বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সাকিবের ঈদের পোশাক

সাকিবের ঈদের পোশাক

সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার। অর্থডক্স স্পিনার এবং বামহাতি এই ব্যাটসম্যান টেস্ট, ওয়ানডে আর টি-২০ এই তিন ফরম্যাটেই হয়েছেন এক নম্বর অলরাউন্ডার। ভালোবেসে কেউ বলেন ক্রিকেটের যুবরাজ, এ গ্রহের অন্যতম সেরা ক্রিকেটার। চলুন দেখে নিই সাকিবের ঈদের পোশাকের আদ্যোপান্ত

ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের পতাকা উড়িয়ে চলা ক্রিকেটার সাকিবের ফ্যাশন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। আসছে ঈদে সাকিবের ফ্যাশন নিয়েও কৌতূহল অনেকের। তার স্টাইলে স্টাইল করতে পছন্দ করেন অনেকে। একজন সাকিব ব্যক্তিত্বে যতটা উজ্জ্বল ততটা ফ্যাশনেও। যদিও তিনি নিজেকে দাবি করেন একজন সাদামাটা মানুষ হিসেবে।

ক্রিকেট ক্যারিয়ার রঙিন হলেও সাদামাটা থাকতেই পছন্দ করেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যতিক্রম হয় না ঈদেও। অন্য আট-দশজনের মতোই একেবারে সিম্পল তার ঈদের দিন। সাকিবের ভাষায়- 'সকালে ঘুম থেকে উঠেই গোসল। এরপর ঈদের জন্য কেনা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাই। আসলে পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দটাই অন্যরকম। ঈদে অনেক উপহার পাই এখন। নিজের কেনা পোশাকও পরি। আবার কেউ দিলে সেটাও পরা হয়। আগে থেকে ঠিক করা থাকে না। অবশ্য ঈদের দিনের জন্য দুটি পাঞ্জাবি বেছে রাখি। একটা সকালে পরলে আরেকটা সন্ধ্যায়।'

'সারা বছর জিন্স, টি-শার্ট, খাটো হাতার শার্ট পরলেও রোজার ঈদে পরি না'- বললেন সাকিব। সন্ধ্যার পর থেকে সাকিবের পুরো সময়টা বন্ধুদের জন্য। আড্ডাও চলে রাত পর্যন্ত। ঈদের দিন কাটে পাঞ্জাবিতে। হালকা কাজের পাঞ্জাবিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন সাকিব আল হাসান। সাদা, লাল, কালো, নীল ও সবুজ রঙের পোশাকই বেশি পরা হয়। ঈদের দিন সকালে হয়তো সাদা বা হালকা যে কোনো রঙের পাঞ্জাবি পরবেন। যেহেতু গরম থাকবে এবার তাই সুতির পাঞ্জাবি বেছে নেবেন দিনের বেলায়। সাকিব বলেন, 'পাঞ্জাবি পরলে সাধারণত পাজামা পরি। অনেক সময় জিন্সও পরা হয়। রাতে সিল্ক, অ্যান্ডি বা সুতির যে কোনো উজ্জ্বল রঙের পাঞ্জাবি পরার ইচ্ছা আছে। রঙের পাঞ্জাবি পরা হবে। তবে কখনো স্ট্রাইপ, জিগজাগ ধরনের পাঞ্জাবি পরি না। হালকা কাজের এক রঙের পাঞ্জাবি ভালো লাগে।'

সম্প্রতি ফ্যাশন হাউস লা রিভের ফটোশুটে সাকিবের দেখা মিলেছে ঈদের পোশাকে। উৎসবের আবহে এসব পাঞ্জাবিতে হাতের কাজের পাশাপাশি রয়েছে কারচুপিসহ অন্যান্য নজরকাড়া ডিজাইন। পাঞ্জাবি-পায়জামাতে তাকে যেমন সাবলীল লেগেছে, তেমনি তারুণ্যের ছোঁয়া পাওয়া গেছে শার্ট-জিন্সেও।

 

সর্বশেষ খবর