বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছোটবেলার ঈদ নির্মল আনন্দের এখন কাটে ব্যস্ততায়

মামুনুল ইসলাম, ফুটবলার

ছোটবেলার ঈদ নির্মল আনন্দের এখন কাটে ব্যস্ততায়

ছোটবেলার ঈদগুলো ছিল নির্মল আনন্দের। তখন ঈদের খুশিকে বেশি অনুভব করতে পারতাম। আনন্দ বলতে যা বুঝতাম তখন, বন্ধুরা সবাই মিলে নতুন জামা পরা। একসঙ্গে নামাজ পড়া। এলাকাজুড়ে ঘুরে বেড়ানো। বাড়ি বাড়ি গিয়ে সেমাইম, ফিরনি খাওয়া। বাবা-মা, চাচা-চাচি ও মুরবি্বদের কাছ থেকে সালামি আদায় করা। আর এখন নিজেই অনেকে চাচা, মামা, মুরুবি্ব হয়ে গেছি। আগে সালামি নিতাম, এখন সালামি দিই। এখন নতুন কাপড়ের প্রতি কোনো টান নেই। অথচ ছেলেবেলায় নতুন কাপড়ের অপেক্ষায় ঘুম হতো না। শুধু ভাবতাম, কখন ঈদের দিন আসবে আর নতুন জামা গায়ে দেব।

সেই ঈদগুলো এখন আর পাই না। পাওয়ার সুযোগও হয় না। ফুটবলার বলে আমার মাত্র দুই দিন বাড়িতে থাকা সম্ভব হয়। সঙ্গে হাজারো ব্যস্ততা তো থাকেই। ঈদ অবশ্য চট্টগ্রামের কদমতলীতেই উদযাপন করা হয়। কিন্তু বাড়িতে বসে আরাম করে ঈদের কেনাকাটা করা হয় না আর। তা ছাড়া এখন তো নিজের শপিংয়ের পাশাপাশি সবার জন্যই শপিং করতে হয়। এবারও ঘরের মানুষদের জন্য অনেক শপিং করা হয়েছে। ঈদ উপলক্ষে বউকেও অনেক উপহার দিয়েছি। এমন অনেক ব্যস্ততার পরও ঈদের সময়টা মূলত আনন্দেই কাটে। এই যে এখন সব কাজের ভিতরেও ঈদের দিনের অপেক্ষায় আছি। ছেলেবেলার মতো ঘোরাঘুরি করতে না পারলেও ঈদে সবার সঙ্গে দেখা হয়। এটাই বা কম কী। অন্তত স্মৃতিগুলোকে তো মনে করা যায়। এটাও একটা আনন্দের অংশ বটে।

 

সর্বশেষ খবর