রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জেনে রাখা ভালো

আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক

জেনে রাখা ভালো

* ধুমকেতু কিছু দিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়।  * হ্যালির ধুমকেতু ২৪০ অব্দ থেকে দেখা যায় । সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে। প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়। * সূর্য থেকে আলো আসতে সময় লাগে ৮মিনিট ১৯ সেকেন্ড ।  * সূর্যের ব্যস ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার। * দ্রাঘিমা রেখার অবস্থান থেকে কোনো স্থানের সময় জানা যায়। * প্রতি ১ ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান ৪ মিনিট। * ১৮০ ডিগ্রীর জন্য সময়ের পার্থক্য ৭২০ মিনিট বা ১২ ঘণ্টা। * ১৮০ ডিগ্রী দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে স্থির করা হয়। * পৃথিবীর গতি দুই প্রকার। আহ্নিক গতি ও বার্ষিক গতি । * পৃথিবী তার নিজের মেরুদন্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব থেকে আর্বতন করতে সময় নেয়

২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা। একে সৌর দিন বলে। * ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ ১৬০০ কিলোমিটার। * পৃথিবীর কোনো আলো নেই। সূর্যের আলোতে আলোাকিত হয়। * একবার সূর্যকেপূর্ণ পরিক্রম করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। * ২১ এ মার্চ এবং ২৩ এ সেপ্টেম্বর নিরক্ষ রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এ দুদিন সর্বত্র দিন রাত্রি সমান হয় । * ইংরেজি ক্যালেন্ডারে ৩১ দিনে মাসের সংখ্যা ৭টি ও ৩০ দিনে মাসের সংখ্যা ৪ টি । * ২১ শতাব্দী শুরু হয়েছে ২০০১ সাল থেকে। * ৪ প্রতি ৪ বছরে একবার অধিবর্ষ হয়। * অধিবর্ষের ফেব্রুয়ারি মাস হয় ২৯ দিনে এবং সেই বছরের দিনের সংখ্যা হয় ৩৬৬ দিনে। * প্রথম শতাব্দী শুরু হয়েছিল ১ সালে যা ২০০০ বছরের আগে। * অধিবর্ষের ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয়। * সূর্য পৃথিবীর চেয়ে ১৩ লক্ষ গুণ বড়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর