বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছুটির দিনের অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগে

ডেবরা এফ্রোইমসন (অনিমা ভাবী)

ছুটির দিনের অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগে

বাংলাদেশের সব ধরনের উৎসবকে পছন্দ করি আমি। বিশেষ করে বাংলাদেশের সাইকেলে করে দলের সাথে ঘুরে বেড়ানো। যেমনটা গত ১৬ ডিসেম্বর করেছিলাম আমি। খুব মজা পাই পুরো ব্যাপারটাতে। অনেক বেশি ভালো লাগে বাংলাদেশের মানুষদের এই ছুটির দিনের অনুষ্ঠানগুলোকে। যেখানে সবাই নিজেদের পরিবার আর আত্মীয়দের জন্য সময় বের করে নেয়। সবার বাসায় ঘুরে আসে। অন্য দেশে যেকোনো ধরনের উপলক্ষেই অ্যালকোহল পান করে মানুষ। কিন্তু বাংলাদেশে সবাই সুন্দর সুন্দর কাপড় পরে ঘুরতে বের হয়। বাংলাদেশ খুব বন্ধুসুলভ একটি দেশ। যেখানকার মানুষ একে অন্যকে যথেষ্ট সময় দেয়। বিশেষ করে বিদেশিদের প্রতি তাদের অনেক বেশি আগ্রহ থাকে। ওরা এত বেশি আতিথেয়তাপূর্ণ যে, মাঝে মাঝেই আমি কৌতুক করে বলি- বাংলাদেশের আতিথেয়তা মার্শাল আর্টের মতো! প্রায় ১৬ বছর হয়ে গেল আমি এ দেশে আছি। এর আগে আমেরিকায় কখনোই ঈদ পালন করিনি আমি। যদিও ধীরে ধীরে ওখানেও সব ধর্মের মানুষের উৎসবগুলো একাধারে উদযাপন করা হচ্ছে। অনেক পরির্তন আসছে সেখানে। বাংলাদেশে এই ১৬ বছরে অনেকবারই ঈদ পালন করেছি আমি। খুব ভালো লাগে আমার বাংলাদেশের ঈদকে। ঈদের দিন সবাই নতুন জামা পরে বাইরে বড়াতে যায়। সাজানো রিকশায় ঘুরতে বের হয়। ঈদে মানুষের সাথে দেখা করা আর নানারকম খাবার খাওয়া খুব উপভোগ করি আমি।

ঈদের দিনে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পরতে পছন্দ করি আমি। আর অবশ্যই আমার বয়সের হিসেবে সেটা শাড়িই! মিষ্টি জাতীয় খাবার খুব একটা পছন্দ করি না আমি। তবে ঈদের দিনে সেমাই জিনিসটা না খেলেই নয়। তখন ওটাকে বেশ ভালো লাগে খেতে। ফুচকা আর চটপটি খেতেও পছন্দ করি আমি। ঈদের দিনে ধানমন্ডি লেকের পাশে হাঁটতে হাঁটতে সবাইকে ঈদ মোবারক বলতেও খুব মজা লাগে। তবে সবচেয়ে বেশি ভালো লাগে এক-দুই সপ্তাহের জন্য জীবনের গতি কমিয়ে দেওয়ার ব্যাপারটা। যেটা বাংলাদেশের মানুষ ঈদে করে থাকে। গ্রামে ঘুরতে যায়। নিজেদের সতেজ করে ফিরে আসে। হঠাৎ করে এমন ধীরগতির দিন পার করতে বেশ লাগে।

পেশা- দ্য হেলথ কোলাবরেটিভ : টেকনোলজি পাওয়ার্ড বাই হেলথব্রিজ দেশ- আমেরিকা

 

সর্বশেষ খবর