বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

আমার কাছে ঈদ মানেই পরিবার বন্ধু আড্ডা

মাশরাফি বিন মুর্তজা, ক্রিকেটার

আমার কাছে ঈদ মানেই পরিবার বন্ধু আড্ডা

আমার কাছে শৈশবের ঈদ আর এখনকার ঈদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। ছোটোবেলা থেকেই আমার কাছে ঈদ মানেই পরিবার বন্ধু আড্ডা। বড়বেলায় এসেও এটাই ফলো করি। দেশের বাইরে কোনো খেলা না থাকলে আমি সবসময়ই আমার গ্রামের বাড়ি নড়াইলে ঈদ পালন করি। ঈদের প্রকৃত আনন্দ আসলে এটাই। অনেকে আছে যারা ছোটবেলায় নতুন জামা কাপড়-ইত্যাদির জন্য উদগ্রীব থাকত। আমার ক্ষেত্রে সেরকম কোনো কিছু কাজ করত না। তবে হ্যাঁ নতুন জামা পেলে কার না ভালো লাগে? ভালো আমারও লাগত তবে অতটা পাগল ছিলাম না। বাবার সঙ্গে নামাজ পড়তে যেতাম। চারদিকের ভিড় বাট্টা উপভোগ করতাম। এখনো অনেকের কাছ থেকে গিফট পাই, তবে দিতেই বেশি ভালো লাগে। কথায় বলে না, আনন্দ ভাগাভাগি করলে বেড়ে যায়। ঈদটা আসলে এমনই। ঈদের আনন্দ আপনি যত বেশি মানুষের সঙ্গে শেয়ার করবেন ততই বেড়ে যাবে।

 

সর্বশেষ খবর