) মুসলমানদের সন্তুষ্টি করার জন্য

(গ) হিন্দুদের সন্তুষ্টি করার জন্য

(ঘ) ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠা করার জন্য

 

উত্তরমালা ঃ ১ ক, ২ ক, ৩ গ, ৪ ঘ, ৫ খ, ৬ গ, ৭ গ, ৮ ক, ৯ গ, ১০ ঘ, ১১ ঘ, ১২ গ, ১৩ ক, ১৪ খ, ১৫ ক, ১৬ ক, ১৭ খ, ১৮ ক, ১৯ ঘ, ২০ খ, ২১ খ, ২২ ক, ২৩ ক, ২৪ ঘ,২৫ গ, ২৬ ক, ২৭ গ, ২৮ ঘ, ২৯ খ, ৩০ ক

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর